
মঙ্গলবার, ১৬ সেপ্টেম্বর ২০২৫
প্রথম পাতা » আর্ন্তজাতিক | শিরোনাম | সাবলিড » গাজায় বড় আকারে স্থল অভিযান শুরু করেছে ইসরায়েল
গাজায় বড় আকারে স্থল অভিযান শুরু করেছে ইসরায়েল
বিবিসি২৪নিউজ,আন্তর্জাতিক ডেস্ক: গাজায় বড় ধরনের স্থল অভিযান শুরু করেছে ইসরায়েল। দেশটি ফিলিস্তিনিদের বিরুদ্ধে গণহত্যা চালিয়েছে বলে এর আগে এক প্রতিবেদনে বলেছে জাতিসংঘের তদন্ত কমিশন। এদিকে ফরিদপুরে সংসদীয় আসন পুনঃ নির্ধারণ করে নির্বাচন কমিশনের দেয়া প্রজ্ঞাপন কেন অবৈধ হবে না, তা জানতে হাইকোর্টের রুল। ডেঙ্গু রোগীদের চিকিৎসায় বাংলাদেশের স্বাস্থ্য অধিদপ্তরের জরুরি নির্দেশনা।গাজা সিটিতে বড় ধরনের স্থল অভিযান শুরু করেছে ইসরায়েল। রাতভর ভারী বিমান হামলার মধ্যেই শহরটির বিভিন্ন অংশে ইসরায়েলের স্থল সেনারা প্রবেশ করে।
এরপর থেকেই হাজার হাজার ফিলিস্তিনিকে উপকূলীয় রাস্তা দিয়ে চলে যেতে বাধ্য করা হয়।
গাধার গাড়ি, রিকশা অথবা পায়ে হেঁটে বিপুল সংখ্যায় ফিলিস্তিনিদের শহরের দক্ষিণ দিকে ছুটে যেতে দেখা গেছে।
ইসরায়েল প্রতিরক্ষা বাহিনী বা আইডিএফ এর অনুমান, ইতিমধ্যেই প্রায় সাড়ে তিন লাখ মানুষ গাজা শহর ছেড়ে পালিয়ে গেছে। যদিও ধারণা করা হচ্ছে যে, এই সংখ্যা আরো কয়েকগুণ বেশি।
অনেক ফিলিস্তিনি বলছেন যে, দক্ষিণ এবং মধ্য গাজাও নিরাপদ নয় কারণ সেখানেও বিমান হামলা চালিয়েছে ইসরায়েল।
আবার কেউ কেউ জানিয়েছেন, দক্ষিণে যাওয়ার চেষ্টা করেছিলেন কিন্তু তাঁবু খাটানোর জায়গা পাননি, তাই তারা গাজা শহরে আবারো ফিরে এসেছেন।
ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেছেন, হামাসের “শেষ প্রধান দুর্গ” এর বিরুদ্ধে একটি “শক্তিশালী অভিযান” শুরু করা হয়েছে।
যদিও এই আক্রমণকে “সম্পূর্ণ এবং সম্পূর্ণরূপে অগ্রহণযোগ্য” বলে নিন্দা জানিয়েছেন জাতিসংঘের মানবাধিকার প্রধান ভলকার তুর্ক।
এছাড়া ইসরায়েল গাজায় গণহত্যা চালাচ্ছে বলে দাবি করেছে, জাতিসংঘের একটি তদন্ত কমিশনও।