বৃহস্পতিবার, ২৮ মে ২০২০
প্রথম পাতা » আর্ন্তজাতিক | এশিয়া-মধ্যপ্রাচ্য | শিরোনাম | সাবলিড » আবারো ইরাক ও তুরস্কের সঙ্গে সীমান্ত উন্মুক্ত করছে-ইরান
আবারো ইরাক ও তুরস্কের সঙ্গে সীমান্ত উন্মুক্ত করছে-ইরান
বিবিসি২৪নিউজ,আন্তর্জাতিক ডেস্ক: প্রাণঘাতী করোনাভাইরাসের কারণে ইরান প্রতিবেশী ইরাক ও তুরস্কের সঙ্গে আবারো সীমান্ত উন্মুক্ত করছে। বেশি কিছুদিন ধরে এ দুই দেশের সঙ্গে সীমান্ত বন্ধ রেখেছিল ইরান। এরইমধ্যে গতকাল (বুধবার) তুরস্কের সঙ্গে বাজারগান সীমান্ত খুলে দেয়া হয়েছে।
অন্যদিকে,আগামী সপ্তাহে ইরাক তার শালামচে সীমান্ত খুলে দেবে। এছাড়া, ইরাকি গণমাধ্যমের খবর অনুসারে, আগামী এক সপ্তাহের মধ্যে খুলে যাবে মেহরান সীমান্ত। বন্ধের আগে ইরান থেকে প্রতিদিন শালামচে সীমান্ত দিয়ে ইরাকে ৩০০ থেকে ৪০০ ট্রাক যেত।
বসন্ত শুরু কয়েকদিন আগে ইরান ও তুরস্কের মধ্যবর্তী বাজারগান সীমান্ত বন্ধ করে দেয়া হয়। সে সময় ইরানে করোনাভাইরাসের মহামারী শুরু হয়। তবে সীমান্ত পয়েন্টগুলো বন্ধ হলেও ইরান তার প্রতিবেশী দেশ ইরাকের জন্য প্রয়োজনীয় জরুরি পণ্য সমুদ্রপথে পাঠিয়েছে। এছাড়া, কুর্দিস্তানের পারভিজ খান সীমান্ত পয়েন্ট দিয়েও কিছু কিছু পণ্য পাঠানো হয় ইরাকে।
প্রতিবেশী দেশগুলোর সঙ্গে ইরানের ৩১টি সীমান্ত পয়েন্ট রয়েছে তার মধ্যে বর্তমানে ১৭টি খোলা হয়েছে এবং সেগুলো সক্রিয় রয়েছে।




তোমার স্ত্রী কয়টা?’- সিরিয়ার প্রেসিডেন্টকে: ট্রাম্প
ভারতীয় উপহাইকমিশনারকে তলব, গণমাধ্যমের সঙ্গে হাসিনার কথা বলা বন্ধের আহ্বান
দিল্লিতে বিস্ফোরণ, নিহত বেড়ে ১৩
ভারতের প্রতিরক্ষামন্ত্রীর মন্তব্য ‘কূটনৈতিক সৌজন্যের পরিপন্থী’
আগামী মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে ‘এগিয়ে থাকা রিপাবলিকান প্রার্থী জেডি ভ্যান্স’
ট্রাম্প যুক্তরাষ্ট্রকে বিব্রত করছেন: বাইডেন
বক্তব্য রাখার ক্ষেত্রে মুহাম্মদ ইউনূসের খেয়াল রাখা উচিত, রাজনাথ সিংহ
ফিলিপাইনে ভয়াবহ ঘূর্ণিঝড়ের তাণ্ডবে মৃতের সংখ্যা বেড়ে ১৮৮ জনে দাঁড়িয়েছে
যুক্তরাষ্ট্রে ট্রাম্পের কি একচ্ছত্র ক্ষমতা ম্লান হতে শুরু হয়েছে
যুক্তরাষ্ট্রে প্রথম বাংলাদেশি বংশোদ্ভূত বিচারপতি সোমা সাঈদ 