রবিবার, ২২ সেপ্টেম্বর ২০২৪
প্রথম পাতা » আর্ন্তজাতিক | এশিয়া-মধ্যপ্রাচ্য | শিরোনাম | সাবলিড » বাইডেন-মোদির দ্বিপাক্ষিক বৈঠকে বাংলাদেশ নিয়ে আলোচনা
বাইডেন-মোদির দ্বিপাক্ষিক বৈঠকে বাংলাদেশ নিয়ে আলোচনা
বিবিসি২৪নিউজ,আন্তর্জাতিক ডেস্ক: মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকে বাংলাদেশের পরিস্থিতি নিয়ে আলোচনা করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। স্থানীয় সময় শনিবার (২১ সেপ্টেম্বর) ডেলাওয়ার অঙ্গরাজ্যের উইলমিংটনে বাইডেনের বাসভবনে এই আলোচনা অনুষ্ঠিত হয়। এই তথ্য নিশ্চিত করেছেন ভারতের পররাষ্ট্রসচিব বিক্রম মিশ্রি। রবিবার ভারতীয় সংবাদমাধ্যম দ্য নিউ ইন্ডিয়ান এক্সপ্রেস এই তথ্য জানিয়েছে।
ভারতীয়-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে যুক্তরাষ্ট্রের নিরাপত্তা জোট কোয়াডের এবারের সম্মেলনে বাংলাদেশের বর্তমান পরিস্থিতি নিয়েও আলোচনা হয়েছে। নিউ ইয়র্কে এক সংবাদ সম্মেলনে বিক্রম মিশ্রি বলেন, কোয়াড সম্মেলনে মোদির আলোচনার অন্যতম মূল বিষয় ছিল বাংলাদেশ। সেখানে বাংলাদেশের বর্তমান পরিস্থিতি নিয়ে মতবিনিময় হয়েছে।
কোয়াড নেতাদের আলোচনার অংশ হিসেবে বাংলাদেশ ছিল কি-না জানতে চাইলে সাংবাদিকদের মিশ্রি বলেন, ‘এসব আলোচনা আঞ্চলিক বিষয়গুলোর অন্তর্ভুক্ত। এটি একপক্ষ বা অন্যপক্ষের দ্বিপাক্ষিক স্বার্থের সঙ্গে সংশ্লিষ্টও হতে পারে। তবে অঞ্চলের বাইরেও এর তাৎপর্য রয়েছে। আর এই প্রেক্ষাপটে কয়েকটি পরিস্থিতি আলোচনায় এসেছিল। এর মধ্যে বাংলাদেশ ছিল এবং বাংলাদেশের পরিস্থিতি নিয়ে মতবিনিময়ও হয়েছে।’
ছাত্র-জনতার ব্যাপক গণবিক্ষোভের মুখে গত ৫ আগস্ট পদত্যাগ করে ভারতে চলে যান শেখ হাসিনা। এরপর থেকে দেশে অস্থিতিশীল পরিস্থিতি বিরাজ করছে।
গত মাসে শেখ হাসিনার দেশ ত্যাগের, একটি টুইট বার্তায় ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে বাংলাদেশ নিয়ে টেলিফোনে আলোচনা করার কথা জানিয়েছিলেন। তখন বাংলাদেশে দ্রুত স্বাভাবিক পরিস্থিতি ফিরিয়ে আনার এবং দেশে সংখ্যালঘু হিন্দুদের নিরাপত্তা নিশ্চিতের ওপর গুরুত্বারোপ করার কথা জানান মোদি।
তবে তখন মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রেস ব্রিফিংয়ে মোদির সঙ্গে বাইডেনের ফোনালাপে বাংলাদেশের বিষয়ে কোনও তথ্যই উল্লেখ করা হয়নি




ইসরাইলের বিরুদ্ধে জাতিসংঘকে নিষেধাজ্ঞার আহ্বান ইহুদিদের
আবারও প্রেসিডেন্ট হওয়ার পরিকল্পনা করছেন ট্রাম্প: প্রাক্তন উপদেষ্টা
মধ্যপ্রাচ্য পশ্চিম তীর যুক্ত করার বিল অনুমোদন করলো ইসরায়েল
পুতিনের সঙ্গে বৈঠক স্থগিত করল হোয়াইট হাউস
ড. ইউনূসকে ৬ আন্তর্জাতিক সংগঠনের চিঠি গুম–খুনের বিচার নিশ্চিত, আ.লীগের কার্যক্রমে নিষেধাজ্ঞা প্রত্যাহারের আহ্বান
শান্তিরক্ষা মিশন থেকে বাংলাদেশের কন্টিনজেন্ট ফেরত পাঠানো নিয়ে প্রশ্ন
ইউক্রেন যুদ্ধ নিয়ে হাঙ্গেরিতে ট্রাম্প-পুটিন বৈঠক
বিশ্বে জলবায়ু পরিবর্তনে দারিদ্র্যে ভুগছে ১১০ কোটি মানুষ: জাতিসংঘ
সাড়ে ৩০০ ড্রোন-ক্ষেপণাস্ত্র দিয়ে ইউক্রেনে রাশিয়ার হামলা
মাদাগাস্কারের রাষ্ট্র ক্ষমতা দখল করলো সেনাবাহিনী 