বৃহস্পতিবার, ১৩ অক্টোবর ২০২২
প্রথম পাতা » আর্ন্তজাতিক | ইউরোপ | পরিবেশ ও জলবায়ু | শিরোনাম | সাবলিড » জ্বালানি সংকটে ইউরোপ: হাঙ্গেরি
জ্বালানি সংকটে ইউরোপ: হাঙ্গেরি
বিবিসি২৪নিউজ,ইইউ প্রতিনিধিঃ হাঙ্গেরির পররাষ্ট্রমন্ত্রী পিটার সিজার্তো বলেছেন, ইউরোপে যে জ্বালানি সংকট চলছে তা দীর্ঘমেয়াদি হবে এবং ২০২৩ এমনকি ২০২৪ সালের পরেও তা অব্যাহত থাকবে। গতকাল (বুধবার) ইউরোপীয় ইউনিয়নের জ্বালানিমন্ত্রীদের বৈঠকের পর তিনি এই মন্তব্য করেন।
সিজার্তো বলেন, “আমরা ইতিহাসে এই প্রথম বৈশ্বিক জ্বালানি সংকট দেখছি এবং এটি হবে দীর্ঘ মেয়াদের জন্য।” হাঙ্গেরির পররাষ্ট্রমন্ত্রী বলেন, জ্বালানি সংকটের জন্য ভূ-রাজনৈতিক এবং নিরাপত্তা ইসুগুলোকে দায়ী করা যায় এবং এরজন্য তিনি দীর্ঘমেয়াদী সমাধান চেয়েছেন।
পিটার সিজার্তো বলেন, আন্তর্জাতিক যেসব প্রতিষ্ঠানের এখনো সামান্যতম সাধারণ জ্ঞান আছে তারাও এই হুঁশিয়ারি উচ্চারণ করছে যে, জ্বালানি সংকট দীর্ঘমেয়াদি হবে এবং এই সমস্যা শুধুমাত্র আসন্ন শীতে নয় বরং তারপরের বছর এমনকি তারও পরে অব্যাহত থাকবে। সিজার্তো জানান, রাশিয়ার সঙ্গে চুক্তির মাধ্যমে তার দেশ জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করেছে এবং তুর্কস্ট্রিম পাইপলাইনের মাধ্যমে কোনো রকমের বাধা বিঘ্নতা ছাড়াই গ্যাস সরবরাহ পাচ্ছে।
তিনি জানান, ইউরোপের দেশগুলোতে যেখানে গড়পড়তা মজুদের পরিমাণ ২৬.৯ ভাগ সেখানে তার দেশের গ্যাসের মজুদ শতকরা ৪৮.২ ভাগ পূর্ণ রয়েছে। হাঙ্গেরির পররাষ্ট্রমন্ত্রী জানান, তার দেশ যে গ্যাস ব্যবহার করছে তার শতকরা ৮০ ভাগ রাশিয়ার গ্যাসপ্রম থেকে পাচ্ছে।
রাশিয়া ইউরোপের কয়েকটি দেশে গ্যাসের সরবরাহ বন্ধ করে দেয়ার পর হাঙ্গেরি আগস্ট মাসের শেষ দিকে গ্যাস নেয়ার বিষয়ে রাশিয়ার সঙ্গে চুক্তি করে।




মধ্যপ্রাচ্যের পথে যুক্তরাষ্ট্রের বিমানবাহী যুদ্ধজাহাজ ‘ইউএসএস আব্রাহাম লিংকন’
গ্রিনল্যান্ড দখল করলে ন্যাটো আর থাকবে না: ডেনমার্ক
ইইউতে তৈরি পোশাকের বাজার হারাচ্ছে বাংলাদেশ
ভেনেজুয়েলার তেল বিক্রি শুরু করল যুক্তরাষ্ট্র
ইরানে হামলা চালাতে সব প্রস্তুতি নিচ্ছে: ট্রাম্প
যুক্তরাষ্ট্রের হামলার আশঙ্কায় আকাশপথ বন্ধ করলো ইরান
বাংলাদেশসহ ৭৫টি দেশের জন্য ইমিগ্র্যান্ট ভিসা স্থগিত করছে যুক্তরাষ্ট্র
গ্রিনল্যান্ড আমেরিকার হাতে থাকলে ন্যাটো অনেক বেশি শক্তিশালী হবে: ট্রাম্প
বিদেশিদের আগমন নিয়ন্ত্রণে রাখতে অন-অ্যারাইভাল ভিসা বন্ধ করেছে সরকার
ইরানের প্রতিটি প্রতিষ্ঠানের দখল নেন: বিক্ষোভকারীদের ট্রাম্প 