সোমবার, ১৫ জুলাই ২০২৪
প্রথম পাতা » আইন-আদালত | পরিবেশ ও জলবায়ু | প্রিয়দেশ | শিরোনাম | সাবলিড » বিচারে তাড়াহুড়ো করার প্রচেষ্টা হচ্ছে: ড. ইউনূস
বিচারে তাড়াহুড়ো করার প্রচেষ্টা হচ্ছে: ড. ইউনূস
বিবিসি২৪নিউজ,নিজস্ব প্রতিবেদক ঢাকা: শান্তিতে নোবেলবিজয়ী অর্থনীতিবিদ অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, “আমরা ন্যায়বিচার পাচ্ছি না। এর পেছনে কী আছে, কীভাবে আছে, তা দেশের মানুষ সবাই বোঝেন।”
তিনি অভিযোগ করে বলেন, “তাড়াহুড়ো করে বিচার শেষ করার একটা প্রচেষ্টা আছে। এটা আদালতে উপস্থিত সবাই বুঝতে পারবেন।”
সোমবার গ্রামীণ টেলিকম ওয়ার্কার্স প্রফিট পার্টিসিপেশন ফান্ডের অর্থ আত্মসাতের অভিযোগে ড. ইউনূসসহ ১৪ জনের বিচার শুরুর তারিখ ধার্য করার পর ঢাকার একটি আদালত থেকে বের হয়ে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।
ড. ইউনূস বলেন, “তারিখ ধার্য নিয়ে যে রকম ধস্তাধস্তি করতে হলো, মনটা খারাপ হয়ে গেল। এই অবস্থাতে কিছু বলার উৎসাহ পাচ্ছি না। তবে একটা ভালো লাগলো, আজকে ওই খাঁচার ভেতরে আমাদের ঢোকানো হয়নি। খাঁচার বিষয়টি আমি বারবার বলতে থাকব, কারণ এটা জাতির প্রতি মানবতার প্রতি মস্ত বড় অপমান। এই অপমান আমাদের সহ্য করা উচিত নয়।”
তিনি যত তাড়াতাড়ি সম্ভব এই খাঁচাগুলো সরিয়ে ফেলার আবেদন জানান।
বিচার দ্রুত শেষ করার চেষ্টা চলছে কেন- এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, “আমার বিরুদ্ধে আনা অভিযোগের কোনো ভিত্তি নেই। ভিত্তিহীন অভিযোগের ভিত্তিতে মামলা তাড়াহুড়ো করে শেষ করে ফেলাটাই তাদের কাছে গুরুত্বপূর্ণ মনে হচ্ছে।”
প্রতিহিংসা বা রাজনীতির শিকার কিনা- সাংবাদিকদের এই প্রশ্নের উত্তরে ড. ইউনূস বলেন, “কিছু একটার শিকার হচ্ছি বটেই—এটা পরিষ্কার।”




    ১৫ সেনা কর্মকর্তাকে সাবজেলে রাখা হবে: আইনজীবী    
    বাংলাদেশে সন্ত্রাসবিরোধী আইনে নতুন করে দমন–পীড়ন: এইচআরডব্লিউ    
    ডিজিএফআইয়ের সাবেক ৫ ডিজির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা    
    মানবতাবিরোধী অপরাধ: অভিযোগপত্র দাখিল হলেই নির্বাচনের অযোগ্য, চাকরিও থাকবে না    
    লতিফ সিদ্দিকীসহ ১৬ জনের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে মামলা    
    তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থার স্থায়ী সমাধান চান প্রধান বিচারপতি    
    শপথ নিলেন হাইকোর্টের নতুন অতিরিক্ত ২৫ বিচারপতি    
    ভারতে নতুন বিল: ৩০ দিন কারাবাসে পদ হারাবেন প্রধানমন্ত্রীও    
    নির্বাচন পেছানোর কোনো সুযোগ নেই: আসিফ নজরুল    
    ট্রাইব্যুনালে শেখ হাসিনার বিরুদ্ধে সূচনা বক্তব্য শুরু,    