
শুক্রবার, ১৯ সেপ্টেম্বর ২০২৫
প্রথম পাতা » আর্ন্তজাতিক | এশিয়া-মধ্যপ্রাচ্য | শিরোনাম | সাবলিড » সৌদি আরবকে পারমাণবিক কর্মসূচি দেবে পাকিস্তান: খাজা আসিফ
সৌদি আরবকে পারমাণবিক কর্মসূচি দেবে পাকিস্তান: খাজা আসিফ
বিবিসি২৪নিউজ,আন্তর্জাতিক ডেস্ক: পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা মোহাম্মদ আসিফ বলেছেন, নতুন প্রতিরক্ষা চুক্তির আওতায় প্রয়োজনে সৌদি আরবকে তাদের দেশের পারমাণবিক কর্মসূচি ‘দেওয়া হতে পারে’।
দ্য ইন্ডিপেন্ডেন্টের প্রতিবেদনে বলা হয়েছে, প্রতিরক্ষামন্ত্রী খাজা মোহাম্মদ আসিফের মন্তব্য পাকিস্তান ও সৌদি আরবের মধ্যে এই সপ্তাহে সই হওয়া চুক্তির গুরুত্বকে তুলে ধরে। ইতোমধ্যেই কয়েক দশক ধরে দুই দেশের সামরিক সম্পর্ক রয়েছে।
খাজা আসিফ বলেন, ‘পাকিস্তানের পারমাণবিক সক্ষমতা সম্পর্কে আমি একটি বিষয় স্পষ্ট করে বলতে চাই, আমরা যখন পরীক্ষা চালিয়েছিলাম তখন সেই সক্ষমতা অনেক আগেই প্রতিষ্ঠিত হয়েছিল। তারপর থেকে আমরা যুদ্ধক্ষেত্রের জন্য বাহিনীকে প্রশিক্ষিত করেছি।’
তিনি আরও বলেন, ‘আমাদের যা আছে এবং আমাদের যে সক্ষমতা আছে, তা এই চুক্তি অনুসারে (সৌদি আরবকে) উপলব্ধ করা হবে।’
এর আগে গত বুধবার দুই দেশ একটি প্রতিরক্ষা চুক্তি সই করেছে। চুক্তিতে বলা হয়েছে, একটি জাতির ওপর আক্রমণ উভয় দেশের ওপর আক্রমণের সমান হবে।
অন্যান্য দেশও এই চুক্তিতে যোগ দিতে পারে কিনা, জানতে চাইলে পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী বলেন, ‘আমি এটা বলতে পারি, অন্যদের জন্য দরজা বন্ধ নয়।’
চুক্তির অধীনে পাকিস্তানের পারমাণবিক শক্তির ব্যবহার সম্পর্কে আসিফ বলেন, ‘এই চুক্তির অধীনে আমাদের সমস্ত ক্ষমতা উপলব্ধ। তবে আমি ব্যাখ্যা করতে চাই যে, পাকিস্তান একটি পারমাণবিক রাষ্ট্র হওয়ার পর থেকে, কেউই দায়িত্বশীল পারমাণবিক শক্তি হিসেবে আমাদের অবস্থান নিয়ে সন্দেহ করেনি। পারমাণবিক পরিদর্শনের ক্ষেত্রে পাকিস্তানের সহযোগিতা তেল আবিবের আগ্রাসন থেকে আলাদা, যারা কোনো পরিদর্শনের অনুমতি দেয় না। এই চুক্তি ন্যাটোর মতো প্রতিরক্ষা সহযোগিতার জন্য একটি কাঠামো। যদি পাকিস্তান বা সৌদি আরবের বিরুদ্ধে আগ্রাসন হয়, তাহলে আমরা যৌথ প্রতিরক্ষা গ্রহণ করব।’