শিরোনাম:
ঢাকা, বুধবার, ৭ মে ২০২৫, ২৩ বৈশাখ ১৪৩২

BBC24 News
মঙ্গলবার, ৬ মে ২০২৫
প্রথম পাতা » অর্থনীতি | জাতীয় | প্রিয়দেশ | শিরোনাম | সাবলিড » ইতিহাসের সবচেয়ে ভয়াবহ মূলধন সংকটে কেন্দ্রীয় ব্যাংক
প্রথম পাতা » অর্থনীতি | জাতীয় | প্রিয়দেশ | শিরোনাম | সাবলিড » ইতিহাসের সবচেয়ে ভয়াবহ মূলধন সংকটে কেন্দ্রীয় ব্যাংক
৫৬ বার পঠিত
মঙ্গলবার, ৬ মে ২০২৫
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

ইতিহাসের সবচেয়ে ভয়াবহ মূলধন সংকটে কেন্দ্রীয় ব্যাংক

---বিবিসি২৪নিউজ,অর্থনৈতিক প্রতিবেদক, ঢাকা: বাংলাদেশের ব্যাংক খাত ইতিহাসের সবচেয়ে ভয়াবহ মূলধন সংকটে পড়েছে। বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ প্রতিবেদনে দেখা গেছে, ২০২৪ সালের ডিসেম্বর প্রান্তিকে দেশের শীর্ষ ২০টি ব্যাংকের সম্মিলিত মূলধন ঘাটতি দাঁড়িয়েছে ১ লাখ ৭১ হাজার ৭৮৯ কোটি টাকা—যা দেশের ইতিহাসে সর্বোচ্চ রেকর্ড। আগের সেপ্টেম্বর প্রান্তিকের তুলনায় মাত্র তিন মাসে এই ঘাটতি বেড়েছে ১ লাখ ১৮ হাজার ৫৩৪ কোটি টাকা।

মূলধন ঘাটতির প্রভাবে বেশিরভাগ ব্যাংক এখন একক ঋণগ্রহীতা সীমায় আটকে পড়েছে। এর ফলে তারা নতুন করে বড় অঙ্কের ঋণ বিতরণে অক্ষম হয়ে পড়েছে, যা ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের (এসএমই) জন্য একটি বড় প্রতিবন্ধকতা তৈরি করেছে। একইসঙ্গে প্রভিশন ঘাটতির কারণে এসব ব্যাংকের ক্রেডিট রেটিং অবনমিত হচ্ছে। ফলে অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক উৎস থেকে তহবিল সংগ্রহ দিন দিন ব্যয়বহুল হয়ে উঠছে।

বিশেষজ্ঞদের মতে, এই পরিস্থিতি কেবল ব্যাংক খাত নয়—সমগ্র অর্থনীতির ওপর চাপ তৈরি করছে। এখনই মূলধন পুনর্গঠন, প্রভিশনিং নীতিমালা শক্তিশালীকরণ ও স্বচ্ছ ঋণ ব্যবস্থাপনার মাধ্যমে সংকট উত্তরণে কার্যকর পদক্ষেপ না নিলে সামনে আরও বড় বিপর্যয়ের আশঙ্কা রয়েছে।

সংকটজনক পর্যায়ে সিআরএআর

ব্যাসেল-৩ নীতিমালার আওতায় প্রকাশিত প্রতিবেদনে আরও দেখা যাচ্ছে, ব্যাংক খাতের মূলধন ও ঝুঁকিপূর্ণ সম্পদের অনুপাত (সিআরএআর) গত ডিসেম্বর মাসের শেষে নেমে এসেছে মাত্র ৩.০৮ শতাংশে। অথচ আন্তর্জাতিক মান অনুযায়ী এই অনুপাত কমপক্ষে ১০ শতাংশ হওয়া বাধ্যতামূলক। সেপ্টেম্বর প্রান্তিকে সিআরএআর ছিল ৬.৮৬ শতাংশ, অর্থাৎ মাত্র এক প্রান্তিকেই তা অর্ধেকে নেমে এসেছে।

কোন ব্যাংক কতটা ঝুঁকিতে

সবচেয়ে বেশি মূলধন ঘাটতিতে রয়েছে রাষ্ট্রায়ত্ত জনতা ব্যাংক। এই ব্যাংকটির ঘাটতির পরিমাণ ৫২ হাজার ৮৯০ কোটি টাকা। এরপর ঘাটতিতে রয়েছে—বাংলাদেশ কৃষি ব্যাংক ১৮,১৮৮ কোটি, ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক ১৩,৯৯১ কোটি, ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড ১২,৮৮৫ কোটি, ন্যাশনাল ব্যাংক ৭,৭৯৮ কোটি টাকা। এছাড়া আরও চারটি ব্যাংক নতুন করে মূলধন ঘাটতির তালিকায় যুক্ত হয়েছে।

এনপিএল ও প্রভিশন ঘাটতি

মূলধন সংকটের কেন্দ্রবিন্দুতে রয়েছে খেলাপি ঋণ বা নন-পারফর্মিং লোন (এনপিএল)। ২০২৪ সালের শেষ ছয় মাসে খেলাপি ঋণের পরিমাণ বেড়ে দাঁড়িয়েছে ৩.৪৫ লাখ কোটি টাকায়, যা মোট ঋণের ২০.২ শতাংশ। এর ফলে ১৩টি ব্যাংকের সম্মিলিত প্রভিশন ঘাটতি দাঁড়িয়েছে ১ লাখ ৯ হাজার ৩১৮ কোটি টাকা।

বাংলাদেশ ব্যাংকের ঊর্ধ্বতন এক কর্মকর্তা জানান, প্রভিশনিং হার বৃদ্ধি পাওয়ায় মার্চের তথ্য যখন পাওয়া যাবে, তখন পরিস্থিতি হয়তো আরও খারাপ হতে পারে। এসএমএ ঋণের জন্য আগে ১ শতাংশ প্রভিশন রাখলেই চলতো, এখন তা ৫ শতাংশ।’

বিশেষজ্ঞদের মতামত

বিশেষজ্ঞরা বলছেন, বাংলাদেশের ব্যাংকিং খাতের মূলধন সংকট শুধু আর্থিক সূচকের দুর্বলতা নয়, বরং এটি দেশের সামগ্রিক অর্থনৈতিক স্থিতিশীলতার ওপর সরাসরি আঘাত হানছে। এখনই কার্যকর সংস্কার, জবাবদিহি এবং রাজনৈতিক প্রভাবমুক্ত একটি আর্থিক শৃঙ্খলা নিশ্চিত না করলে সামনে বড় ধরনের আর্থিক বিপর্যয় অনিবার্য হয়ে উঠবে।

এ প্রসঙ্গে বেসরকারি এনসিসি ও মেঘনা ব্যাংকের সাবেক এমডি মোহাম্মদ নুরুল আমিন বলেন, ‘এনপিএল বৃদ্ধির ফলে ব্যাংকগুলো প্রভিশন করতে পারছে না, এতে মূলধনের ওপর চাপ বাড়ছে। পূর্ববর্তী সরকারের রাজনৈতিক প্রভাবের কারণে অনেক তথ্য চাপা ছিল, এখন তা সামনে আসছে।’

এ প্রসঙ্গে বিশ্বব্যাংকের সাবেক প্রধান অর্থনীতিবিদ ড. জাহিদ হোসেন বলেন, ‘মূলধন পুনর্গঠনের আগে অনিয়ম দূর না করলে এই সংকট আরও ভয়াবহ রূপ নেবে।’

রাজনৈতিক ঋণ বিতরণ ও চিহ্নিত ঋণগ্রহীতা

বিশেষজ্ঞরা বলছেন, সংকটের একটি বড় কারণ হলো বিগত আওয়ামী লীগের আমলে রাজনৈতিক আনুগত্যে পরিচালিত ঋণ বিতরণ। জনতা ব্যাংকের একক খেলাপি ঋণ প্রায় ৬৭ হাজার কোটি টাকা, যার বড় অংশ এস আলম, বেক্সিমকো, আননটেক্স, ক্রিসেন্টসহ চিহ্নিত গ্রুপগুলোর হাতে রয়েছে।

পরিণতি ও প্রভাব

মূলধন ঘাটতির কারণে এসব ব্যাংক একক ঋণগ্রহীতা সীমা রক্ষা করতে না পারায় নতুন ঋণ বিতরণে অক্ষম। এতে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছেন ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তারা। পাশাপাশি ক্রেডিট রেটিং কমে যাওয়ায় অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক উৎস থেকে তহবিল সংগ্রহ ব্যয়বহুল হয়ে উঠছে।

উত্তরণের পথ

বিশ্লেষকরা সংকট নিরসনে বিভিন্ন ব্যবস্থা নেওয়ার সুপারিশ করছেন। এর মধ্যে রয়েছে— ব্যাংক রেজুলেশন অর্ডিন্যান্স দ্রুত পাস করে খেলাপি ও দুর্বল ব্যাংকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া। বাংলাদেশ ব্যাংকের স্বাধীনতা পুনঃপ্রতিষ্ঠা এবং রাজনৈতিক প্রভাবমুক্ত নিয়ন্ত্রণ ব্যবস্থা গড়ে তোলা। ঋণ বিতরণ ও পুনঃতফসিলায়নে স্বচ্ছতা নিশ্চিত করা এবং দুর্নীতির বিচার। প্রভিশনিং নীতিমালা শক্তিশালীকরণ, যাতে আর্থিক দুর্বলতা আড়াল করা না যায়। দুর্বল ব্যাংকের মার্জার ও অধিগ্রহণ (এম অ্যান্ড এ) প্রক্রিয়া ত্বরান্বিত করা। সরকারি পুঁজির সঠিক ব্যবহার, অনিয়ম দূর না করা পর্যন্ত কোনও ব্যাংককে পুনরায় পুঁজি না দেওয়া।



এ পাতার আরও খবর

বিশ্বব্যাংকের লাল তালিকায় বাংলাদেশ বিশ্বব্যাংকের লাল তালিকায় বাংলাদেশ
যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্যযুদ্ধে’ ভারতকে পাশে চায় চীন যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্যযুদ্ধে’ ভারতকে পাশে চায় চীন
যুক্তরাষ্ট্রের ওপর চীনের প্রতিশোধমূলক শুল্ক কার্যকর, মার্কিন অর্থনীতিতে কি প্রভাব পড়বে! যুক্তরাষ্ট্রের ওপর চীনের প্রতিশোধমূলক শুল্ক কার্যকর, মার্কিন অর্থনীতিতে কি প্রভাব পড়বে!
বিশ্বকে বদলে দেওয়ার মতো দুর্দান্ত সব আইডিয়া আছে- বাংলাদেশের কাছে: ড. মুহাম্মদ ইউনূস বিশ্বকে বদলে দেওয়ার মতো দুর্দান্ত সব আইডিয়া আছে- বাংলাদেশের কাছে: ড. মুহাম্মদ ইউনূস
যুক্তরাষ্ট্রের জন্য কি শুল্ক কমাতে পারবে বাংলাদেশ যুক্তরাষ্ট্রের জন্য কি শুল্ক কমাতে পারবে বাংলাদেশ
ট্রাম্পের শুল্কের তালিকায় নেই রাশিয়া ও উত্তর কোরিয়ার নাম? ট্রাম্পের শুল্কের তালিকায় নেই রাশিয়া ও উত্তর কোরিয়ার নাম?
ট্রাম্পের বাণিজ্য যুদ্ধ: বিশ্ব অর্থনীতিতে ‘ঝড়ের আভাস’ ট্রাম্পের বাণিজ্য যুদ্ধ: বিশ্ব অর্থনীতিতে ‘ঝড়ের আভাস’
বাংলাদেশসহ উন্নয়নশীল দেশগুলোতে ট্রাম্পের শুল্ক আরোপ কি প্রভাব পড়বে বাংলাদেশসহ উন্নয়নশীল দেশগুলোতে ট্রাম্পের শুল্ক আরোপ কি প্রভাব পড়বে
অর্থনৈতিক মন্দা নিয়ে ট্রাম্পের ইঙ্গিতে শেয়ারবাজারে ট্রিলিয়ন ডলারেরও বেশি দরপতন অর্থনৈতিক মন্দা নিয়ে ট্রাম্পের ইঙ্গিতে শেয়ারবাজারে ট্রিলিয়ন ডলারেরও বেশি দরপতন

আর্কাইভ

ইতিহাসের সবচেয়ে ভয়াবহ মূলধন সংকটে কেন্দ্রীয় ব্যাংক
ঈদুল আজহার ছুটি ১০ দিন
ভারতের বিভিন্ন রাজ্যে যুদ্ধের মহড়ার নির্দেশ
ইউক্রেনের মুহুর্মুহু ড্রোন হামলায় মস্কোর সব বিমানবন্দর বন্ধ ঘোষণা
খালেদা জিয়া বাসভবন ফিরোজা’র নিরাপত্তায় সেনাবাহিনী মোতায়ন
একদিনে ৪ দেশে ইসরায়েলের মুহুর্মুহু হামলা বহু হতাহত
ঢাকায় পৌঁছেছেন খালেদা জিয়া
গাজা ‘দখলের’ পরিকল্পনা ইসরায়েলের মন্ত্রিসভা অনুমোদন
১২০০ কিলোমিটার পাল্লার অত্যাধুনিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র উন্মোচন করলো ইরান
বাংলাদেশ সীমান্তে হামলার প্রস্তুতি নিচ্ছে আরাকান আর্মি