রবিবার, ১২ জানুয়ারী ২০২৫
প্রথম পাতা » আমেরিকা | আর্ন্তজাতিক | শিরোনাম | সাবলিড » ট্রাম্পের অভিষেক অনুষ্ঠানে আমন্ত্রণ পাননি ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট
ট্রাম্পের অভিষেক অনুষ্ঠানে আমন্ত্রণ পাননি ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট
বিবিসি২৪নিউজ,আন্তর্জাতিক ডেস্ক: মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আসন্ন ২০ জানুয়ারির অভিষেক অনুষ্ঠানে আমন্ত্রণ পাননি ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট উরসুলা ভন ডার লেইন। শুক্রবার ইউরোপীয় কমিশনের একজন মুখপাত্র এ তথ্য নিশ্চিত করেছেন।
এক প্রতিবেদনে এ খবর দিয়েছে আনাদোলু এজেন্সি।
ইউরোপীয় ইউনিয়ন ও যুক্তরাষ্ট্রের মধ্যকার সম্পর্ক নিয়ে আনাদোলু এজেন্সির এক প্রশ্নের জবাবে কমিশনের মুখপাত্র পাউলা পিনহো জানান, প্রেসিডেন্ট ভন ডার লেইন এবং ইউরোপীয় কাউন্সিলের প্রেসিডেন্ট আন্তোনিও কস্তা সম্প্রতি সামাজিক মাধ্যমে মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে ইতিবাচক সংলাপের জন্য তাদের আগ্রহ প্রকাশ করেছেন।
মার্কিন নির্বাচনের পর থেকে কোনো ইতিবাচক সাড়া পেয়েছে কি না জানতে চাইলে পিনহো বলেন, মার্কিন নির্বাচনের পরপরই প্রেসিডেন্ট ভন ডার লেইন এবং প্রেসিডেন্ট ট্রাম্পের মধ্যে একটি ফোনালাপ হয়েছিল। তবে এরপর থেকে আর কোনো যোগাযোগ হয়নি।
পিনহো বলেন, এই সময়ের মধ্যে প্রেসিডেন্ট অসুস্থ হয়ে পড়েছেন, তবে আমরা নতুন প্রশাসনের সাথে দ্রুত যোগাযোগ স্থাপনের চেষ্টা অব্যাহত রাখব।
তিনি আরও বলেন, ভন ডার লেইনকে ট্রাম্পের ২০ জানুয়ারির অভিষেক অনুষ্ঠানে আমন্ত্রণ জানানো হয়নি। যদি আমন্ত্রণ আসে, তিনি তা বিবেচনা করবেন, তবে এ বিষয়ে এখনো কোনো পরিকল্পনা চূড়ান্ত হয়নি।
ভন ডার লেইন বর্তমানে জার্মানির হ্যানোভারে তার বাসভবনে নিউমোনিয়া থেকে সুস্থ হয়ে উঠছেন।
ট্রাম্পের ২০১৭-২০২১ সালের প্রথম মেয়াদে, তিনি প্রায়ই ইউরোপীয় নেতাদের সমালোচনা করতেন এবং দাবি করতেন তাদের নিজেদের প্রতিরক্ষায় আরও বেশি অবদান রাখা উচিত। অনেকের মতে, ট্রাম্প যুক্তরাষ্ট্রকে ন্যাটো থেকে বের করে আনার বিষয়ে আগ্রহী ছিলেন।
ট্রাম্পের অভিষেক অনুষ্ঠানে চীনের প্রেসিডেন্টকে আমন্ত্রণ জানিয়েছেন, তবে ইউরোপীয় ইউনিয়নের কর্মকর্তাদের নিয়ে কোনো মন্তব্য করেননি।




আবারও প্রেসিডেন্ট হওয়ার পরিকল্পনা করছেন ট্রাম্প: প্রাক্তন উপদেষ্টা
বাংলাদেশ রোহিঙ্গাদের পেছনে আর অর্থ খরচ করতে চাই না: ড. খলিলুর
গাজা নিয়ে ‘যৌথ সমাধান আসছে: ট্রাম্পের সঙ্গে বৈঠক শেষে এরদোয়ান
বিশ্বে শান্তি প্রতিষ্ঠায় জাতিসংঘ ‘অকার্যকর, ইউক্রেন যুদ্ধের ‘প্রধান অর্থদাতা’ চীন-ভারত: জাতিসংঘে ট্রাম্প
জাতিসংঘে গাজায় নির্যাতিত ও ক্ষুধার্তদের ছবি প্রদর্শন করলেন এরদোয়ান
জাতিসংঘে যুক্তরাষ্ট্র ছাড়া,বাকি সব রাষ্ট্রের ফিলিস্তিনকে স্বীকৃতি প্রদান
সাতটি নোবেল পুরস্কার দাবি ট্রাম্পের
যুক্তরাজ্যে ট্রাম্পের নানার বাড়িতে ঐতিহাসিক রাষ্ট্রীয় সফর
নিউইয়র্ক টাইমসের বিরুদ্ধে ১৫ বিলিয়ন ডলারের মামলা করলেন ট্রাম্প
কাতারে ইসরায়েলের হামলায় ‘খুশি নন: ট্রাম্প 