
শুক্রবার, ১৮ জুলাই ২০২৫
প্রথম পাতা » আর্ন্তজাতিক | এশিয়া-মধ্যপ্রাচ্য | পরিবেশ ও জলবায়ু | প্রিয়দেশ | শিরোনাম » বাংলাদেশিদের ভিসা দেয়া হচ্ছে: রণধীর জয়সওয়াল
বাংলাদেশিদের ভিসা দেয়া হচ্ছে: রণধীর জয়সওয়াল
বিবিসি২৪নিউজ,অমিত ঘোষ দিল্লি থেকে: বাংলাদেশি নাগরিকদের ভারতে আসার জন্য এখন উল্লেখযোগ্য সংখ্যায় ভিসা দেওয়া হচ্ছে বলে জানিয়েছেন ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল।
বৃহস্পতিবার (১৭ জুলাই) নয়াদিল্লিতে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘আমরা বাংলাদেশিদের যথেষ্ট পরিমাণে ভিসা দিচ্ছি। চিকিৎসা, জরুরি প্রয়োজনে এবং ছাত্রদের জন্যও অনেক ভিসা দেওয়া হচ্ছে।’
প্রসঙ্গত, গত বছরের জুলাই–অগাস্ট থেকে বাংলাদেশে ভারতের স্বাভাবিক ভিসা কার্যক্রম কার্যত বন্ধ হয়ে গিয়েছিল। এতে বিপাকে পড়েন বহু বাংলাদেশি।
তবে সাম্প্রতিক মাসগুলোতে ঠিক কত ভিসা দেওয়া হয়েছে—এই প্রশ্নে মুখপাত্র বলেন, ‘তা সুনির্দিষ্টভাবে জানার পরে বলতে পারব।’
এদিন বাংলাদেশের গোপালগঞ্জে সংঘটিত সহিংসতা প্রসঙ্গে জানতে চাইলে রণধীর বলেন, ‘এই অঞ্চলের যেকোনো বড় ঘটনার ওপর আমরা সতর্ক দৃষ্টি রাখি এবং প্রয়োজনে প্রয়োজনীয় পদক্ষেপ নিই।’
এ সময় তিনি আরও জানান, চলতি বছর ২০ জানুয়ারি থেকে এখন পর্যন্ত যুক্তরাষ্ট্র থেকে ১,৫৬৩ জন ভারতীয়কে ফেরত পাঠানো হয়েছে, যাদের বেশিরভাগকেই বাণিজ্যিক বিমানে পাঠানো হয়।