শিরোনাম:
●   জাতিসংঘের আদালতে রোহিঙ্গা গণহত্যা মামলার শুনানি শুরু ●   আমলাতন্ত্রের কাছে নতিস্বীকার করেছে অন্তর্বর্তী সরকার: টিআইবি ●   ইসরায়েল-জার্মানি নতুন প্রতিরক্ষা চুক্তি, হঠাৎ কী কারণে ●   ইরানের পরিস্থিতি ‘সম্পূর্ণ নিয়ন্ত্রণে’, সামরিক হস্তক্ষেপের অজুহাত খুঁজছেন ট্রাম্প: পররাষ্ট্রমন্ত্রী ●   ২০২৬ সাল পৃথিবীতে যুদ্ধ ও ধ্বংসের বছর: বাবা ভাঙ্গার ‘ভবিষ্যদ্বাণী’ ●   নিজেকে ভেনেজুয়েলার ‘ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট’ ঘোষণা করলেন ট্রাম্প ●   বিক্ষোভকারীদের ‘আল্লাহর শত্রু’ ইরানের শত্রু, মৃত্যুদণ্ডের হুঁশিয়ারি ●   ইসরায়েলের বিরুদ্ধে বাংলাদেশের নিন্দা,ওআইসির রাষ্ট্র গুলোর সার্বভৌমত্ব নিয়ে কোনো আপস নয়:পররাষ্ট্র উপদেষ্টা ●   তারেক রহমানের সঙ্গে ইইউ’র প্রধান পর্যবেক্ষকের সাক্ষাৎ ●   তারেক রহমানের সঙ্গে ভারতীয় হাইকমিশনারের বৈঠক
ঢাকা, মঙ্গলবার, ১৩ জানুয়ারী ২০২৬, ২৯ পৌষ ১৪৩২
BBC24 News
সোমবার, ১৯ মে ২০২৫
প্রথম পাতা » আর্ন্তজাতিক | ইউরোপ | শিরোনাম | সাবলিড » জার্মান সেনাবাহিনীতে কট্টরপন্থার হুমকি
প্রথম পাতা » আর্ন্তজাতিক | ইউরোপ | শিরোনাম | সাবলিড » জার্মান সেনাবাহিনীতে কট্টরপন্থার হুমকি
২৬৫ বার পঠিত
সোমবার, ১৯ মে ২০২৫
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

জার্মান সেনাবাহিনীতে কট্টরপন্থার হুমকি

---বিবিসি২৪নিউজ,ইইউ প্রতিনিধি: জার্মানির সামরিক বাহিনীতে কট্টর মনোভাব পোষণকারী সদস্যের সংখ্যা তুলনামূলক কম হলেও বিষয়টিকে গুরুত্বের সঙ্গে বিবেচনা করার কথা বলছেন বিশ্লেষকেরা৷

জার্মান সমারিক বাহিনীর গবেষণা প্রতিষ্ঠান বুন্ডেসভেয়ার সেন্টার অব মিলিটারি হিস্টোরি অ্যান্ড সোশ্যাল সায়েন্সেস বলছে, শতকরা এক ভাগের কম সদস্য কট্টর ডানপন্থি মনোভাব পোষণ করেন৷ গবেষণায় দেখা গেছে, সামরিক বাহিনীতে কর্মরতদের শূন্য দশমিক ৪ ভাগ সদস্য কট্টর ডানপন্থি মনোভাব পোষণ করেন৷ তাছাড়া সেনাবাহিনীতে নিয়োজিত বেসামরিক ব্যক্তিদের শূন্য দশমিক আট ভাগ সদস্য এমন মনোভাব পোষণ করেন৷ অবশ্য এই সংখ্যা সাধারণ জার্মানদের তুলনায় অনেক কম৷ সাধারণ জার্মানদের পাঁচ দশমিক চার ভাগ মানুষ তাদের মনে এমন মনোভাব লালন করেন৷

তাছাড়া গবেষণায় আরো কিছু বিষয় বেরিয়ে এসেছে, যা উদ্বেগেজনক৷ যেমন, সদস্যদের ছয় দশমিক চার ভাগ উগ্র স্বদেশপ্রেম লালন করেন আর তিন দশমিক পাঁচ ভাগের মধ্যে বিদেশিদের প্রতি বিদ্বেষ লক্ষ্য করা গিয়েছে৷

বুন্ডেসভেয়ার সেন্টার অব মিলিটারি হিস্টোরি অ্যান্ড সোশ্যাল সায়েন্সেস ২০২২ সালে এই গবেষণাটি পরিচালনা করে৷ গবেষণায় মোট চার হাজার ৩০০ জনের সাক্ষাৎকার গ্রহণ করা হয় এবং ১৮টি ছোট গ্রুপে আলোচনার আয়োজন করা হয়৷

অবশ্য সাম্প্রতিক সময়ে সামরিকবাহিনীর সদস্যরা ডানপন্থি আচরণের উতিহাস বিবেচনায় নিয়ে বলা যায়, নতুন এই গবেষণার ফলাফল অনেকটাই ইতিবাচক৷

যেমন ২০২২ সালে ফ্রাংকো এ. নামে এক লেফটেনেন্ট দোষী সাব্যস্ত হন৷ সিরীয় শরণার্থীর ছদ্মবেশে তিনি রাষ্ট্রের জন্য হুমকি এমন এক কাজ করার পরিকল্পনা করছিলেন৷ তার আগে ২০১৭ সালে সেনাবাহিনীর সাবেক ও বর্তমান কিছু সদস্য অভ্যুত্থান ঘটানোর পরিকল্পনা নিয়ে কাজ করছিলেন৷ জার্মানির কোনো কোনো সংবাদমাদ্যম ‘ছায়া সেনাবাহিনী নামে’ সেনাবাহিনীর ভেতরে একটি গোষ্ঠীর কথা বার বার বলছিল, তবে গোয়েন্দা সংস্থা তা বিবেচনায় নেয়নি৷

উল্লেখ্য, জার্মান সামরিক বাহিনীর বর্তমান সদস্য সংখ্যা দুই লাখ ৬০ হাজার৷ এর মধ্যে এক লাখ ৮০ হাজার সেনাসদস্য এবং ৮০ হাজার বেসামরিক সদস্য রয়েছেন৷

ইতিবাচক, নাকি নেতিবাচক?

জরিপের এই ফলাফলকে ইতিবাচক হিসেবে দেথছেন গবেষণা দলের সদস্য মার্কুস স্টেইনব্রেশার৷ ডয়চে ভেলেকে তিনি বলেন, ‘‘হ্যাঁ আমি বলবো, এই ফলাফলে এক ধরনের স্বস্তি রয়েছে৷’’ যদিও তিনি জানান, এই ফলাফলের মানে হলো, সেনাবাহিনীতে একটি গোষ্ঠী উগ্রবাদী মনোভাব পোষণ করেন৷

তার আগে ২০২৩ সালে এমনই এক জরিপ করেছিল জার্মানির গোয়েন্দা সংস্থা৷ সেই জরিপে মোট এক হাজার ৪৯টি সন্দেহভাজন উগ্রবাদী ঘটনার তদদন্ত করে সংস্থাটি৷ তার মধ্যে ছিল ৭৭৬টি উগ্র ডানপন্থি ঘটনা, ২২টি বামপন্থি এবং ৫১টি ইসলামিস্ট মনোভাবের সাথে সংশ্লিষ্ট ঘটনা৷

তবে সম্প্রতি প্রকাশিত এই গবেষণার কার্যকারিতা নিয়ে সন্দেহ পোষণ করছেন কোনো কোনো বিশ্লেষক৷ ডুসেলডর্ফ ইউনিভার্সিটি অব অ্যাপ্লায়েড সায়েন্সের কট্টর ডানপন্থা বিষয়ক গবেষক আংকে হোফস্টাডট মনে করেন, অ্যাকাডেমিক দিক থেকে গবেষণাটি ভালো হলেও সামরিক বাহিনীর নিজেদের একটি দপ্তর থেকে এটি করা হয়েছে৷ তিনি বলেন, তারা একটি স্বাধীন প্রতিষ্ঠান এবং তারা গবেষণার বৈজ্ঞানিক পদ্ধতি অনুসরণ করেছে৷ কিন্তু বিষয় হলো, যাদেরকে নিয়ে গবেষণা করছে গবেষণাকারী প্রতিষ্ঠানটি এর ভেতেরই অবস্থান করছে৷

এদিকে যে সময়ে গবেষণাটি করা হয়েছিল, সেই সময়ে অর্থাৎ, ২০২২ সালে সামরিক বাহিনীতে কট্টরপন্থার বিস্তার ঠেকাতে যাচাইবাছাই চলছিল৷ এই বিষয়টি বিবেচনায় রেখে গবেষণার সময়কাল নিয়ে প্রশ্ন তোলেন তিনি৷ বলেন, উত্তরদানকারীরা গবেষণার সময়ে প্রভাবিত হয়ে থাকতে পারে৷

কর্তৃপক্ষ কি যথেষ্ট পদক্ষেপ নিচ্ছে?

শুধুমাত্র দেশের সার্বভোমত্বের ওবং সংবিধান রক্ষার জন্যই নয়, গণতান্ত্রিক অধিকারের সুরক্ষার জন্য সক্রিয়ভাবে কাজ করাও জার্মান সামরিক বাহিনীর আইনি দায়িত্ব৷ যেমন, কেউ উগ্রপন্থা প্রদর্শন করলে তার বিরোধিতা করা সামরিকবাহিনীর দায়িত্বের মধ্যে পড়ে৷

তবে বর্তমান প্রেক্ষাপটে, বিশেষ করে যেই সময়ে জার্মান সমাজে কট্টরপন্থা ক্রমশই স্বাভাবিক হয়ে উঠছে, ঠিক সেই সময়ে সামরিক বাহিনীতে কট্টরমনোভাব দূর করতে কর্তৃপক্ষের পদক্ষেপ যথেষ্ট নয় বলে মনে করেন হোফস্টাডট৷

তিনি বলেন, ‘‘এমন মনোভাব ঠেকিয়ে রাখতে সেনাবাহিনীতে অনেক চেষ্টা রয়েছে৷ তাদের অনেক সেমিনার হচ্ছে, মিটিং হচ্ছে এবং রাজনৈতিক শিক্ষার ব্যবস্থা রযেছে৷ কিন্তু মূলে গিয়ে দেখা যায়, আধুনিক ডানপন্থি মনোভাবের বিষয়ে খুব বেশি সচেতনতা নেই৷’’

অবশ্য গবেষক স্টেইনব্রেশার অনেক আশাবাদী৷ তার মতে, জার্মান সামরিক বাহিনী কট্টর ডানপন্থা রুখতে শক্তিশালী পদক্ষেপ নিচ্ছে৷ তিনি বলেন, ‘‘আমি মনে করি, এটি এখন গুরুত্ব পাচ্ছে৷ আমি ন্যাটোর দেশগুলোর একটি আন্তর্জাতিক গবেষণা দলেও যুক্ত রয়েছি এবং নিরপেক্ষভাবে আমি বলতে পারি যে, কট্টরপন্থা রুখতে জার্মান সামরিক বাহিনী অগ্রণী ভূমিকা রাখছে৷’’

তবে এই বিষয়ে সতর্কবার্তাও দেন তিনি৷ তার মতে, সামরিক বাহিনীতে জনবল বাড়াতে বদ্ধপরিকর সরকার৷ সরকার সামরিকবাহিনীর কিছু খাতও বাড়াতে চায়৷ এমন পরিস্থিতিতে কট্টরপন্থার মতো বিষয় যাচাই-বাছাই করা কঠিন হয়ে উঠকে পারে৷

আর গবেষক হোফসআডের মনে করেন, ‘‘আমরা হাত গুটিয়ে বসে থাকতে পারি না৷ আমরা বলতে পারি, ওহ হ্যাঁ, শতকরা একভাগেরও কম, সব ঠিকই আছে ৷’’

‘‘কিন্তু এটি হিমশৈলের চূড়ার মতো হতে পারে৷ আমাদেরকে পুরো অংশটুকু নিয়েই কথা বলতে হবে,’’ বলেন তিনি৷



এ পাতার আরও খবর

জাতিসংঘের আদালতে রোহিঙ্গা গণহত্যা মামলার শুনানি শুরু জাতিসংঘের আদালতে রোহিঙ্গা গণহত্যা মামলার শুনানি শুরু
ইসরায়েল-জার্মানি নতুন প্রতিরক্ষা চুক্তি, হঠাৎ কী কারণে ইসরায়েল-জার্মানি নতুন প্রতিরক্ষা চুক্তি, হঠাৎ কী কারণে
ইরানের পরিস্থিতি ‘সম্পূর্ণ নিয়ন্ত্রণে’, সামরিক হস্তক্ষেপের অজুহাত খুঁজছেন ট্রাম্প: পররাষ্ট্রমন্ত্রী ইরানের পরিস্থিতি ‘সম্পূর্ণ নিয়ন্ত্রণে’, সামরিক হস্তক্ষেপের অজুহাত খুঁজছেন ট্রাম্প: পররাষ্ট্রমন্ত্রী
২০২৬ সাল পৃথিবীতে যুদ্ধ ও ধ্বংসের বছর: বাবা ভাঙ্গার ‘ভবিষ্যদ্বাণী’ ২০২৬ সাল পৃথিবীতে যুদ্ধ ও ধ্বংসের বছর: বাবা ভাঙ্গার ‘ভবিষ্যদ্বাণী’
নিজেকে ভেনেজুয়েলার ‘ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট’ ঘোষণা করলেন ট্রাম্প নিজেকে ভেনেজুয়েলার ‘ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট’ ঘোষণা করলেন ট্রাম্প
বিক্ষোভকারীদের ‘আল্লাহর শত্রু’ ইরানের শত্রু, মৃত্যুদণ্ডের হুঁশিয়ারি বিক্ষোভকারীদের ‘আল্লাহর শত্রু’ ইরানের শত্রু, মৃত্যুদণ্ডের হুঁশিয়ারি
ইসরায়েলের বিরুদ্ধে বাংলাদেশের নিন্দা,ওআইসির রাষ্ট্র গুলোর সার্বভৌমত্ব নিয়ে কোনো আপস নয়:পররাষ্ট্র উপদেষ্টা ইসরায়েলের বিরুদ্ধে বাংলাদেশের নিন্দা,ওআইসির রাষ্ট্র গুলোর সার্বভৌমত্ব নিয়ে কোনো আপস নয়:পররাষ্ট্র উপদেষ্টা
ওয়াশিংটনে নিরাপত্তা উপদেষ্টার সঙ্গে আন্ডার সেক্রেটারি জরুরি বৈঠক ওয়াশিংটনে নিরাপত্তা উপদেষ্টার সঙ্গে আন্ডার সেক্রেটারি জরুরি বৈঠক
প্রতিশ্রুত অর্থ দিতে ট্রাম্প আইনত বাধ্য: জাতিসংঘ প্রতিশ্রুত অর্থ দিতে ট্রাম্প আইনত বাধ্য: জাতিসংঘ
কলম্বিয়ার বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের সামরিক অভিযানের ‘বাস্তব হুমকি’ আছে: পেত্রো কলম্বিয়ার বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের সামরিক অভিযানের ‘বাস্তব হুমকি’ আছে: পেত্রো

আর্কাইভ

জাতিসংঘের আদালতে রোহিঙ্গা গণহত্যা মামলার শুনানি শুরু
আমলাতন্ত্রের কাছে নতিস্বীকার করেছে অন্তর্বর্তী সরকার: টিআইবি
ইসরায়েল-জার্মানি নতুন প্রতিরক্ষা চুক্তি, হঠাৎ কী কারণে
বিক্ষোভকারীদের ‘আল্লাহর শত্রু’ ইরানের শত্রু, মৃত্যুদণ্ডের হুঁশিয়ারি
ইসরায়েলের বিরুদ্ধে বাংলাদেশের নিন্দা,ওআইসির রাষ্ট্র গুলোর সার্বভৌমত্ব নিয়ে কোনো আপস নয়:পররাষ্ট্র উপদেষ্টা
তারেক রহমানের সঙ্গে ইইউ’র প্রধান পর্যবেক্ষকের সাক্ষাৎ
তারেক রহমানের সঙ্গে ভারতীয় হাইকমিশনারের বৈঠক
ওয়াশিংটনে নিরাপত্তা উপদেষ্টার সঙ্গে আন্ডার সেক্রেটারি জরুরি বৈঠক
আটলান্টিকে দুটি তেলের জাহাজ আটকালো অ্যামেরিকা
ভারতীয়দের ভিসা দেওয়া ‘সীমিত’ করল বাংলাদেশ