
শনিবার, ৫ জুলাই ২০২৫
প্রথম পাতা » আর্ন্তজাতিক | ইউরোপ | শিরোনাম | সাবলিড » তুরস্কে তীব্র তুষারপাত, অন্যদিকে দাবানলের তাণ্ডব
তুরস্কে তীব্র তুষারপাত, অন্যদিকে দাবানলের তাণ্ডব
বিবিসি২৪নিউজ,আন্তর্জাতিক ডেস্ক: তুরস্কের উত্তর-পূর্বাঞ্চলে বিরলভাবে একদিনে ভারী তুষারপাত হয়েছে (শুক্রবার), যেখানে দেশের অন্য অংশগুলোতে বেড়ে চলেছে দাবানলের ঘটনা। বিশেষজ্ঞরা বলছেন, মানুষের কারণে সৃষ্ট জলবায়ু পরিবর্তনের ফলে খরা, তাপপ্রবাহ এবং শিলাবৃষ্টির মতো চরম আবহাওয়ার ঘটনাগুলো আরও ঘন ঘন ও তীব্র হয়ে উঠছে।
তুরস্কের উত্তর-পূর্ব ব্ল্যাক সি উপকূলীয় শহর রাইজ থেকে প্রায় ১২০ কিলোমিটার দূরের পার্বত্য অঞ্চলে তাপমাত্রা মারাত্মকভাবে নেমে যায়।
রাইজের একজন সাংবাদিক গেঞ্চাগা কারাফাজলিওগ্লু বলেন, জুলাই মাসে তিনি এর আগে কখনও তুষারপাত দেখেননি।
তিনি বলেন, “রাইজে আমরা আবহাওয়ার অস্বাভাবিকতায় অভ্যস্ত। মার্চ মাসে একাধিকবার তুষারপাত হয়েছে, কিন্তু কখনো এতটা নয়। প্রবীণরা বলেন, ৩০ বা ৪০ বছর আগে জুলাইয়ে তুষারপাত দেখেছিলেন, কিন্তু এতটা কখনো নয়।”
সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় ২,৫০০ মিটার (৮,২০০ ফুট) উচ্চতায় অবস্থিত ওভিত ইয়ায়লাসি মালভূমিতে তুষারপাতের পর পুরো মাঠ সাদা চাদরে ঢেকে যায়—এমন দৃশ্য দেখা গেছে সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করা ফুটেজে।
তুষারপাতের এলাকা অন্তত ১০০ কিলোমিটার জুড়ে বিস্তৃত ছিল, আনজের ইয়ায়লাসি থেকে শুরু করে কাচকার মাউন্টেইনস ন্যাশনাল পার্ক পর্যন্ত এবং আরও দূরে।
কারাফাজলিওগ্লু বলেন, “আরতভিন শহরটি সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে।” উল্লেখ্য, আরতভিন শহরটি সমুদ্র উপকূল থেকে প্রায় ৫০ কিলোমিটার অভ্যন্তরে অবস্থিত।
অন্যদিকে, দেশটির বনমন্ত্রী ইব্রাহিম ইউমাকলি এক সংবাদ সম্মেলনে জানান, শুক্রবার অন্তত ১০টি “বড় ধরনের” বনভূমিতে আগুন লেগেছে এবং দমকল কর্মীরা তা নিয়ন্ত্রণে কাজ করছেন।
মন্ত্রী জানান, ইজমির প্রদেশে দাবানলের কারণে বৃহস্পতিবার দু’জনের মৃত্যু হয়েছে এবং আগামী দিনগুলোতে সেখানে তাপমাত্রা ৪০ ডিগ্রি সেলসিয়াস (১০৪ ডিগ্রি ফারেনহাইট) ছাড়িয়ে যাওয়ার পূর্বাভাস রয়েছে। তবে বর্তমানে সেই দাবানল মূলত নিয়ন্ত্রণে এসেছে।
তিনি আরও বলেন, দক্ষিণ-পশ্চিমাঞ্চলের মুগলা এবং দক্ষিণের হাতায় এলাকায় প্রবল বাতাসের কারণে আগুন ছড়িয়ে পড়ার আশঙ্কা রয়েছে এবং এখনো সেই অঞ্চলগুলো উদ্বেগের কারণ হয়ে আছে।
হাতায় অঞ্চলের আগুন নিয়ন্ত্রণে “তীব্র লড়াই” চলছে বলে জানান ইউমাকলি। উল্লেখ্য, হাতায় সিরিয়ার সীমান্তের কাছাকাছি অবস্থিত।
গত এক সপ্তাহে মোট ৬২৪টি দাবানলের ঘটনা ঘটেছে এবং অনেকগুলোর কারণ ছিল ত্রুটিপূর্ণ বৈদ্যুতিক তার, বলেও জানান মন্ত্রী।
দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী আলি ইয়ারলিকায়া জানান, আগুন লাগানোর অভিযোগে এখন পর্যন্ত ৪৪ জন সন্দেহভাজনকে গ্রেপ্তার করা হয়েছে এবং এর মধ্যে ১০ জনকে আটক রাখা হয়েছে। তিনি বলেন, বেশিরভাগই ছিলেন কৃষক বা শ্রমিক, যাদের ব্যবহৃত যন্ত্রপাতি থেকে আগুনের স্ফুলিঙ্গ সৃষ্টি হয়েছিল।