সোমবার, ১৯ জানুয়ারী ২০২৬
প্রথম পাতা » জীবনযাপন | নির্বাচন | পরিবেশ ও জলবায়ু | প্রিয়দেশ | শিরোনাম » কোনো পক্ষপাত করিনি: সিইসি
কোনো পক্ষপাত করিনি: সিইসি
বিবিসি২৪নিউজ,নিজস্ব প্রতিবেদক ঢাকা: নির্বাচন কমিশন (ইসি) কোনো ধরনের পক্ষপাতিত্ব ছাড়াই আপিল শুনানি সম্পন্ন করেছে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন। তিনি বলেছেন, সবার অংশগ্রহণ নিশ্চিত করাই ইসির মূল লক্ষ্য। রোববার (১৮ জানুয়ারি) নির্বাচন ভবনে টানা নয় দিনের আপিল শুনানি শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।
সিইসি বলেন, “অনেকে আমাদের সমালোচনা করতে পারেন। তবে আপনারা দেখেছেন, অংশগ্রহণমূলক নির্বাচন নিশ্চিত করতে আমরা স্বতন্ত্র প্রার্থীদের জন্য ১ শতাংশ ভোটারের সমর্থনসূচক স্বাক্ষরের শর্ত শিথিল করেছি। আমরা চাই একটি সুন্দর ও সবার অংশগ্রহণে নির্বাচন হোক। তবে এর জন্য আপনাদের সহযোগিতাও জরুরি।”
তিনি আরও বলেন, “আমি আমার এবং আমার টিমের পক্ষ থেকে স্পষ্টভাবে বলতে চাই—আমরা কোনো পক্ষপাত করে কোনো সিদ্ধান্ত নেইনি। অনেক বিচার-বিবেচনা এবং মহান আল্লাহর ওপর ভরসা রেখে আমরা সিদ্ধান্ত নিয়েছি।”
আপিল শুনানিতে প্রার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের প্রশংসা করে সিইসি বলেন, “আপনারা যেভাবে যুক্তি উপস্থাপন করেছেন এবং প্রশ্নোত্তরে অংশ নিয়েছেন, তা দেখে আমি অভিভূত। আমাদের আলেম-ওলামারা একে ‘বাহাস’ বলেন। এই ধৈর্যশীল আচরণের জন্য নির্বাচন কমিশনের পক্ষ থেকে আপনাদের মোবারকবাদ।”
তিনি জানান, সকাল থেকে রাত পর্যন্ত ধৈর্য ধরে উপস্থিত থেকে প্রার্থীরা ইসিকে সহযোগিতা করেছেন, যার জন্য কমিশন কৃতজ্ঞ।
এ সময় নির্বাচন কমিশনার আবুল ফজল মো. সানাউল্লাহ বলেন, “কিছু ঋণ খেলাপি প্রার্থীর বিষয়ে ছাড় দিতে গিয়ে আমাদের কষ্ট হয়েছে। তবে আইন যেহেতু তাদের প্রার্থিতা অনুমোদন করেছে, সে কারণে বাধ্য হয়েই আমরা তা বৈধ করেছি।”




এলপিজি আমদানির অনুমতি দিল সরকার
আমলাতন্ত্রের কাছে নতিস্বীকার করেছে অন্তর্বর্তী সরকার: টিআইবি
শীতে কাঁপছে উত্তরাঞ্চল, তেঁতুলিয়া তাপমাত্রা নেমেছে ১২.৮ ডিগ্রিতে
বাংলাদেশিদের গড় আয়ু কমছে সাড়ে ৫ বছর
রাজনৈতিক নতুন দল গঠন করছেন ইলন মাস্ক
জাতীয় ন্যূনতম মজুরি’ শ্রমিকদের ন্যায্য দাবি নিশ্চিত করবে?
অভিষেক বচ্চন আমার উত্তরাধিকারী নয়: অমিতাভ বচ্চন
ঢাকার বাতাস আজ ‘খুবই অস্বাস্থ্যকর’
সারজিস আলমসহ ৪৫ জনের পাসপোর্ট জব্দ করেছে সেনাবাহিনী 