শনিবার, ১৯ নভেম্বর ২০২২
প্রথম পাতা » আর্ন্তজাতিক | শিরোনাম | সাবলিড » ক্রিমিয়ায় সেনা-অবস্থান সুসংহত করার ঘোষণা- রাশিয়ার
ক্রিমিয়ায় সেনা-অবস্থান সুসংহত করার ঘোষণা- রাশিয়ার
বিবিসি২৪নিউজ,আন্তর্জাতিক ডেস্কঃ ক্রিমিয়া উপত্যকায় নিজ অবস্থান সুসংহত করার ঘোষণা দিয়েছে রাশিয়া। ক্রিমিয়ার প্রতিবেশী খেরসন অঞ্চল থেকে নিজের সেনা পুরোপুরি সরিয়ে আনার এক সপ্তাহ পর এ ঘোষণা দিল মস্কো।
ক্রিমিয়ার গভর্নর সের্গেই অ্যাক্সিওনভ বলেছেন, গোটা অঞ্চলের নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে ক্রিমিয়া উপত্যকা জুড়ে সেনাবাহিনীর অবস্থান শক্তিশালী করা হচ্ছে। ক্রিমিয়ার অধিবাসীরা যাতে ‘নিরাপদ বোধ’ করেন সে লক্ষ্যে সেনাবাহিনী কাজ করছে বলে তিনি জানান।
গত ২৪ ফেব্রুয়ারি থেকে ইউক্রেনে বিশেষ সামরিক অভিযান চালাচ্ছে রাশিয়া। গত নয় মাসে ইউক্রেনের বেশ কিছু এলাকা দখল করে রুশ সেনাবাহিনী। এ সময়ে ইউক্রেনের সেনারা বেশ কয়েকবার ক্রিমিয়া উপত্যকা বরাবর পাল্টা হামলা চালানোর চেষ্টা করেছে।
২০১৪ সালে ক্রিমিয়া উপত্যকায় অনুষ্ঠিত এক গণভোটের জের ধরে এটিকে নিজের অংশ করে নিয়েছিল রাশিয়া। ইউক্রেন অবশ্য এটির মালিকানার দাবি কখনও ত্যাগ করেনি। সেই সঙ্গে ক্রিমিয়ার ওপর ইউক্রেনের সার্বভৌম ক্ষমতার প্রতি পশ্চিমা দেশগুলোর সমর্থন রয়েছে।
এদিকে খেরসন অঞ্চল থেকে রুশ সেনারা সরে যাওয়ার পর সেখানে পুনর্গঠন কাজ শুরু করেছে ইউক্রেন। খেরসনের প্রশাসনিক উপ প্রধান সেরজি খ্লান শুক্রবার জানিয়েছেন, তারা শহরের রেলওয়ে স্টেশন পুরোপুরি মেরামত করতে সক্ষম হয়েছেন এবং শুক্রবার শেষ বেলায় প্রথম ট্রেনটি ওই স্টেশন ছেড়ে গেছে। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেছেন, খেরসনের পরিস্থিতি স্বাভাবিক করার জন্য তারা আপ্রাণ চেষ্টা করছেন। তিনি ক্রিমিয়া উপত্যকাও পুনরুদ্ধার করার প্রত্যয় জানিয়েছেন।




মস্কোতে রুশ সামরিক বিমান বিধ্বস্ত, পাইলটসহ নিহত ৭
ইতালি থেকে জঙ্গি বিমান কিনতে সম্মতিপত্র সই বাংলাদেশের
মদ বিক্রির অনুমতি দিল সৌদি সরকার
ভারতে আবারও শুল্ক আরোপের হুমকি ট্রাম্পের
জাপানে ৭.৬ মাত্রার ভূমিকম্পের পর সুনামির আঘাত
বাংলাদেশ ২০২৯ সাল পর্যন্ত যুক্তরাজ্যে শুল্কমুক্ত রপ্তানি সুবিধা পাবে: সারাহ কুক
ভারতেই থাকবেন কি না, সিদ্ধান্ত শেখ হাসিনাই নেবেন: জয়শঙ্কর
যুক্তরাজ্যে বাংলাদেশি ও পাকিস্তানি শিক্ষার্থীদের ভর্তি স্থগিত
দিল্লিতে মোদি-পুতিন বৈঠক, ভারত-রাশিয়া কি চুক্তি হয়েছে?
যুক্তরাষ্ট্রে ভ্রমণ নিষেধাজ্ঞার পরিধি বাড়ছে আর ৩০টির দেশ 