শনিবার, ৮ ফেব্রুয়ারী ২০২০
প্রথম পাতা » আর্ন্তজাতিক | শিরোনাম | সাবলিড » রুমাল ব্যবহারে সাবধান, লুকিয়ে থাকতে পারে প্রাণঘাতী করোনাভাইরাস!
রুমাল ব্যবহারে সাবধান, লুকিয়ে থাকতে পারে প্রাণঘাতী করোনাভাইরাস!
বিবিসি২৪নিউজ,নিজস্ব প্রতিবেদক: চীনে মহামারী আকার ধারণ করেছে প্রাণঘাতী করোনাভাইরাস। এরই মধ্যে এই ভাইরাসে আক্রান্ত প্রাণ হারিয়েছেন ৭২২ জন। আক্রান্ত হয়েছেন ৩৪ হাজারের বেশি মানুষ।ইতোমধ্যে এই ভাইরাসে চীনের বাইরে ২৫টি দেশে ছড়িয়ে পড়েছে। সেসব দেশে আক্রান্ত হয়েছেন আরও কমপক্ষে ৪০০ জন।
ছোঁয়াচে এই রোগ দ্রুত ছড়িয়ে পড়ছে বিশ্ববাপী। মূলত হাঁচি-কাশি থেকেই ছড়াচ্ছে এই মরণঘাতী এই ভাইরাস।
এমতাবস্থায় রুমাল ব্যবহারে সাবধান হতে বলেছেন চিকিৎসকরা।
শীত চলে যাওয়ার এই সময়টায় ঘরে ঘরে সর্দি-কাশি। কোনটা যে নিরীহ ঠান্ডা লাগা, আবার কোনটায় যে লুকিয়ে রয়েছে করোনার কাঁটা? পরীক্ষা না করলে তা বোঝা সম্ভব নয়। তবে আপাতভাবে ছোঁয়াচে এই অসুখ ঠেকাতে চিকিৎসকরা বলছেন, সবার আগে নাক ঝাড়ার রুমাল ব্যবহার বন্ধ করতে হবে। ঘনঘন সর্দি এবং কাশি হলেই কফ উঠে আসা, সঙ্গে জ্বর এসবই করোনাভাইরাসের উপসর্গ।
মেডিসিন বিশেষজ্ঞরা জানিয়েছেন, সর্দিকাশির পর রুমালে নাক ঝেড়ে অনেকেই তা রেখে দেন। সে রুমালে লেগে থাকে জীবাণু। ওই রুমাল ভুলবশত কেউ ব্যবহার করলে তার থেকেই ছড়াতে পারে অসুখ। এর চেয়ে ন্যাপকিন ব্যবহার করা অনেক নিরাপদ। একবার ব্যবহার করেই তা ফেলে দেওয়া যায়।
দেখা হলেই হ্যান্ডশেক কিংবা গালে গাল ঠেকিয়ে অভিনন্দন চুম্বন-আপাতত এই ধরনের পাশ্চাত্য সংস্কৃতিকে বিপজ্জনক বলছেন চিকিৎসকরা। বিলেতি এই আচার-ব্যবহারে করোনাভাইরাস ছড়াতে পারে।
একই সঙ্গে বাঙালি সংস্কৃতিতে করোনা ঠেকানোর দাওয়াই রয়েছে বলে জানিয়েছেন চিকিৎসকরা। চিকিৎসকরা বলছেন, হাত যতটা সম্ভব পরিষ্কার রাখা যায় ততই দূরে সরিয়ে রাখা যাবে ছোঁয়াচে এই ভাইরাসকে। সূত্র: সংবাদ প্রতিদিন




বাংলাদেশে নতুন মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসেন
সরকারের উচিত সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করা: ভলকার তুর্ক
বাংলাদেশের বিষয়ে নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে ভারত: দিল্লিস্থ বাংলাদেশ দূতাবাস
আগেভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্কে ‘টানাপোড়েন আছে’: পররাষ্ট্র উপদেষ্টা
যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞার তালিকায় আরও ৫ দেশ
বাংলাদেশে নির্বাচন পর্যবেক্ষণ মিশন নিয়োজিত করেছে ইইউ
বিবিসির বিরুদ্ধে মানহানির মামলা করলেন: ট্রাম্প
১৯৭১ সালের ১৬ ডিসেম্বর ছিল পাকিস্তানের বিরুদ্ধে ভারতের বিজয়, মোদীর পোস্ট
ইউরোপের বাজারে পোশাক রপ্তানি ধীরগতি
বাংলাদেশের দাবি প্রত্যাখ্যান করেছেন ভারত 