শনিবার, ৮ নভেম্বর ২০২৫
প্রথম পাতা » আমেরিকা | আর্ন্তজাতিক | পরিবেশ ও জলবায়ু | শিরোনাম » ট্রাম্প যুক্তরাষ্ট্রকে বিব্রত করছেন: বাইডেন
ট্রাম্প যুক্তরাষ্ট্রকে বিব্রত করছেন: বাইডেন
বিবিসি২৪নিউজ,আন্তর্জাতিক ডেস্ক: যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট জো বাইডেন বর্তমান মার্কিন নেতা ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে ‘দেশকে বিব্রত করার’ অভিযোগ করেছেন। তিনি বলেছেন, ‘আপনি এমনভাবে কাজ করেন, যা একটি জাতি হিসেবে আমাদের বিব্রত করে।’
শুক্রবার (৭ নভেম্বর) নেব্রাস্কার ওমাহায় ডেমোক্র্যাটিক পার্টির এক অনুষ্ঠানে বাইডেন বলেন, ‘আমি শুধু আপনাকে বলতে চাই, মি. প্রেসিডেন্ট, আপনি আমাদের জন্য কাজ করুন। আপনি আমাদের জন্য কাজ করুন, কেবল কোটিপতি ও বিলিয়নেয়ারদের জন্য নয়।’
তিনি বলেন, ‘আমি আন্তরিকভাবে বলতে চাইছি, আমি ক্ষুব্ধ। এটি গণতন্ত্র এবং আসল বিষয়টি হলো, গণতন্ত্রে কোনো রাজা নেই। কিন্তু আপনি এমনভাবে কাজ করেন, যা একটি জাতি হিসেবে আমাদের বিব্রত করে।’
চলতি বছরের জানুয়ারিতে ক্ষমতা ছাড়ার পর প্রোস্টেট ক্যান্সারের চিকিৎসার ওপর মনোযোগ কেন্দ্রীভূত করা বাইডেন এই প্রথম রাজনৈতিক বক্তৃতা দিলেন।
তিনি ডোনাল্ড ট্রাম্পের সমালোচনা করে বলেন, ‘আপনি সংবিধান; আইনের শাসন ও গণতন্ত্রকে ধ্বংস করে দিয়েছেন।’
এ সময় বাইডেন নিউ ইয়র্ক, ভার্জিনিয়া এবং নিউ জার্সিতে ডেমোক্র্যাটিক পার্টির সাম্প্রতিক বিশাল জয়ের জন্য আনন্দ প্রকাশ করেন। তিনি বলেন, ‘ডেমোক্র্যাটিক পার্টি ফিরে এসেছে। আমেরিকান জনগণ ট্রাম্প এবং তার সমর্থকদের কাছে একটি বার্তা পাঠাচ্ছে, তার নীতির নিন্দা করছে।’
তিনি আরও বলেন, ‘যুক্তরাষ্ট্রেও গণতন্ত্র নিশ্চিত নয়। আমাদের অবশ্যই এর জন্য লড়াই করতে হবে। আমাদের এমন নেতা নির্বাচন করতে হবে, যারা গণতন্ত্রকে রক্ষা করে এবং সমুন্নত রাখে।’
বাইডেন ২০২১ থেকে ২০২৫ সাল পর্যন্ত প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করেন। তিনি প্রথমে পুনর্নির্বাচনের পরিকল্পনা করেছিলেন, কিন্তু ট্রাম্পের সঙ্গে টেলিভিশন বিতর্কে খারাপ পারফরম্যান্সের পর তিনি নির্বাচন থেকে সরে আসেন। কমলা হ্যারিস এই পদে প্রতিদ্বন্দ্বিতা করেন, কিন্তু ২০২৫ সালের নভেম্বরের নির্বাচনে ট্রাম্পের কাছে হেরে যান।




যুক্তরাষ্ট্রে ট্রাম্পের কি একচ্ছত্র ক্ষমতা ম্লান হতে শুরু হয়েছে
যুক্তরাষ্ট্রে প্রথম বাংলাদেশি বংশোদ্ভূত বিচারপতি সোমা সাঈদ
জোহরান মামদানিকে বেছে নিয়ে আমরা সার্বভৌমত্ব হারিয়েছি: ডোনাল্ড ট্রাম্প
যুক্তরাষ্ট্রের তিন নির্বাচনে ডেমোক্র্যাটদের বিপুল জয়, প্রথম পরীক্ষায় হারলেন ট্রাম্প
নিউইয়র্কের প্রথম মুসলিম মেয়র হলেন জোহরান মামদানি
নিউইয়র্কে মেয়র নির্বাচনের ভোটগ্রহণ শুরু
যুক্তরাষ্ট্রের পারমাণবিক অস্ত্র দিয়ে পৃথিবীকে ১৫০বার ধ্বংস করা সম্ভব: ট্রাম্প
আবারও প্রেসিডেন্ট হওয়ার পরিকল্পনা করছেন ট্রাম্প: প্রাক্তন উপদেষ্টা
বাংলাদেশ রোহিঙ্গাদের পেছনে আর অর্থ খরচ করতে চাই না: ড. খলিলুর 