রবিবার, ৮ মে ২০২২
প্রথম পাতা » আর্ন্তজাতিক | ইউরোপ | পরিবেশ ও জলবায়ু | শিরোনাম | সাবলিড » ফ্রান্সে দ্বিতীয় মেয়াদে প্রেসিডেন্ট হিসেবে শপথ নিলেন ম্যাক্রন
ফ্রান্সে দ্বিতীয় মেয়াদে প্রেসিডেন্ট হিসেবে শপথ নিলেন ম্যাক্রন
বিবিসি২৪নিউজ,আবু আইয়ুব মুকুল, ইইউ প্রতিনিধিঃ দ্বিতীয় দফায় ফ্রান্সের প্রেসিডেন্ট হিসেবে শপথ নিয়েছেন ইমানুয়েল ম্যাক্রন। গতকাল (শনিবার) এক অনাড়ম্বর আয়োজনের মধ্যদিয়ে শপথ নেন তিনি। শপথ শেষে ম্যাক্রন জানান, দ্বিতীয় শাসনামল প্রথমবারের ধারাবাহিকতা হবে না; এ যাত্রায় নতুন পদ্ধতিতে দেশ পরিচালনা করবেন তিনি। একই সাথে তিনি বিভাজন দূর করে একটি ঐক্যবদ্ধ ফ্রান্স গড়ে তুলতে চেষ্টা করবেন।
শনিবার এলিসি প্রাসাদে আয়োজিত অনুষ্ঠানে দ্বিতীয় বারের মতো প্রেসিডেন্ট হিসেবে শপথ নেন ম্যাক্রন। শপথ অনুষ্ঠানে আমন্ত্রিত ছিলেন মাত্র ৫শ’ অতিথি। এর মাঝে ছিলেন সাবেক প্রেসিডেন্ট ফ্রাঁসোয়া ওলাঁদ, নিকোলাস সারকোযি এবং সাবেক প্রধানমন্ত্রী ও ধর্মীয় নেতারা।
গত ২৪ এপ্রিল অনুষ্ঠিত রান অফ নির্বাচনে উগ্র-ডানপন্থি প্রতিদ্বন্দ্বী মেরিন লি পেনকে পেছনে ফেলে ৫৮.৫ শতাংশ ভোটে জয় পান ম্যাক্রন। ফ্রান্সের অভ্যন্তরীণ নানা সংকট, ইউক্রেন যুদ্ধসহ পরিবর্তিত বিশ্ব ব্যবস্থায় নতুন কৌশলে দেশ শাসনের প্রত্যয় জানিয়েছেন তিনি।
সমাজের বৈষম্য নিরসনসহ অর্থনীতি, যোগাযোগ, শিক্ষা ও স্বাস্থ্যখাত পুনর্গঠনেরও প্রত্যয় জানান তিনি। আগামী ১৩ মে থেকে আনুষ্ঠানিকভাবে দ্বিতীয় মেয়াদের যাতা শুরু হবে ম্যাক্রন। এজন্য শিগগিরই নতুন প্রধানমন্ত্রীর নাম ঘোষণা করবেন তিনি। ২০১৭ সালে ফ্রান্সের সবচেয়ে কম বয়সী প্রেসিডেন্ট হিসেবে প্রথমবারের মতো নির্বাচিত হন ইমানুয়েল ম্যাক্রন।
এদিকে, দ্বিতীয় দফায় ক্ষমতায় আসা ম্যাক্রনকে নিয়ে সংশয়ে ভুগছেন অনেক ভোটার। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, আবাসন সমস্যাসহ ফ্রান্সের চলমান সংকট মোকাবেলায় তিনি কতটা সক্ষম হবেন তা নিয়ে সন্দিহান তারা।




বাংলাদেশে নির্বাচন ও গণভোট একসঙ্গে করার সিদ্ধান্ত প্রত্যাহারের আহ্বান জামায়াতসহ ৮ দলের
তোমার স্ত্রী কয়টা?’- সিরিয়ার প্রেসিডেন্টকে: ট্রাম্প
ভারতীয় উপহাইকমিশনারকে তলব, গণমাধ্যমের সঙ্গে হাসিনার কথা বলা বন্ধের আহ্বান
দিল্লিতে বিস্ফোরণ, নিহত বেড়ে ১৩
ভারতের প্রতিরক্ষামন্ত্রীর মন্তব্য ‘কূটনৈতিক সৌজন্যের পরিপন্থী’
আগামী মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে ‘এগিয়ে থাকা রিপাবলিকান প্রার্থী জেডি ভ্যান্স’
ট্রাম্প যুক্তরাষ্ট্রকে বিব্রত করছেন: বাইডেন
বক্তব্য রাখার ক্ষেত্রে মুহাম্মদ ইউনূসের খেয়াল রাখা উচিত, রাজনাথ সিংহ
ফিলিপাইনে ভয়াবহ ঘূর্ণিঝড়ের তাণ্ডবে মৃতের সংখ্যা বেড়ে ১৮৮ জনে দাঁড়িয়েছে
যুক্তরাষ্ট্রে ট্রাম্পের কি একচ্ছত্র ক্ষমতা ম্লান হতে শুরু হয়েছে 