রবিবার, ৭ জানুয়ারী ২০২৪
প্রথম পাতা » নির্বাচন | প্রিয়দেশ | শিরোনাম | সাবলিড » দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হচ্ছে : ইসি
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হচ্ছে : ইসি
বিবিসি২৪নিউজ,নিজস্ব প্রতিবেদক ঢাকা: শান্তিপূর্ণ পরিবেশে অবাধ ও সুষ্ঠু নির্বাচন সম্পন্ন হতে যাচ্ছে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার (ইসি) ব্রিগেডিয়ার জেনারেল (অব.) মো. আহসান হাবিব খান। তিনি বলেছেন, ‘আমি কয়েকটি ভোটকেন্দ্র ঘুরে দেখেছি। যে পরিবেশটা আমি দেখেছি, সত্যিই অভূতপূর্ব। এত সুন্দর পরিবেশ আগে কখনো দেখিনি।
শান্তিপূর্ণ পরিবেশে অবাধ ও সুষ্ঠু নির্বাচন সম্পন্ন হতে যাচ্ছে।’
আজ রবিবার রাজধানীর মিরপুরে অবস্থিত মিরপুর ক্যান্ট. পাবলিক স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে ভোট দেওয়া শেষে এসব কথা বলেন তিনি।
আহসান হাবিব বলেন, ‘দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন ইসির জন্য চ্যালেঞ্জ ছিল। সকলের সহযোগিতায় সুন্দরভাবে ভোট শুরু হয়েছে।
আমি যদিও দুইটা ডিভিশন দেখি। তবে আমি কয়েকটি ভোটকেন্দ্র ঘুরে দেখেছি। দেশের বিভিন্ন অঞ্চল থেকে যে সংবাদগুলো আসছে, তাতে বোঝা যায়, খুবই শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ চলছে।’সকালে ঢাকায় ভোটারদের উপস্থিতি কম থাকে জানিয়ে তিনি বলেন, ‘গ্রামে-গঞ্জে, মফস্বলে ভোটার উপস্থিতি বাড়বে।
বেলা বাড়ার সঙ্গে সঙ্গে আশা করি, ভোটার উপস্থিতি বাড়বে। সকল ভোটার নির্বিঘ্নে ভোট দিতে পারবেন।’ভোটারদের উদ্দেশে আহসান হাবিব বলেন, ‘আপনারা আসেন, নিরাপত্তা আমরা দেব। আশা করি দিন শেষে আপনারা একটা ভালো রেজাল্ট পাবেন। ভালো রেজাল্ট বলতে অবাধ ও সুষ্ঠু নির্বাচন।
কেন্দ্রে ভোটার উপস্থিতি কম কেন— এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘ঢাকায় সকালবেলায় এলিট এলাকা, অথবা আজকে একটা ছুটির আমেজ আছে। ধীরে-সুস্থে সবাই আসুক, একটু টাইম নিয়ে আসবে। তবে গ্রামে-গঞ্জে ভোটারের উপস্থিতি রয়েছে। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ভোটারের উপস্থিতি বাড়বে।’




কোনো পক্ষপাত করিনি: সিইসি
বগুড়া-২ আসনে মাহমুদুর রহমান মান্নার মনোনয়নপত্র বাতিল
সারা দেশে মনোনয়নপত্র জমা পড়েছে ২৫৮২টি
আসন্ন নির্বাচন থেকে সরে গেলেন মাহফুজ আলম
খালেদা জিয়ার ৩টি আসনে বিকল্প প্রার্থী প্রস্তুত রেখেছে বিএনপি
দেশে মাঝেমধ্যে দু’একটা খুন-খারাবি হয়, এটা বিচ্ছিন্ন ঘটনা— হাদি প্রসঙ্গে সিইসি
শাপলা কলি’ নিচ্ছে এনসিপি, নির্বাচনে ৩০০ আসনে প্রার্থী দেওয়ার ঘোষণা
ফেব্রুয়ারিতে একটি বিশ্বাসযোগ্য নির্বাচন হবে: প্রধান উপদেষ্টা
ফেব্রুয়ারির মধ্যেই নির্বাচন: প্রেস সচিব
নির্বাচনে সরকারকে সহযোগিতায় প্রস্তুত সেনাবাহিনী 