শিরোনাম:
●   দেখামাত্র সন্ত্রাসীদের গুলির নির্দেশ সিএমপি কমিশনারের ●   বাংলাদেশের সব বিমানবন্দরে সর্বোচ্চ সতর্কতার নির্দেশ ●   দিল্লিতে বিস্ফোরণ, নিহত বেড়ে ১৩ ●   ভারতের প্রতিরক্ষামন্ত্রীর মন্তব্য ‘কূটনৈতিক সৌজন্যের পরিপন্থী’ ●   আগামী মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে ‘এগিয়ে থাকা রিপাবলিকান প্রার্থী জেডি ভ্যান্স’ ●   ট্রাম্প যুক্তরাষ্ট্রকে বিব্রত করছেন: বাইডেন ●   সেনাপ্রধানকে নিয়ে অপপ্রচার, সতর্ক থাকার অনুরোধ ●   বক্তব্য রাখার ক্ষেত্রে মুহাম্মদ ইউনূসের খেয়াল রাখা উচিত, রাজনাথ সিংহ ●   ফিলিপাইনে ভয়াবহ ঘূর্ণিঝড়ের তাণ্ডবে মৃতের সংখ্যা বেড়ে ১৮৮ জনে দাঁড়িয়েছে ●   যুক্তরাষ্ট্রে ট্রাম্পের কি একচ্ছত্র ক্ষমতা ম্লান হতে শুরু হয়েছে
ঢাকা, বুধবার, ১২ নভেম্বর ২০২৫, ২৭ কার্তিক ১৪৩২

BBC24 News
সোমবার, ২৮ জুলাই ২০২৫
প্রথম পাতা » প্রিয়দেশ | রাজনীতি | শিরোনাম | সাবলিড » বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন কেন্দ্র ছাড়া সব কমিটি স্থগিত
প্রথম পাতা » প্রিয়দেশ | রাজনীতি | শিরোনাম | সাবলিড » বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন কেন্দ্র ছাড়া সব কমিটি স্থগিত
২৯৫ বার পঠিত
সোমবার, ২৮ জুলাই ২০২৫
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন কেন্দ্র ছাড়া সব কমিটি স্থগিত

---বিবিসি২৪নিউজ,নিজস্ব প্রতিবেদক ঢাকা: বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় কমিটি ছাড়া সারা দেশে সংগঠনটির সব কমিটির কার্যক্রম স্থগিত করা করেছে। রোববার সন্ধ্যায় রাজধানীর শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে এক জরুরি সংবাদ সম্মেলনে এই সিদ্ধান্তের কথা জানান সংগঠনের সভাপতি রিফাত রশীদ। একই সঙ্গে বৈষম্যবিরোধী ব্যানার ব্যবহার করে কোনো ধরনের অপকর্ম করা হলে আইনগত ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান তিনি।

সংবাদ সম্মেলনে রিফাত রশীদ বলেন, ‘সারা বাংলাদেশে গতকালকের (শনিবার) ঘটনা এবং এর মাঝেও অনেকগুলো ঘটনা আমরা দেখতে পেয়েছি, সেখানে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারকে ব্যবহার করে নামে-বেনামে অনেক ধরনের অপকর্ম, অপকাণ্ড করার চেষ্টা করা হয়েছে এবং হচ্ছে।…আমরা যেদিন আত্মপ্রকাশ করেছিলাম, সেদিনই আমরা সতর্ক করেছিলাম—এই ধরনের কোনো কিছু বরদাশত করা হবে না।’রিফাত রশীদ বলেন, ‘এই কমিটিগুলো যখন গঠন করা হয়েছিল, এই কমিটি গঠনের দায়িত্বে যারা ছিল, তারা যেহেতু বিভিন্ন রাজনৈতিক দল-মতের ভিতরে চলে গিয়েছে এবং তখন দেখা গিয়েছে যে তাদেরই শেল্টার (আশ্রয়) বা অন্য ক্ষেত্রে অন্যান্য রাজনৈতিক দলগুলোর শেল্টারে বা অনেক সময় তারাও বিপথগামী হয়েছে, জুলাই গণ-অভ্যুত্থানের যোদ্ধা যারা, তাদের অনেকে বিপথগামী হয়েছে এবং এর মধ্য দিয়ে তাদের মাঝে কিছু করাপশনের (দুর্নীতি) ব্যাপারগুলো আমরা লক্ষ করছি। এবং যেটা এই মুহূর্তে ভিজিবলি কন্ট্রোল (দৃশ্যমান নিয়ন্ত্রণ) করা আমাদের পক্ষে প্রায় অসম্ভব হয়ে দাঁড়িয়েছে।’

এমন পরিস্থিতিতে জরুরি সভা করার কথা জানান রিফাত রশীদ। তিনি বলেন, সভায় সম্মিলিতভাবে সিদ্ধান্ত নেওয়া হয়েছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় কমিটি ছাড়া সারা দেশে সংগঠনের সব কমিটির কার্যক্রম স্থগিত থাকবে।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন সূত্র জানায়, সারা দেশে সংগঠনের শতাধিক কমিটি রয়েছে। এর মধ্যে জেলা পর্যায়ে আছে ৪৫টি। মহানগর কমিটি আছে ৭টি, থানা কমিটি আছে ২৩টি। এ ছাড়া ২৫টি শিক্ষাপ্রতিষ্ঠানেও কমিটি আছে। এর বাইরে উপজেলা পর্যায়েও বেশ কিছু কমিটি রয়েছে। উপজেলা পর্যায়ের কমিটিগুলো স্থানীয় উদ্যোগে হয়েছে।গত শনিবার রাজধানীর গুলশানে আওয়ামী লীগের (এখন কার্যক্রম নিষিদ্ধ) একজন সাবেক নারী সংসদ সদস্যের বাসায় চাঁদাবাজি করতে গিয়ে ধরা পড়েন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা। সেখানে গণতান্ত্রিক ছাত্রসংসদেরও (বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সমন্বয়কদের উদ্যোগে গঠিত) একজন নেতা ছিলেন। ওই চাঁদাবাজির ঘটনায় মোট পাঁচজনকে গ্রেপ্তার করা হয়। এর ২৪ ঘণ্টার মধ্যে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সভাপতি সংবাদ সম্মেলন করে সারা দেশের সব কমিটি (কেন্দ্রীয় কমিটি ছাড়া) স্থগিত করার কথা জানালেন।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পরবর্তী কার্যক্রম কীভাবে পরিচালিত হবে, সে বিষয়ে আলোচনার মাধ্যমে সিদ্ধান্ত হবে বলে সংবাদ সম্মেলনে জানান রিফাত রশীদ। একই সঙ্গে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারকে ব্যবহার করে যারা অপকর্ম করার চেষ্টা করবে, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে আইনশৃঙ্খলা বাহিনীর প্রতি আহ্বান জানান তিনি।

জুলাই গণ–অভ্যুত্থানে নেতৃত্ব দিয়েছিল বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। অভ্যুত্থানের পর গত বছরের অক্টোবরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক কমিটি গঠন করা হয়। প্রথম আহ্বায়ক ছিলেন হাসনাত আবদুল্লাহ। তিনিসহ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সম্মুখসারির বেশির ভাগ নেতার নেতৃত্বে গত ফেব্রুয়ারি মাসে নতুন রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) গঠিত হয়। এরপর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের দৃশ্যমান কোনো কার্যক্রম সেভাবে ছিল না। সর্বশেষ গত জুন মাসে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নতুন কেন্দ্রীয় কমিটি গঠন করা হয়। এই কমিটিতে রশিদুল ইসলাম (রিফাত রশীদ) সভাপতি ও মো. ইনামুল হাসান সাধারণ সম্পাদক নির্বাচিত হন।

সংবাদ সম্মেলনে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাধারণ সম্পাদক হাসান ইনাম বলেন, অনেক দিন ধরেই সারা দেশে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নামে নানা ধরনের অপকর্ম, চাঁদাবাজি হয়ে আসছে। পরাজিত শক্তি ও বিভিন্ন রাজনৈতিক শক্তির ইন্ধনে এবং নামে-বেনামে সারা দেশে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারকে কলুষিত করার চেষ্টা হচ্ছে। কিন্তু সংগঠন হিসেবে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন কোনো ধরনের অপকর্ম, চাঁদাবাজি বরদাশত করে না।



এ পাতার আরও খবর

দেখামাত্র সন্ত্রাসীদের গুলির নির্দেশ সিএমপি কমিশনারের দেখামাত্র সন্ত্রাসীদের গুলির নির্দেশ সিএমপি কমিশনারের
বাংলাদেশের সব বিমানবন্দরে সর্বোচ্চ সতর্কতার নির্দেশ বাংলাদেশের সব বিমানবন্দরে সর্বোচ্চ সতর্কতার নির্দেশ
দিল্লিতে বিস্ফোরণ, নিহত বেড়ে ১৩ দিল্লিতে বিস্ফোরণ, নিহত বেড়ে ১৩
ভারতের প্রতিরক্ষামন্ত্রীর মন্তব্য ‘কূটনৈতিক সৌজন্যের পরিপন্থী’ ভারতের প্রতিরক্ষামন্ত্রীর মন্তব্য ‘কূটনৈতিক সৌজন্যের পরিপন্থী’
আগামী মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে ‘এগিয়ে থাকা রিপাবলিকান প্রার্থী জেডি ভ্যান্স’ আগামী মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে ‘এগিয়ে থাকা রিপাবলিকান প্রার্থী জেডি ভ্যান্স’
ফিলিপাইনে ভয়াবহ ঘূর্ণিঝড়ের তাণ্ডবে মৃতের সংখ্যা বেড়ে ১৮৮ জনে দাঁড়িয়েছে ফিলিপাইনে ভয়াবহ ঘূর্ণিঝড়ের তাণ্ডবে মৃতের সংখ্যা বেড়ে ১৮৮ জনে দাঁড়িয়েছে
বাংলাদেশ সীমান্তে হঠাৎ কেন ভারতের সেনাঘাঁটির ভিত্তি স্থাপন বাংলাদেশ সীমান্তে হঠাৎ কেন ভারতের সেনাঘাঁটির ভিত্তি স্থাপন
যুক্তরাষ্ট্রে প্রথম বাংলাদেশি বংশোদ্ভূত বিচারপতি সোমা সাঈদ যুক্তরাষ্ট্রে প্রথম বাংলাদেশি বংশোদ্ভূত বিচারপতি সোমা সাঈদ
বিএনপি প্রার্থীর জনসংযোগে খুন, মাথায় পিস্তল ঠেকিয়ে গুলি বিএনপি প্রার্থীর জনসংযোগে খুন, মাথায় পিস্তল ঠেকিয়ে গুলি
যুদ্ধবিরতি থাকা সত্ত্বেও ত্রাণ পৌঁছাতে বাধা, ক্ষুধায় কাতর গাজাবাসী যুদ্ধবিরতি থাকা সত্ত্বেও ত্রাণ পৌঁছাতে বাধা, ক্ষুধায় কাতর গাজাবাসী

আর্কাইভ

দেখামাত্র সন্ত্রাসীদের গুলির নির্দেশ সিএমপি কমিশনারের
বাংলাদেশের সব বিমানবন্দরে সর্বোচ্চ সতর্কতার নির্দেশ
দিল্লিতে বিস্ফোরণ, নিহত বেড়ে ১৩
ভারতের প্রতিরক্ষামন্ত্রীর মন্তব্য ‘কূটনৈতিক সৌজন্যের পরিপন্থী’
আগামী মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে ‘এগিয়ে থাকা রিপাবলিকান প্রার্থী জেডি ভ্যান্স’
ফিলিপাইনে ভয়াবহ ঘূর্ণিঝড়ের তাণ্ডবে মৃতের সংখ্যা বেড়ে ১৮৮ জনে দাঁড়িয়েছে
বাংলাদেশ সীমান্তে হঠাৎ কেন ভারতের সেনাঘাঁটির ভিত্তি স্থাপন
বিএনপি প্রার্থীর জনসংযোগে খুন, মাথায় পিস্তল ঠেকিয়ে গুলি
যুদ্ধবিরতি থাকা সত্ত্বেও ত্রাণ পৌঁছাতে বাধা, ক্ষুধায় কাতর গাজাবাসী
যুক্তরাষ্ট্রের তিন নির্বাচনে ডেমোক্র্যাটদের বিপুল জয়, প্রথম পরীক্ষায় হারলেন ট্রাম্প