শুক্রবার, ৩০ আগস্ট ২০২৪
প্রথম পাতা » আর্ন্তজাতিক | এশিয়া-মধ্যপ্রাচ্য | প্রিয়দেশ | শিরোনাম | সাবলিড » পাকিস্তানের প্রধানমন্ত্রী ও ড. ইউনূসের ফোনালাপ
পাকিস্তানের প্রধানমন্ত্রী ও ড. ইউনূসের ফোনালাপ
বিবিসি২৪নিউজ,অনলাইন ডেস্ক: বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসকে ফোন করেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ। আজ শুক্রবার (৩০ আগস্ট) তাদের মধ্যে এই ফোনালাপ হয়। অন্তর্বর্তী সরকারের প্রধানের দায়িত্ব নেওয়ায় ড. ইউনূসকে অভিনন্দন ও শুভকামনা জানান পাকিস্তানের প্রধানমন্ত্রী। প্রধান উপদেষ্টার ভেরিফায়েড ফেসবুক পেজে এই তথ্য জানানো হয়।
ফেসবুকে পেজের পোস্টে বলা হয়, ফোনালাপে পাকিস্তানের প্রধানমন্ত্রী বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা বাড়ানোর মাধ্যমে দ্বিপক্ষীয় সম্পর্ক পুনরুজ্জীবিত করা এবং দুই দেশের জনগণের মধ্যে যোগাযোগ জোরদারের আগ্রহ প্রকাশ করেন। তিনি বাংলাদেশে সাম্প্রতিক বন্যায় ব্যাপক ক্ষয়ক্ষতির ঘটনায় সমবেদনা জানান এবং বন্যার্তদের সহযোগিতার আগ্রহ প্রকাশ করেন।
বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে দ্বিপক্ষীয় বাণিজ্য ও অর্থনৈতিক সহযোগিতা বৃদ্ধির ওপরও জোর দেন শাহবাজ শরিফ। তিনি পররাষ্ট্র সচিব পর্যায়ের আলোচনা এবং ঢাকা ও ইসলামাবাদের মধ্যে যৌথ অর্থনৈতিক কমিশন গঠনের বিষয়েও গুরুত্বারোপ করেন। তিনি সার্ক পুনরুজ্জীবিত করার প্রয়োজনীয়তার ওপরও জোর দেন।
ড. ইউনূস ফোন দেওয়ার জন্য পাকিস্তানের প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানান। দুই দেশের মধ্যে অর্থনৈতিক সম্পর্ক এবং দুই দেশের জনগণের মধ্যে যোগাযোগ বাড়ানোর ওপর জোর দেন তিনি।




পাকিস্তান মক্কা ও মদিনার রক্ষক হওয়ার সম্মান পেয়েছে : ফিল্ড মার্শাল মুনির
দিল্লিতে বাংলাদেশ হাইকমিশনের সামনে বিক্ষোভ, বিভ্রান্তিকর প্রচারণা : মুখপাত্র
দিল্লিতে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনারকে হুমকি
মাস্কের সম্পদমূল্য ৭০০ বিলিয়ন ছাড়াল, ইতিহাসে এই প্রথম
বাংলাদেশে নতুন মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসেন
সরকারের উচিত সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করা: ভলকার তুর্ক
বাংলাদেশের বিষয়ে নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে ভারত: দিল্লিস্থ বাংলাদেশ দূতাবাস
আগেভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্কে ‘টানাপোড়েন আছে’: পররাষ্ট্র উপদেষ্টা
যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞার তালিকায় আরও ৫ দেশ
বাংলাদেশে নির্বাচন পর্যবেক্ষণ মিশন নিয়োজিত করেছে ইইউ 