শুক্রবার, ১২ জুন ২০২০
প্রথম পাতা » আমেরিকা | পরিবেশ ও জলবায়ু | শিরোনাম | সাবলিড » আইসিসি কর্মকর্তাদের বিরুদ্ধে নির্বাহী আদেশে স্বাক্ষর করেছেন- ট্রাম্প
আইসিসি কর্মকর্তাদের বিরুদ্ধে নির্বাহী আদেশে স্বাক্ষর করেছেন- ট্রাম্প
বিবিসি২৪নিউজ,ফরিদা ইয়াসমিন,যুক্তরাষ্ট্র থেকে: আফগানিস্তানে যুদ্ধাপরাধের সন্দেহে যুক্তরাষ্ট্র অথবা এর মিত্র দেশসমূহের সামরিক বাহিনীর সদস্যদের বিরুদ্ধে তদন্ত চালালে বা তাদের শাস্তি প্রদান করলে, এ কাজে যুক্ত আন্তর্জাতিক অপরাধ আদালত - আইসিসি’র কর্মকর্তাদের বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপের অনুমতি দিয়ে, একটি নির্বাহী আদেশে স্বাক্ষর করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
আফগানিস্তানে তালিবান যোদ্ধা এবং মার্কিন সেনাবাহিনীর দ্বারা বন্দীদের অত্যাচার সহ কথিত নানারকম যুদ্ধাপরাধের বিষয়ে তদন্ত করতে মার্চ মাসে ট্রাইব্যুনাল যে সিদ্ধান্তে পৌঁছায়, সে সম্পর্কে বৃহস্পতিবার হোয়াইট হাউস একটি বিবৃতি প্রকাশ করে।
বিবৃতিতে বলা হয়, আইসিসি’র পদক্ষেপ যুক্তরাষ্ট্রের জাতীয় সার্বভৌমত্বের ওপর হস্তক্ষেপের হুমকি সৃষ্টি করেছে।
নির্বাহী আদেশে, আদালতের কর্মীদের যুক্তরাষ্ট্রে রাখা সম্পত্তির লেনদেন বন্ধ করে দেওয়ার অনুমতি দেওয়া হয়েছে। এটা করা হবে যদি সেই কর্মীরা তাদের সরকারের অনুমতি ছাড়াই যুক্তরাষ্ট্র বা তার মিত্র দেশসমূহের কোনও সামরিক সদস্যের বিরুদ্ধে তদন্ত চালানো, বা তাকে গ্রেফতার, আটক অথবা শাস্তি প্রদানের আইসিসি’র কোনও প্রচেষ্টায় সরাসরি যুক্ত, সেই প্রমাণ পাওয়া যায়।
নির্বাহী আদেশে এই সকল কর্মী ও তাদের পরিবারের সদস্যদের যুক্তরাষ্ট্রে প্রবেশ নিষিদ্ধ করার অনুমতিও দেওয়া হয়েছে।
এক সংবাদ সম্মেলনে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও বলেন, “ক্যাঙ্গারু আদালত দ্বারা নিজেদের লোকেদের হুমকির মুখে পড়তে দেখলে সরকার কখনই চুপ করে থাকবে না”।




ভেনেজুয়েলায় নির্বাচন কবে, জানাল হোয়াইট হাউস
নিজেকে ভেনেজুয়েলার ‘ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট’ ঘোষণা করলেন ট্রাম্প
ওয়াশিংটনে নিরাপত্তা উপদেষ্টার সঙ্গে আন্ডার সেক্রেটারি জরুরি বৈঠক
প্রতিশ্রুত অর্থ দিতে ট্রাম্প আইনত বাধ্য: জাতিসংঘ
আটলান্টিকে দুটি তেলের জাহাজ আটকালো অ্যামেরিকা
মার্কিন ভিসা বন্ডের তালিকায় বাংলাদেশসহ ৩৮ দেশ, লাগবে সাড়ে ১৮ লাখ টাকা পর্যন্ত
ভেনেজুয়েলায় প্রেসিডেন্ট মাদুরোকে আটক ‘সবকিছুই তেলের জন্য’
হামলা চালিয়ে মাদুরোকে আটক আন্তর্জাতিক আইনের লঙ্ঘন: মেয়র মামদানি
ভেনেজুয়েলায় যুক্তরাষ্ট্রের হামলা ও মাদুরোকে তুলে নেওয়ার নিন্দায় রাশিয়াসহ বিশ্বের অনেক দেশ 