মঙ্গলবার, ১৩ জুন ২০২৩
প্রথম পাতা » আর্ন্তজাতিক | শিরোনাম | সাবলিড » বাংলাদেশ-ভারত দ্বিপক্ষীয় সম্পর্কে সন্তোষ মোমেন–জয়শঙ্করের
বাংলাদেশ-ভারত দ্বিপক্ষীয় সম্পর্কে সন্তোষ মোমেন–জয়শঙ্করের
বিবিসি২৪নিউজ,অমিত ঘোষ, দিল্লি থেকে: বাংলাদেশ-ভারতের দ্বিপক্ষীয় সম্পর্ক নিয়ে সন্তোষ প্রকাশ করেছেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন ও ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর। দিল্লিতে বাংলাদেশ হাইকমিশনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এতে জানানো হয়, ‘জি২০ ডেভেলপমেন্ট মিনিস্টারস মিটিংয়ে (জি২০ডিএমএম)’ যোগ দিতে ভারতের বারাণসীতে গিয়েছেন এ কে আবদুল মোমেন। তিনি এস জয়শঙ্করের সঙ্গে সাইড লাইনে বৈঠক করেছেন। বৈঠকে দুই পররাষ্ট্রমন্ত্রী বিদ্যমান চমৎকার দ্বিপক্ষীয় সম্পর্কে সন্তোষ প্রকাশ করেছেন। বৈঠকে তারা দ্বিপক্ষীয় স্বার্থ ও আসন্ন অন্যান্য গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা করেন।
জি২০ সভাপতিত্বে বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবিলায় বৈঠক সফলভাবে পরিচালনা করার জন্য ভারতের প্রশংসা করেন মোমেন। সাইড লাইন বৈঠকে সাম্প্রতিক সময়ে বিভিন্ন অর্জনের বিষয়েও সন্তোষ প্রকাশ করেন দুই পররাষ্ট্রমন্ত্রী।
এছাড়া সিঙ্গাপুরের প্রধানমন্ত্রীর কার্যালয়ের মন্ত্রী মালিকি বিন ওসমানের সঙ্গে বৈঠক করেছেন মোমেন। বৈঠকে বাংলাদেশিদের চাকরির সুযোগসহ সহযোগিতার ক্ষেত্র বাড়ানো নিয়ে আলোচনা করেন। এছাড়া যুক্তরাষ্ট্রের উন্নয়ন সংস্থা ইউএসএআইডির ডেপুটি অ্যাডমিনিসট্রেটর ইসোবেল কোলম্যানের সঙ্গেও তিনি বৈঠক করেন। এ বৈঠকে তারা গত পাঁচ দশকে বাংলাদেশ ও ইউএসএআইডির শক্তিশালী অংশীদারিত্বের ওপর গুরুত্বারোপ করেন। দুটি বৈঠকেই পররাষ্ট্রমন্ত্রী রোহিঙ্গাদের দ্রুত ও টেকসই প্রত্যাবাসনের বিষয়ে সহায়তা চেয়েছেন।
জি২০ডিএমএমে জি২০ সদস্যরাষ্ট্র ও আমন্ত্রিত দেশগুলোর মন্ত্রীরা যোগ দেন। এতে বহুপাক্ষিকতা, টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা বাস্তবায়নের অগ্রগতি এবং সবুজ উন্নয়নের বিষয়ে আলোচনা হয়েছে।




যুক্তরাজ্যে বাংলাদেশি ও পাকিস্তানি শিক্ষার্থীদের ভর্তি স্থগিত
দিল্লিতে মোদি-পুতিন বৈঠক, ভারত-রাশিয়া কি চুক্তি হয়েছে?
যুক্তরাষ্ট্রে ভ্রমণ নিষেধাজ্ঞার পরিধি বাড়ছে আর ৩০টির দেশ
ফিফা শান্তি পুরস্কার জিতলেন ডোনাল্ড ট্রাম্প
পুতিনের ‘উড়ন্ত ক্রেমলিন’ যেন এক রাজপ্রাসাদ, ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষাসহ অত্যাধুনিক প্রযুক্তির ভরপুর
কেন-স্মার্টফোন-ইন্টারনেট ব্যবহার করেন না পুতিন
পদত্যাগ করে ভেনেজুয়েলা ছাড়তে চেয়েছিলেন মাদুরো, রাজি হননি ট্রাম্প-রয়টার্স
তুরস্কের মানববিহীন যুদ্ধবিমান,সফল ভাবে লক্ষ্যবস্তুকে আঘাত করতে সক্ষম
ভারতের বড় শহরগুলোতে মাত্রাতিরিক্ত বায়ুদূষণ
ভেনেজুয়েলার আকাশসীমা বন্ধের নির্দেশ ট্রাম্পের 