শিরোনাম:
●   তারেক রহমানের সঙ্গে ইইউ’র প্রধান পর্যবেক্ষকের সাক্ষাৎ ●   তারেক রহমানের সঙ্গে ভারতীয় হাইকমিশনারের বৈঠক ●   ওয়াশিংটনে নিরাপত্তা উপদেষ্টার সঙ্গে আন্ডার সেক্রেটারি জরুরি বৈঠক ●   প্রতিশ্রুত অর্থ দিতে ট্রাম্প আইনত বাধ্য: জাতিসংঘ ●   কলম্বিয়ার বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের সামরিক অভিযানের ‘বাস্তব হুমকি’ আছে: পেত্রো ●   বিক্ষোভকারীরা ট্রাম্পকে খুশি করতে চাইছেন: খামেনি ●   ফিলিস্তিনিদের নিজ ভূমিতে শান্তিতে বসবাসের অধিকার আছে: পোপ ●   আটলান্টিকে দুটি তেলের জাহাজ আটকালো অ্যামেরিকা ●   ভারতীয়দের ভিসা দেওয়া ‘সীমিত’ করল বাংলাদেশ ●   যুক্তরাষ্ট্রের ভিসা বন্ড দুঃখজনক: পররাষ্ট্র উপদেষ্টা
ঢাকা, রবিবার, ১১ জানুয়ারী ২০২৬, ২৭ পৌষ ১৪৩২
BBC24 News
শুক্রবার, ৯ জানুয়ারী ২০২৬
প্রথম পাতা » আর্ন্তজাতিক | পরিবেশ ও জলবায়ু | শিরোনাম » কলম্বিয়ার বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের সামরিক অভিযানের ‘বাস্তব হুমকি’ আছে: পেত্রো
প্রথম পাতা » আর্ন্তজাতিক | পরিবেশ ও জলবায়ু | শিরোনাম » কলম্বিয়ার বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের সামরিক অভিযানের ‘বাস্তব হুমকি’ আছে: পেত্রো
৭৮ বার পঠিত
শুক্রবার, ৯ জানুয়ারী ২০২৬
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

কলম্বিয়ার বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের সামরিক অভিযানের ‘বাস্তব হুমকি’ আছে: পেত্রো

---বিবিসি২৪নিউজ,আন্তর্জাতিক ডেস্ক: কলম্বিয়ার বিরুদ্ধে এখন যুক্তরাষ্ট্রের সামরিক অভিযানের বাস্তব হুমকি আছে বলে মন্তব্য করেছেন দেশটির প্রেসিডেন্ট গুস্তাভো পেত্রো। বিবিসি-কে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এ মন্তব্য করেন।

পেত্রো বলেন, যুক্তরাষ্ট্র অন্যান্য দেশকে নিজেদের সাম্রাজ্যের অংশ হিসেবে গণ্য করছে। মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প কলম্বিয়ার বিরুদ্ধে সামরিক ব্যবস্থা নেওয়ার হুমকি দেওয়ার পরই পেত্রো এ মন্তব্য করলেন।

তিনি বলেন, যুক্তরাষ্ট্র বিশ্বের ওপর আধিপত্য করা থেকে বিশ্ব থেকে বিচ্ছিন্ন হওযার ঝুঁকি নিচ্ছে। যুক্তরাষ্ট্রের অভিবাসন এবং কাস্টমস এনফোর্সমেন্ট (আইসিই) এজেন্টরা নাৎসি ব্রিগেডের মতো কাজ করছে বলেও তিনি অভিযোগ করেন।

যুক্তরাষ্ট্র থেকে অবৈধ অভিবাসী তাড়ানো এবং অপরাধ দমনে ট্রাম্প আইসিই’র অভিযান উল্লেখযোগ্যভাবে বাড়িয়েছেন।

ভেনেজুয়েলায় যুক্তরাষ্ট্রের হামলা এবং প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে আটকের পর ট্রাম্প এক মন্তব্যে বলেছেন, কলম্বিয়ায় সামরিক অভিযান কথাটিও ‘ভাল শোনায়’।

কলম্বিয়ার প্রেসিডেন্ট যেন নিজের পশ্চাদ্দেশ সামলে চলেন এমন কথাও ট্রাম্প বলেছেন। একথার তীব্র নিন্দা জানিয়েছেন পেত্রো।

বুধবার ট্রাম্প এবং পেত্রো ফোনে কথা বলেছেন। এরপর ট্রাম্প হোয়াইট হাউজে পেত্রোকে আমন্ত্রণ জানান। পেত্রোর সঙ্গে আলোচনাকে খুব সম্মানজনক বলেও ট্রুথ স্যোশালে মন্তব্য করেন ট্রাম্প।

তবে বৃহস্পতিবারই পেত্রোর কথার সুরে এমন ইঙ্গিতই পাওয়া গেছে যে সম্পর্কের উল্লেখযোগ্য উন্নতি হয়নি। বিবিসি-কে পেত্রো বলেন, এক ঘণ্টার কম সময়ের ফোনালাপের বেশিরভাগটাই তাকে জুড়েই ছিল এবং কলম্বিয়ায় মাদক-পাচার নিয়ে ছিল।

কলম্বিয়ার প্রেসিডেন্ট পেত্রো যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ট্রাম্পের অবৈধ অভিবাসী ধরপাকড় অভিযানের নিন্দা করে বলেছেন, এটি চলতে থাকলে বিশ্বে যুক্তরাষ্ট্র আধিপত্য করার বদলে বরং বিশ্ব তেকে বিচ্ছিন্ন হয়ে পড়বে। আর বিশ্ব থেকে বিচ্ছিন্ন হয়ে কোনও সাম্রাজ্য গঠিত হতে পারে।

২০২৫ সালের জানুয়ারিতে ট্রাম্প হোয়াইট হাউজে ফিরে আসার পর থেকে তার সঙ্গে পেত্রোর সম্পর্ক হিমশীতল হয়ে ওঠে।

ট্রাম্প কোনো প্রমাণ ছাড়াই বারবার পেত্রোর প্রশাসনকে যুক্তরাষ্ট্রে কোকেনের অবিচ্ছিন্ন একটি প্রবাহ সক্ষম করার জন্য দায়ী করে আসতে থাকেন আর অক্টোবরে কলম্বিয়ার নেতার ওপর নিষেধাজ্ঞা জারি করেন।

রোববার ট্রাম্প পেত্রোকে একজন ‘অসুস্থ মানুষ, যিনি কোকেন তৈরি করতে আর তা যুক্তরাষ্ট্রে বিক্রি করতে পছন্দ করেন’ বলে মন্তব্য করেছিলেন।

পেত্রো সেপ্টেম্বরে জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিতে নিউ ইয়র্কে গিয়েছিলেন। অধিবেশনের বৈঠকের পর তিনি নিউ ইয়র্কে ফিলিস্তিনপন্থি এক বিক্ষোভ মিছিলে যোগ দেন ও মার্কিন সেনাদের ‘ট্রাম্পের আদেশ না মানার’ আহ্বান জানান। এর প্রতিক্রিয়ায় যুক্তরাষ্ট্র পেত্রোর ভিসা বাতিল করে।

পেত্রো গাজায় ইসরায়েলির যুদ্ধেরও তীব্র বিরোধী। ট্রাম্প গাজা ‘গণহত্যায় জড়িত’ বলে অভিযোগ করেছেন তিনি। এর পাশাপাশি ক্যারিবীয় সাগরে সন্দেহভাজন মাদকবাহী নৌযানে ক্ষেপণাস্ত্র হামলার জন্য ট্রাম্পের বিরুদ্ধে ‘ফৌজদারি প্রক্রিয়া’ শুরু করার আহ্বান জানিয়েছিলেন।

ট্রাম্প প্রশাসন সেপ্টেম্বর থেকে ক্যারিবীয় সাগরে ও প্রশান্ত মহাসাগরের পূর্বাঞ্চলে মাদক পাচারে নিয়োজিত বলে সন্দেহ করা নৌযানগুলোতে ৩০বারেরও বেশি হামলা হামলা চালিয়েছে। এসব হামলায় অন্তত ১১০ জন নিহত হয়েছেন।



আর্কাইভ

তারেক রহমানের সঙ্গে ইইউ’র প্রধান পর্যবেক্ষকের সাক্ষাৎ
তারেক রহমানের সঙ্গে ভারতীয় হাইকমিশনারের বৈঠক
ওয়াশিংটনে নিরাপত্তা উপদেষ্টার সঙ্গে আন্ডার সেক্রেটারি জরুরি বৈঠক
আটলান্টিকে দুটি তেলের জাহাজ আটকালো অ্যামেরিকা
ভারতীয়দের ভিসা দেওয়া ‘সীমিত’ করল বাংলাদেশ
ইরানে বিক্ষোভকারীদের সংঘাত-প্রাণহানি ৩৪
ভারতের ওপর ৫০০ শতাংশ শুল্ক আরোপ করলেন ট্রাম্প
বাংলাদেশের সঙ্গে প্রতিরক্ষা চুক্তি, জেএফ–১৭ যুদ্ধবিমান বিক্রিতে নজর পাকিস্তানের
মার্কিন ভিসা বন্ডের তালিকায় বাংলাদেশসহ ৩৮ দেশ, লাগবে সাড়ে ১৮ লাখ টাকা পর্যন্ত
ইরানে বিক্ষোভ ও ব্যাপক সহিংসতা: নিহত বেড়ে ৩৫, গ্রেপ্তার ১২ শতাধিক