বুধবার, ৮ এপ্রিল ২০২০
প্রথম পাতা » জেলার খবর » ব্রাহ্মণবাড়িয়ায় করোনা উপসর্গ নিয়ে মালয়েশিয়াফেরত একজনের মৃত্যু
ব্রাহ্মণবাড়িয়ায় করোনা উপসর্গ নিয়ে মালয়েশিয়াফেরত একজনের মৃত্যু
বিবিসি২৪নিউজ,নিজস্ব প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়ার নাসির উপজেলায় করোনাভাইরাসের উপসর্গ নিয়ে মালয়েশিয়াফেরত এক ব্যক্তির মৃত্যুর পর একটি বাড়ি অবরুদ্ধ করেছে প্রশাসন।
৩৫ বছর বয়সী এই ব্যক্তি মঙ্গলবার রাতে উপজেলার গোকর্ণ ইউনিয়নের জেঠাগ্রামের মকবুলপুরে তার শ্বশুরবাড়িতে মারা যান।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নাজমা আশরাফী জানান, ওই ব্যক্তি মালয়েশিয়া থেকে ফেরার পর হোম কোয়ারেন্টিনে ছিলেন। গত ১ এপ্রিল তার কোয়ারেন্টিনের মেয়াদ শেষ হয়। পরে তিনি তার শ্বশুরবাড়ি বেড়াতে যান। সেখানে মঙ্গলবার রাতে শ্বাসকষ্ট নিয়ে তিনি মারা যান।
ইউএনও ওই ব্যক্তির পরিবারের বরাতে বলেন, “মৃত্যুর আগে তার করোনাভাইরাসের উপসর্গ দেখা দিয়েছিল। তিনি পরীক্ষা করালে টাইফয়েড ধরা পড়ে। তবে কী কারণে তিনি মারা গেছেন তা পরীক্ষা না করা পর্যন্ত বলা যাচ্ছে না।”
তিনি করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন কিনা তা পরীক্ষার জন্য নমুনা সংগ্রহ করে ঢাকায় পাঠানোর ব্যবস্থা নেওয়া হয়েছে বলে তিনি জানান।
ইউএনও বলেন, “এ ঘটনায় জেঠাগ্রামে তার শ্বশুরবাড়ি অবরুদ্ধ করে রাখা হয়েছে। পরিস্থিতি দেখে বিশেষজ্ঞরা প্রয়োজন মনে করলে পুরো গ্রাম অবরুদ্ধ করা হবে।”




চট্টগ্রামে কনসার্টে ‘জয় বাংলা’ স্লোগানের জেরে গোলাগুলি
খাগড়াছড়িতে নিহত ৩, গুইমারায় থমথমে পরিস্থিতি
কক্সবাজারে পিটার হাসের সঙ্গে এনসিপি নেতাদের বৈঠক
গোপালগঞ্জের হত্যার ঘটনায় কেন ময়নাতদন্ত হয়নি
গোপালগঞ্জে গুলিবিদ্ধ আরও ১ জনের মৃত্যু, নিহত বেড়ে ৫
গোপালগঞ্জে ৪ মৃত্যুর দায় সরকার এড়াতে পারে না: আইন ও সালিশ কেন্দ্র
খাগড়াছড়িতে কিশোরীকে দলবদ্ধ ধর্ষণ, গ্রেপ্তার ৪
সেনা-পুলিশ পাহারায় গোপালগঞ্জ ছাড়লেন এনসিপিরনেতারা
গোপালগঞ্জে কারফিউ জারি
গোপালগঞ্জ রণক্ষেত্র, ১৪৪ ধারা জারি 