শিরোনাম:
●   জুলাই সনদ বাস্তবায়ন: বিএনপি চায় সংসদে, জামায়াত গণভোটে, এনসিপি গণপরিষদে ●   একাধিক দেশে নিজস্ব অস্ত্র কারখানা ও ঘাঁটি রয়েছে ইরানের’ ●   পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে বৈঠক করেছেন পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ●   ভারতে যুক্তরাষ্ট্রে নতুন রাষ্ট্রদূত সার্জিও গোর ●   গাজা নগরীর দুর্ভিক্ষ, জাতিসংঘ মহাসচিব বললেন—‘মানবতার ব্যর্থতা’ ●   নিখোঁজ সাংবাদিক বিভুরঞ্জনের লাশ মিলল মেঘনায় ●   রোহিঙ্গা সংকটের টেকসই সমাধানের আশাশ: প্রধান উপদেষ্টার ●   মুক্ত বাণিজ্যচুক্তি নিয়ে আশাবাদী ভারত-রাশিয়া ●   ইতা‌লির প্রধানমন্ত্রী মেলোনির বাংলাদেশ সফর বাতিল ●   পরবর্তী সরকারে কোনো পদে থাকব না: ড. ইউনূস
ঢাকা, রবিবার, ২৪ আগস্ট ২০২৫, ৯ ভাদ্র ১৪৩২

BBC24 News
শনিবার, ২৩ আগস্ট ২০২৫
প্রথম পাতা » আর্ন্তজাতিক | পরিবেশ ও জলবায়ু | শিরোনাম » গাজা নগরীর দুর্ভিক্ষ, জাতিসংঘ মহাসচিব বললেন—‘মানবতার ব্যর্থতা’
প্রথম পাতা » আর্ন্তজাতিক | পরিবেশ ও জলবায়ু | শিরোনাম » গাজা নগরীর দুর্ভিক্ষ, জাতিসংঘ মহাসচিব বললেন—‘মানবতার ব্যর্থতা’
৭২ বার পঠিত
শনিবার, ২৩ আগস্ট ২০২৫
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

গাজা নগরীর দুর্ভিক্ষ, জাতিসংঘ মহাসচিব বললেন—‘মানবতার ব্যর্থতা’

---বিবিসি২৪নিউজ,আন্তর্জাতিক ডেস্ক: গাজা নগরী ও আশপাশের এলাকায় ঘোষিত দুর্ভিক্ষকে ‘মানবতার ব্যর্থতা’ বলে আখ্যা দিয়েছেন জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস। তিনি বলেছেন, এটি ‘মানবসৃষ্ট বিপর্যয়’।

গতকাল শুক্রবার জাতিসংঘ-সমর্থিত খাদ্যনিরাপত্তা পর্যবেক্ষণবিষয়ক প্যানেল–আইপিসি গাজা নগরীতে দুর্ভিক্ষ চলছে বলে ঘোষণা দিয়েছে। সংস্থাটি বিশ্বজুড়ে অনাহার পরিস্থিতি শনাক্ত করতে কাজ করে। তারা গাজার বিভিন্ন অংশে খাদ্যনিরাপত্তাহীনতার মাত্রা পঞ্চম ধাপে উন্নীত করেছে, যা সর্বোচ্চ ও সবচেয়ে ভয়াবহ।ইন্টিগ্রেটেড ফুড সিকিউরিটি ফেজ ক্ল্যাসিফিকেশন (আইপিসি) বলেছে, গাজায় পাঁচ লাখের বেশি মানুষ মহাবিপর্যয়ের মধ্যে আছে। ক্ষুধা, চরম দারিদ্র্য ও মৃত্যু এ পরিস্থিতি ডেকে এনেছে।

তবে আইপিসির প্রতিবেদনকে সম্পূর্ণ মিথ্যা বলে আখ্যা দিয়েছে ইসরায়েল। তাদের দাবি, ‘গাজায় কোনো দুর্ভিক্ষ নেই।’ অবশ্য ইসরায়েলের এ দাবি শতাধিক মানবাধিকার সংগঠন, বহু প্রত্যক্ষদর্শী, জাতিসংঘের বেশ কয়েকটি সংস্থা এবং যুক্তরাজ্যসহ ইসরায়েলের অনেক মিত্র দেশের বক্তব্যের সঙ্গে সরাসরি সাংঘর্ষিক।

আইপিসি সতর্ক করে বলেছে, অবিলম্বে বড় আকারে সহায়তা না পৌঁছালে গাজায় দুর্ভিক্ষে মৃত্যু ব্যাপকভাবে বাড়তে পারে। আগস্টের মাঝামাঝি থেকে সেপ্টেম্বরের শেষ নাগাদ দেইর আল-বালাহ ও খান ইউনিসে ছড়িয়ে পড়তে পারে দুর্ভিক্ষ।

আইপিসির প্রতিবেদনকে সম্পূর্ণ মিথ্যা বলে আখ্যা দিয়েছে ইসরায়েল। তাদের দাবি, ‘গাজায় কোনো দুর্ভিক্ষ নেই।’ অবশ্য ইসরায়েলের এ দাবি শতাধিক মানবাধিকার সংগঠন, বহু প্রত্যক্ষদর্শী, জাতিসংঘের বেশ কয়েকটি সংস্থা এবং যুক্তরাজ্যসহ ইসরায়েলের অনেক মিত্র দেশের বক্তব্যের সঙ্গে সরাসরি সাংঘর্ষিক।
জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস বলেন, ‘গাজায় যে নারকীয়তা চলছে, সেটি বর্ণনা করার মতো যখন আর কোনো শব্দ নেই বলে মনে হচ্ছিল, তখন নতুন এক শব্দ যোগ হলো—দুর্ভিক্ষ। এটি কোনো রহস্য নয়, এটি একেবারেই মানবসৃষ্ট বিপর্যয়, নৈতিক ব্যর্থতা ও মানবতার পরাজয়।’

মহাসচিব আরও বলেন, আন্তর্জাতিক আইনের অধীন ইসরায়েলের ‘স্পষ্ট ও সংশয়হীন দায়বদ্ধতা’ আছে। এর মধ্যে অন্তর্ভুক্ত রয়েছে গাজার জনগণের খাদ্য ও চিকিৎসা সরবরাহ নিশ্চিত করার দায়িত্বও।আইপিসির প্রতিবেদনের প্রতিক্রিয়ায় জাতিসংঘের মানবিক সহায়তা প্রধান টম ফ্লেচার বলেন, ‘এ দুর্ভিক্ষ পুরোপুরি প্রতিরোধযোগ্য ছিল। কিন্তু ইসরায়েলের পরিকল্পিত বাধার কারণে গাজায় খাদ্য ঢুকতে পারছে না।’

জাতিসংঘের ফিলিস্তিনি শরণার্থীবিষয়ক সংস্থা ইউএনআরডব্লিউএ–এর প্রধান ফিলিপ লাজারিনি বলেন, ‘এটি ইসরায়েলি সরকারের পরিকল্পিতভাবে তৈরি করা মানবসৃষ্ট অনাহার।’

জাতিসংঘের মানবাধিকার প্রধান ফলকার টুর্ক বলেছেন, দুর্ভিক্ষ সরাসরি ইসরায়েলের অবৈধ পদক্ষেপের ফল।যুক্তরাজ্যের পররাষ্ট্রমন্ত্রী ডেভিড ল্যামি সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে লিখেছেন, ‘ইসরায়েল সরকার (গাজায়) সহায়তা ঢুকতে না দেওয়ায় এ বিপর্যয় ঘটেছে।’



আর্কাইভ

জুলাই সনদ বাস্তবায়ন: বিএনপি চায় সংসদে, জামায়াত গণভোটে, এনসিপি গণপরিষদে
একাধিক দেশে নিজস্ব অস্ত্র কারখানা ও ঘাঁটি রয়েছে ইরানের’
পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে বৈঠক করেছেন পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী
নিখোঁজ সাংবাদিক বিভুরঞ্জনের লাশ মিলল মেঘনায়
মুক্ত বাণিজ্যচুক্তি নিয়ে আশাবাদী ভারত-রাশিয়া
চীনের গভীরে আঘাত হানতে সক্ষম ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের ‘সফল পরীক্ষা’ চালাল ভারত
আমেরিকাবিরোধী মনোভাব থাকলে ভিসা হবে না
ভারতে নতুন বিল: ৩০ দিন কারাবাসে পদ হারাবেন প্রধানমন্ত্রীও
রাশিয়ার দুই হেলিকপ্টার কিনে বিপাকে বাংলাদেশ
কূটনৈতিক প্রচেষ্টার মধ্যেই রাশিয়া-ইউক্রেন হামলা চলছে