শনিবার, ৮ নভেম্বর ২০২৫
প্রথম পাতা » আর্ন্তজাতিক | এশিয়া-মধ্যপ্রাচ্য | শিরোনাম | সাবলিড » ফিলিপাইনে ভয়াবহ ঘূর্ণিঝড়ের তাণ্ডবে মৃতের সংখ্যা বেড়ে ১৮৮ জনে দাঁড়িয়েছে
ফিলিপাইনে ভয়াবহ ঘূর্ণিঝড়ের তাণ্ডবে মৃতের সংখ্যা বেড়ে ১৮৮ জনে দাঁড়িয়েছে
বিবিসি২৪নিউজ,আন্তর্জাতিক ডেস্ক: ফিলিপাইনে ঘূর্ণিঝড় কালমায়েগির আঘাতে সবশেষ মৃতের সংখ্যা বেড়ে ১৮৮ জনে দাঁড়িয়েছে। ঘূর্ণিঝড়টি তাণ্ডব চালিয়ে বর্তমানে দেশ ভিয়েতনামের দিকে এগিয়ে গেছে।
শুক্রবার (৭ নভেম্বর) স্থানীয় সংবাদমাধ্যম ইনকোয়ারারের তথ্য অনুযায়ী, ঝড়ের ফলে সৃষ্ট ধ্বংসযজ্ঞে মোট ১৩৫ জন নিখোঁজ এবং ৯৬ জন আহত হয়েছে।
সরকারী প্রতিবেদনে বলা হয়েছে, মোট ২২ লাখ ৫৮ হাজার ৭৮২ জন মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে। এছাড়া কমপক্ষে ৩ লাখ ৯৭ হাজার ৬৩৪ জন এখনো আশ্রয়কেন্দ্রে রয়েছেন।
ঘূর্ণিঝড়ের প্রভাবে সারা দেশে মোট ৯ হাজার ৫৮৫টি বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। এর মধ্যে ২৬৪টি সম্পূর্ণরূপে ধ্বংস হয়ে গেছে।
এদিকে, এক সপ্তাহের মধ্যে ফিলিপাইনে আরেক সুপার টাইফুন ‘ফাং-ওং’ আঘাত হানতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
অপরদিকে, ভিয়েতনামের রাষ্ট্র পরিচালিত সংবাদ সংস্থা জানিয়েছে, ঝড়ের ফলে শত শত বাড়ির ছাদ ভেঙে পড়েছে, অনেক রাস্তা প্লাবিত হয়েছে, গাছপালা ও বিদ্যুতের খুঁটি উপড়ে পড়েছে, যান চলাচল ব্যাহত হয়েছে।
দেশটির সরকারি তথ্য অনুসারে, অন্তত ১২টি বাড়ি সম্পূর্ণরূপে ধ্বংস হয়ে গেছে এবং ৫০০টিরও বেশি বাড়ি আংশিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। ঝুঁকিপূর্ণ এলাকা থেকে ৯ হাজারেরও বেশি মানুষকে সরিয়ে নেওয়া হয়েছে।




বক্তব্য রাখার ক্ষেত্রে মুহাম্মদ ইউনূসের খেয়াল রাখা উচিত, রাজনাথ সিংহ
যুক্তরাষ্ট্রে ট্রাম্পের কি একচ্ছত্র ক্ষমতা ম্লান হতে শুরু হয়েছে
যুক্তরাষ্ট্রে প্রথম বাংলাদেশি বংশোদ্ভূত বিচারপতি সোমা সাঈদ
জোহরান মামদানিকে বেছে নিয়ে আমরা সার্বভৌমত্ব হারিয়েছি: ডোনাল্ড ট্রাম্প
যুদ্ধবিরতি থাকা সত্ত্বেও ত্রাণ পৌঁছাতে বাধা, ক্ষুধায় কাতর গাজাবাসী
যুক্তরাষ্ট্রের তিন নির্বাচনে ডেমোক্র্যাটদের বিপুল জয়, প্রথম পরীক্ষায় হারলেন ট্রাম্প
নিউইয়র্কের প্রথম মুসলিম মেয়র হলেন জোহরান মামদানি
নিউইয়র্কে মেয়র নির্বাচনের ভোটগ্রহণ শুরু
ভারত–বাংলাদেশের ভিসা জালিয়াতি, কঠিন হচ্ছে কানাডা: সিবিসির প্রতিবেদন 