বুধবার, ৩ জুন ২০২০
প্রথম পাতা » পরিবেশ ও জলবায়ু | প্রিয়দেশ | বিশেষ প্রতিবেদন | শিরোনাম » প্রযুক্তি সুরক্ষা-জলজ সম্পদের টেকসই ব্যবহারে আন্তর্জাতিক সহযোগিতা চাই-প্রধানমন্ত্রী
প্রযুক্তি সুরক্ষা-জলজ সম্পদের টেকসই ব্যবহারে আন্তর্জাতিক সহযোগিতা চাই-প্রধানমন্ত্রী
বিবিসি২৪নিউজ,নিজস্ব প্রতিবেদক,ঢাকা: সুইজারল্যান্ডে বিশ্ব অর্থনৈতিক ফোরাম আয়োজিত ‘ভার্চ্যুয়াল মহাসাগর সংলাপ’ দেওয়া বক্তব্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন,মহাসাগরের ও অন্যান্য জলজ সম্পদের টেকসই ব্যবহার নিশ্চিতে আন্তর্জাতিক সহযোগিতা বাড়াতে চাই।
এ জন্ যতিনি তিনটি প্রস্তাবও দেন তিনি। পাঁচ দিনব্যাপী এ সংলাপ গত ১ জুন শুরু হয়।বুধবার (০৩ জুন) রাতে ভিডিও কনফারেন্সের মাধ্যমে বিশ্ব অর্থনৈতিক ফোরাম আয়োজিত ‘ভার্চ্যুয়াল মহাসাগর সংলাপ’ দেওয়া বক্তব্যে এ আহ্বান জানান ।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, মহাসাগরের ও অন্যান্য জলজ সম্পদের টেকসই ব্যবহার নিশ্চিতের জন্য, বিশেষ করে প্রযুক্তি সুরক্ষা এবং বাজারে পণ্য প্রবেশে আন্তর্জাতিক সহযোগিতা আরও বাড়াতে হবে।
তিনি বলেন, ভবিষ্যতের প্রজন্মকে সবল করে গড়ে তোলার জন্য সমুদ্রসম্পদ গুরুত্বপূর্ণ। কাজেই আসুন আমরা হাতে হাত রেখে সমুদ্র অ্যাকশনের জন্য আমাদের প্রতিশ্রুতির নবায়ণ করি।
মহাসাগর ও অন্যান্য জলজ সম্পদের টেকসই ব্যবহারে বৈশ্বিক সহযোগিতা বাড়ানোর জন্য তিন দফা প্রস্তাবও রাখেন প্রধানমন্ত্রী।
প্রধানমন্ত্রী তার প্রথম প্রস্তাবে সামুদ্রিক সম্পদের পরিপূর্ণ সম্ভাবনাকে কাজে লাগানোর জন্য গুরুত্বপূর্ণ প্রয়োজনীয় সম্পদ, সক্ষমতা ও প্রযুক্তিসহ উন্নয়নশীল দেশগুলোকে সহায়তা করার আহ্বান জানান।
দ্বিতীয় প্রস্তাবটিতে আঞ্চলিক মাছের উৎপাদন উল্লেখযোগ্যভাবে বাড়ানো ও অবৈধ, অননুমোদিত ও অনিয়ন্ত্রিত মাছ নির্মূল বন্ধের দৃষ্টিভঙ্গি নিয়ে মৎস্য উন্নয়ন বিষয়ে যৌথ গবেষণা পরিচালনার উপর জোর দেন তিনি।
তৃতীয় প্রস্তাবে উপকূলীয় বাসস্থান ও জীববৈচিত্র্য রক্ষায় মাছের উৎস চিহ্নিতকরণ এবং এর ব্যবস্থাপনার ওপর গুরুত্বারোপ করেন শেখ হাসিনা।




পদত্যাগ করেছেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী খোদা বকশ চৌধুরীর
বাংলাদেশের হাইকমিশনারকে ভারতের পাল্টা তলব
ভারতের হাইকমিশনারকে পররাষ্ট্র মন্ত্রণালয়ে জরুরি তলব
দিল্লিতে হাইকমিশনে হামলা নিয়ে ভারতের ব্যাখ্যা প্রত্যাখ্যান বাংলাদেশের
পাকিস্তান মক্কা ও মদিনার রক্ষক হওয়ার সম্মান পেয়েছে : ফিল্ড মার্শাল মুনির
দিল্লিতে বাংলাদেশ হাইকমিশনের সামনে বিক্ষোভ, বিভ্রান্তিকর প্রচারণা : মুখপাত্র
মাস্কের সম্পদমূল্য ৭০০ বিলিয়ন ছাড়াল, ইতিহাসে এই প্রথম
বাংলাদেশে নতুন মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসেন
সরকারের উচিত সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করা: ভলকার তুর্ক
বাংলাদেশে নির্বাচনকে কেন্দ্র করে নিরাপত্তা নিয়ে দূতাবাসগুলোকে আশ্বস্ত করল পররাষ্ট্র মন্ত্রণালয় 