মঙ্গলবার, ১৩ জুন ২০২৩
প্রথম পাতা » আর্ন্তজাতিক | ইউরোপ | শিরোনাম | সাবলিড » যেকোন সঙ্কট পরিস্থিতির’ জন্য প্রস্তুত ন্যাটোর বৃহত্তম বিমান মহড়া
যেকোন সঙ্কট পরিস্থিতির’ জন্য প্রস্তুত ন্যাটোর বৃহত্তম বিমান মহড়া
বিবিসি২৪নিউজ,ইইউ প্রতিনিধি: পশ্চিমা সামরিক জোটের ইতিহাসে সর্বকালের সর্ববৃহৎ বিমান বাহিনী মোতায়েনের মহড়া শুরু করেছে ন্যাটো। ২৫০টি বিমান ও অংশীদার দেশগুলোর ১০ হাজার সামরিক কর্মী নিয়ে ‘এয়ার ডিফেন্ডার-২৩’ মহড়া শুরু করছে বিশ্বের অন্যতম শক্তিশালী এই সামরিক জোট। খবর- আলজাজিরা
গত বছরের ফেব্রুয়ারিতে ইউক্রেনে মস্কোর পুরোমাত্রায় আগ্রাসনের পর রাশিয়ার সঙ্গে উত্তেজনা বেড়ে যাওয়ায় অংশীদার দেশগুলোর মধ্যে ঐক্যের প্রদর্শন হিসেবে এ মহড়া শুরু হয়েছে সোমবার যা চলবে ২৩ জুন পর্যন্ত।
জার্মান বিমানবাহিনীর নেতৃত্বাধীন এ অনুশীলনে ন্যাটোর ২৫সহ ন্যাটোতে যুক্ত হতে আবেদনকারী জাপান ও সুইডেন এবং অংশীদার দেশগুলোর প্রায় ২৫০টি সামরিক বিমান মহড়ায় অংশ নিচ্ছে।
ন্যাটো অঞ্চলের মধ্যে আক্রমণের ক্ষেত্রে ড্রোন এবং ক্রুজ ক্ষেপণাস্ত্রের বিরুদ্ধে সুরক্ষাসহ ‘সংকট পরিস্থিতিতে বিমান বাহিনীর আন্তঃকার্যকারিতা এবং প্রস্তুতি’ বাড়ানোর জন্য এই মহড়ার আয়োজন করেছে ন্যাটো।
জার্মান লুফটওয়াফের লেফটেন্যান্ট জেনারেল ইঙ্গো গেরহার্টজ বলেন, যে গুরুত্বপূর্ণ বার্তাটি দিচ্ছি তা হলো আমরা নিজেদের রক্ষা করতে পারি।
এয়ার ডিফেন্ডার ২৩ মহড়াটি চার বছর আগে ২০১৮ সালে রাশিয়ার ইউক্রেনের ক্রিমিয়া দখলের প্রতিক্রিয়া হিসেবে সংযোজন করা হয়েছিল। যদিও গেরহার্টজ বলেছেন যে, মহড়ায় বিশেষভাবে ‘কাউকে লক্ষ্যবস্তু করা হয়নি’।
তিনি বলেন, আমরা একটি প্রতিরক্ষামূলক জোট এবং সেভাবেই এই মহড়ার পরিকল্পনা সাজানো হয়েছে। উদাহরণ হিসেবে তিনি বলেন, এই মহড়ায় কোনো ফ্লাইট কালিনিনগ্রাদের দিকে পাঠানো হবে না। কালিনিনগ্রাদ হলো রাশিয়ার একটি ছিটমহল যা ন্যাটো সদস্য রাষ্ট্র পোল্যান্ড ও লিথুয়ানিয়া সীমান্তবর্তী অঞ্চলে অবস্থিত।
তৎকালীন সোভিয়েত ইউনিয়নের হুমকি মোকাবিলায় ৭৫ বছর আগে প্রতিষ্ঠিত হয় পশ্চিমা সামরিক জোট ন্যাটো। সাম্প্রতিক ইউক্রেনের বিরুদ্ধে রাশিয়ার যুদ্ধ এই জোটকে আরও প্রভাবিত করেছে।




ভারতের প্রতিরক্ষামন্ত্রীর মন্তব্য ‘কূটনৈতিক সৌজন্যের পরিপন্থী’
আগামী মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে ‘এগিয়ে থাকা রিপাবলিকান প্রার্থী জেডি ভ্যান্স’
ট্রাম্প যুক্তরাষ্ট্রকে বিব্রত করছেন: বাইডেন
বক্তব্য রাখার ক্ষেত্রে মুহাম্মদ ইউনূসের খেয়াল রাখা উচিত, রাজনাথ সিংহ
ফিলিপাইনে ভয়াবহ ঘূর্ণিঝড়ের তাণ্ডবে মৃতের সংখ্যা বেড়ে ১৮৮ জনে দাঁড়িয়েছে
যুক্তরাষ্ট্রে ট্রাম্পের কি একচ্ছত্র ক্ষমতা ম্লান হতে শুরু হয়েছে
যুক্তরাষ্ট্রে প্রথম বাংলাদেশি বংশোদ্ভূত বিচারপতি সোমা সাঈদ
জোহরান মামদানিকে বেছে নিয়ে আমরা সার্বভৌমত্ব হারিয়েছি: ডোনাল্ড ট্রাম্প
যুদ্ধবিরতি থাকা সত্ত্বেও ত্রাণ পৌঁছাতে বাধা, ক্ষুধায় কাতর গাজাবাসী
যুক্তরাষ্ট্রের তিন নির্বাচনে ডেমোক্র্যাটদের বিপুল জয়, প্রথম পরীক্ষায় হারলেন ট্রাম্প 