শিরোনাম:
ঢাকা, বৃহস্পতিবার, ১১ ডিসেম্বর ২০২৫, ২৭ অগ্রহায়ন ১৪৩২
BBC24 News
বৃহস্পতিবার, ৮ মে ২০২৫
প্রথম পাতা » আর্ন্তজাতিক | শিরোনাম | সাবলিড » নতুন পোপ হলেন আমেরিকান রবার্ট প্রিভোস্ট
প্রথম পাতা » আর্ন্তজাতিক | শিরোনাম | সাবলিড » নতুন পোপ হলেন আমেরিকান রবার্ট প্রিভোস্ট
৪৫২ বার পঠিত
বৃহস্পতিবার, ৮ মে ২০২৫
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

নতুন পোপ হলেন আমেরিকান রবার্ট প্রিভোস্ট

---বিবিসি২৪নিউজ,আন্তর্জাতিক ডেস্ক: রোমান ক্যাথলিক গির্জার নতুন পোপ নির্বাচিত হয়েছেন আমেরিকান রবার্ট প্রিভোস্ট। তিনি প্রয়াত পোপ ফ্রান্সিসের উত্তসূরি হলেন। পোপ হিসাবে রবার্টের নাম হবে পোপ লিও।

ক্যাথলিক খ্রিস্টানদের আনন্দে ভাসিয়ে ভ্যাটিকানের সিস্টিন চ্যাপেলের চিমনি দিয়ে দেখা গেল সাদা ধোঁয়া। এর মানে হল, নতুন একজন পোপ বেছে নিয়েছেন কার্ডিনালরা, যিনি হবেন পোপ ফ্রান্সিসের উত্তরসূরী।

কে এই নতুন পোপ তা এখনও প্রকাশ করা হয়নি।

বিবিসি জানিয়েছে, ঘণ্টাখানেকের ভেতরে কার্ডিনালরা সিস্টিন চ্যাপেলের ব্যালকনিতে আসবেন। সেখানে নতুন পোপের নাম ঘোষণা করা হবে।

রোমান ক্যাথলিক গির্জার নতুন পোপ নির্বাচনের গোপন কনক্লেভে বৃহস্পতিবার ভোটাভুটির দ্বিতীয় দিনে ভোটের শুরুতে কার্ডিনালরা সিদ্ধান্তে পৌঁছাতে না পারলেও চতুর্থ দফার ভোটে এল সফলতা।

সিস্টিন চ্যাপেলের চিমনি দিয়ে অবশেষে বেরিয়ে এল সাদা ধোঁয়া। এই ধোঁয়া দেখামাত্রই উল্লাসে ফেটে পড়ে সিস্টিন চ্যাপেলের বাইরে সেন্ট পিটার্স স্কয়ারে অপেক্ষমান মানুষ।

তারা ছুটে আসেন সামনে, কেউ কেউ আনন্দে লাফিয়ে ওঠেন, কেউ আকাশের দিকে হাত তুলে প্রার্থনায় মগ্ন হন।

চত্বরজুড়ে ততক্ষণে চার্চের ঘণ্টাধ্বনি বেজে ওঠে, যে ধ্বনি ছড়িয়ে পড়ে প্রতিটি কোণে। জনতার উচ্ছ্বাস আর আনন্দধ্বনি মিলে এক অসাধারণ মুহূর্তের সৃষ্টি হয়।

গ্রিস থেকে আসা এক দম্পতি বলেন, “জীবনে একবারই এমন মুহূর্তের সাক্ষী হওয়া যায়। ব্যালকনিতে পোপকে দেখার অপেক্ষায় থাকব আমরা।”

নির্বাচিত নতুন পোপকে নিয়ে যাওয়া হয়েছে একটি ছোট কক্ষে, যেখানে তিনি প্রথমবারের মতো পরবেন পোপের সাদা পোশাক। সেখানেই তিনি বেছে নেবেন নিজের পোপ নাম।

সব প্রস্তুতি শেষে, শিগগিরই ভ্যাটিকানের প্রধান ব্যালকনিতে এসে ঊর্ধ্বতন এক কার্ডিনাল ঘোষণা দেবেন ঐতিহাসিক বাক্য—‘হাবেমাস পাপাম’, যার অর্থ, “আমাদের একজন পোপ আছেন”।

এরপর জনতার সামনে হাজির করা হবে নতুন পোপকে। সেন্ট পিটার্স স্কয়ারে জড়ো হওয়া হাজারো মানুষ এখন অপেক্ষায় সেই মুহূর্তের জন্য।

ভ্যাটিকানে জনতার ভিড়ের মধ্য দিয়ে এখন এগিয়ে যাচ্ছে একটি মার্চিং ব্যান্ড—গাঢ় নীল পোশাকে সজ্জিত সদস্যরা বাদ্যযন্ত্র বাজিয়ে এগিয়ে চলেছেন সেন্ট পিটার্স স্কয়ারের ভিড়ের ভেতর দিয়ে। তাদের পাশে পাশে হাঁটছে ঐতিহ্যবাহী নীল-হলুদ ডোরাকাটা পোশাক পরিহিত গার্ডরা।

চারপাশের মানুষ করতালি দিচ্ছেন, অনেকেই মোবাইল ফোন তুলে ধরেছেন এই মুহূর্তটি ধরে রাখতে। পোপ নির্বাচন ঘিরে ভ্যাটিকানে উৎসবের আবহ আরও ঘন হয়ে উঠছে। সেন্ট পিটার্স স্কয়ারে এখন গর্জে উঠেছে জনতার কণ্ঠ—তারা একসঙ্গে ধ্বনি তুলেছেন, “পোপ দীর্ঘজীবী হোন”।

ব্যালকনির নিচে থেমে দাঁড়িয়েছে বাদ্যযন্ত্র বাজানো ব্যান্ড দল, তাদের সুর বেজে চলেছে। এই আবহে হঠাৎ করেই উচ্ছ্বাসে ফেটে পড়েছে স্কয়ারজুড়ে জড়ো হওয়া হাজারো মানুষ—তাদের করতালিতে মুখর হয়ে উঠেছে ভ্যাটিকান।



আর্কাইভ

দুই উপদেষ্টার পদত্যাগ তফশিল ঘোষণার পর কার্যকর: প্রেস সচিব
মস্কোতে রুশ সামরিক বিমান বিধ্বস্ত, পাইলটসহ নিহত ৭
খালেদা জিয়ার জন্য ‘উদ্বিগ্ন’ শেখ হাসিনা
ইতালি থেকে জঙ্গি বিমান কিনতে সম্মতিপত্র সই বাংলাদেশের
ভারতে আবারও শুল্ক আরোপের হুমকি ট্রাম্পের
বিদেশে নেওয়া হচ্ছে না খালেদা জিয়াকে
দেশের কেউ ম্যান্ডেট দেয়নি যে এত দিনের মধ্যে নির্বাচন দিতে হবে’
জাপানে ৭.৬ মাত্রার ভূমিকম্পের পর সুনামির আঘাত
জুলাই আন্দোলনে নিহত ১৮২ মরদেহ উত্তোলন করা হবে
ভারতেই থাকবেন কি না, সিদ্ধান্ত শেখ হাসিনাই নেবেন: জয়শঙ্কর