শুক্রবার, ৩ জানুয়ারী ২০২৫
প্রথম পাতা » আর্ন্তজাতিক | এশিয়া-মধ্যপ্রাচ্য | শিরোনাম | সাবলিড » লাদাখ সিমান্তের কিছু অংশ নিয়ে চীন- ভারত উত্তেজনা
লাদাখ সিমান্তের কিছু অংশ নিয়ে চীন- ভারত উত্তেজনা
বিবিসি২৪নিউজ,আন্তর্জাতিক ডেস্ক: লাদাখের কিছু অংশকে চীন নিজেদের বলে দাবি করায় প্রতিবাদ জানিয়েছে ভারত। শুক্রবার সাপ্তাহিক প্রেস ব্রিফিংয়ে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল জানিয়েছেন বেআইনিভাবে চীনা দখলদারিকে কোনোভাবে মেনে নেওয়া হবে না।
চীনের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম সিনহুয়া ২৭ ডিসেম্বর জানিয়েছিল, দেশের উত্তর-পশ্চিম অংশে অবস্থিত স্বায়ত্তশাসিত অঞ্চল জিনজিয়াংয়ের সরকার এই অঞ্চলে দুটি নতুন কাউন্টি প্রতিষ্ঠার ঘোষণা দিয়েছে। নতুন দুই কাউন্টির নাম-হেয়ান ও হেকাং। এই দুই কাউন্টির অনুমোদন দিয়েছে চীনের কমিউনিস্ট পার্টির কেন্দ্রীয় কমিটি এবং রাজ্য পরিষদ।
শুক্রবার ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল জানিয়েছেন যে, চীনের তথাকথিত প্রদেশগুলির অংশ লাদাখের অধীনে পড়ে এবং নয়াদিল্লি ভারতীয় ভূখণ্ডে চীনের অবৈধ দখলকে কখনোই মেনে নেয়নি।
তিনি বলেছেন, “আমরা চীনের হোটান প্রিফেকচারে দুটি নতুন কাউন্টি প্রতিষ্ঠা সংক্রান্ত ঘোষণা দেখেছি। এই তথাকথিত কাউন্টিগুলোর কিছু অংশ ভারতের কেন্দ্রশাসিত অঞ্চল লাদাখে পড়েছে। ভারতীয় ভূখণ্ডে চীনের অবৈধ দখলকে কখনোই স্বীকৃতি দেয়া হয়নি।”
রণধীর জয়সওয়াল বলেন, “চীন নতুন প্রদেশ তৈরি করলেও ভারতের অবস্থানের কোনো পরিবর্তন হবে না। লাদাখের ওই অংশ আমাদের ছিল, আমাদেরই থাকবে। আমরা কূটনৈতিকভাবে চীনের কাছে এই ঘটনার প্রতিবাদ জানিয়েছি।”
২০২০ সালের এপ্রিলে পূর্ব লাদাখের বিভিন্ন এলাকায় চীনা সেনাদের অনুপ্রবেশের অভিযোগ তুলেছিল ভারত। ওই বছরের ১৫ জুন গালওয়ানে চীনা হামলায় নিহত হয় ২০ ভারতীয় সেনা। ওই ঘটনার পর থেকেই কূটনৈতিক ও সামরিক স্তরে সীমান্তে উত্তেজনা প্রশমনে দফায় দফায় বৈঠক শুরু হয় চীন ও ভারতের মধ্যে। ২০২১ সালের জানুয়ারিতে চুশুল-মলডো পয়েন্টে দুই সেনার কোর কমান্ডার স্তরের বৈঠকে এলএসির কিছু এলাকায় ‘মুখোমুখি অবস্থান থেকে সেনা পিছোনো’ (ডিসএনগেজমেন্ট) এবং ‘সেনা সংখ্যা কমানো’ (ডিএসক্যালেশন)-র বিষয়ে ঐকমত্য হয়েছিল। কিন্তু প্যাংগং হ্রদ লাগোয়া ফিঙ্গার এরিয়া, ডেপসাং উপত্যকাসহ বিভিন্ন এলাকা নিয়ে সমস্যা অমীমাংসিতই ছিল। সম্প্রতি সেই সমস্যারও সমাধানের বিষয়ে একমত হয় প্রতিবেশী দুই দেশ। এরই মধ্যে নতুন করে লাদাখ ইস্যু সামনে এলো।




বিশ্বের সবচেয়ে জলবায়ু–ঝুঁকিপূর্ণ বাংলাদেশ: বিশ্বব্যাংক
কপ-৩০ চুক্তি থেকে বাদ পড়ল জীবাশ্ম জ্বালানির প্রসঙ্গ
জাতিসংঘের জলবায়ু সম্মেলনে দরিদ্র দেশের জন্য অর্থায়ন বাড়াতে সম্মতি
শেষ হলো জাতিসংঘের কপ-৩০ জলবায়ু সম্মেলন, ফলাফল কী
বিল সি-৩ আইনে, নাগরিকত্ব পাওয়া সহজ করছে কানাডা
পাকিস্তানে সামরিক বাহিনীর সদর দপ্তরে আত্মঘাতী হামলা
লন্ডনে ফিলিস্তিনপন্থী বিক্ষোভে ৯০ জন গ্রেপ্তার
ভেনেজুয়েলাকে ঘিরে নতুন অভিযান শুরু করার প্রস্তুতি নিচ্ছে যুক্তরাষ্ট্র
ভুটান বাংলাদেশের প্রতিবেশী এবং বন্ধুত্বপূর্ণ দেশ : প্রধান উপদেষ্টা
সন্ধ্যায় ঢাকায় দুবার ভূমিকম্প অনুভূত, ভূমিকম্পের সময় কী করবেন, কী করবেন না 