সোমবার, ২৭ মার্চ ২০২৩
প্রথম পাতা » আর্ন্তজাতিক | এশিয়া-মধ্যপ্রাচ্য | শিরোনাম | সাবলিড » ইসরাইলে প্রতিরক্ষামন্ত্রী বরখাস্ত, প্রতিবাদে বিক্ষোভ
ইসরাইলে প্রতিরক্ষামন্ত্রী বরখাস্ত, প্রতিবাদে বিক্ষোভ
বিবিসি২৪নিউজ,আন্তর্জাতিক ডেস্ক: ইসরাইলের প্রতিরক্ষামন্ত্রী ইয়োভ গ্যালান্টকে বরখাস্ত করেছেন দেশটির প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু।
এ ঘটনার প্রতিবাদে নেতানিয়াহুর বিরুদ্ধে বিশাল বিক্ষোভ মিছিল হয়েছে ইহুদিবাদী দেশটিতে। খবর আলজাজিরার।
রোববার রাতে রাজধানী তেলআবিবে বিক্ষোভকারীরা ইসরাইলের পতাকা হাতে রাস্তায় নেমে আসে। এ সময় তারা হাইওয়েসহ তেলআবিবের সব রাস্তা বন্ধ করে দেন।
আন্দোলনকারীরা টায়ার জ্বালিয়ে রাস্তা বন্ধ করে নেতানিয়াহুর বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দিতে থাকেন।
সরকারের ‘বিচারব্যবস্থা সংস্কার’ উদ্যোগের বিরুদ্ধে কথা বলায় রোববার (২৬ মার্চ) ইসরাইলের প্রতিরক্ষামন্ত্রীকে দায়িত্ব থেকে সরিয়ে দেয়া হয়।
বিচারব্যবস্থা সংস্কারের আইনটি চলতি সপ্তাহে পার্লামেন্টে পাস করতে চাচ্ছে নেতানিয়াহু সরকার। এই আইনের মূল দিকটি হলো, সব ধরনের বিচারিক নিয়োগে চূড়ান্ত সিদ্ধান্ত দেয়ার ক্ষমতা পাবে উগ্র-ডানপন্থী ক্ষমতাসীন জোট।
সামরিক বাহিনীর শীর্ষ পর্যায়ে অস্থিরতার কথা উল্লেখ করে গ্যালান্ট বিতর্কিত আইনটি পাসের প্রক্রিয়া আগামী মাসে স্বাধীনতা দিবসের ছুটির পর পর্যন্ত স্থগিত রাখার আহ্বান জানান। এরপরই এক দিনেরও কম সময়ের মধ্যে তাকে সরিয়ে দেয়ার সিদ্ধান্ত এলো।
এদিকে, বিচারব্যবস্থা সংস্কার উদ্যোগের প্রতিবাদে দেশটিতে গণবিক্ষোভ শুরু হয়েছে। এ পদক্ষেপে ক্ষুব্ধ হয়েছেন সামরিক বাহিনী ও ব্যবসায়ীরা নেতারাও। এছাড়া উদ্বেগ প্রকাশ করেছে ইসরাইলের মিত্র দেশগুলো।
নেতানিয়াহুর ডানপন্থী লিকুদ পার্টির জ্যেষ্ঠ সদস্য গ্যালান্ট। দলের নেতৃস্থানীয়দের মধ্যে তিনিই প্রথম গত ২৫ মার্চ বিচারব্যবস্থা ঢেলে সাজাতে নেওয়া আইনি উদ্যোগ স্থগিত রাখার আহ্বান জানিয়েছিলেন।




বাংলাদেশের দাবি প্রত্যাখ্যান করেছেন ভারত
সুদানে বাংলাদেশি শান্তিরক্ষী হতাহতের ঘটনায় জাতিসংঘের নিন্দা
সুদানে সন্ত্রাসী হামলায় ৬ বাংলাদেশি শান্তিরক্ষী নিহত, লড়াই চলছে: আইএসপিআর
মস্কোতে রুশ সামরিক বিমান বিধ্বস্ত, পাইলটসহ নিহত ৭
ইতালি থেকে জঙ্গি বিমান কিনতে সম্মতিপত্র সই বাংলাদেশের
মদ বিক্রির অনুমতি দিল সৌদি সরকার
ভারতে আবারও শুল্ক আরোপের হুমকি ট্রাম্পের
জাপানে ৭.৬ মাত্রার ভূমিকম্পের পর সুনামির আঘাত
বাংলাদেশ ২০২৯ সাল পর্যন্ত যুক্তরাজ্যে শুল্কমুক্ত রপ্তানি সুবিধা পাবে: সারাহ কুক
ভারতেই থাকবেন কি না, সিদ্ধান্ত শেখ হাসিনাই নেবেন: জয়শঙ্কর 