সোমবার, ১৫ জুন ২০২০
প্রথম পাতা » আর্ন্তজাতিক | ইউরোপ | শিরোনাম | সাবলিড » ইউরোপের দেশ ফ্রান্স ‘প্রথম করোনা মুক্ত : ম্যাক্রোঁ
ইউরোপের দেশ ফ্রান্স ‘প্রথম করোনা মুক্ত : ম্যাক্রোঁ
বিবিসি২৪নিউজ,আবু তাহের,ফ্রান্স -প্যারিস থেকে: ইউরোপের দেশ ফ্রান্সের রাজধানী প্যারিসসহ গোটা দেশ সোমবার থেকে ‘গ্রিন জোনে’ পরিণত হবে বলে ঘোষণা দিয়েছেন দেশটির প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাক্রোঁ। করোনার সংক্রমণ কমে যাওয়ায় ফ্রান্সের কোভিড-১৯ পরিস্থিতি নিয়ন্ত্রণে এসেছে। তিনি একে ফ্রান্সের করোনা প্রতিরোধের ‘প্রথম বিজয়’ হিসেবে অভিহিত করেছেন।আলজাজিরার প্রতিবেদন অনুযায়ী ফ্রান্সের প্রেসিডেন্ট এক টেলিভিশন ভাষণে বলেছেন, ‘মহামারিটির বিরুদ্ধে আমাদের লড়াই এখনো শেষ হয়নি কিন্তু ভাইরাসটির বিরুদ্ধে এই প্রথম বিজয়ে আমি দারুণ খুশি। এর মাধ্যমে আমরা যা শিখলাম আমি তার সবকিছু থেকে শিক্ষা নিতে চাই।’
প্রেসিডেন্ট ম্যাক্রোঁ আরও বলেন, তার দেশ এবং ইউরোপকে অন্যান্য রাষ্ট্রগুলোর ওপর কম নির্ভরশীল করার জন্য এখন থেকে তিনি কাজ করবেন, কারণ মহামারিটি ‘কিছু বিষয়ে হাত পেতে অন্যান্য মহাদেশের প্রতি আমাদের নির্ভরতার বিষয়টিকে উন্মোচিত করেছে।’
ফ্রান্সে করোনা রোধ সংক্রান্ত বিধিনিষেধ অনেকটা শিথিল হয়ে ‘গ্রিন জোনে’ রুপান্তরিত হওয়ায় প্রায় সবকিছু স্বাভাবিক হবে। পুরোদমে চালু হবে প্যারিসের ক্যাফে এবং রেস্তোরাঁগুলো। এতদিন শুধু উঠোন বা চত্বরের জন্য ক্যাফে ও রেস্তোরাঁগুলো খোলা রাখার অনুমতি ছিল।
প্রাদুর্ভাব শুরুর পর ফ্রান্সে ভাইরাসটিতে সংক্রমিত হিসেবে শনাক্ত মানুষের সংখ্যা ১ লাখ ৫৭ হাজারের বেশি। আক্রান্তদের মধ্যে ২৯ হাজার ৪০৭ জনের মৃত্যু হয়েছে। সুস্থ রোগীর সংখ্যা প্রায় ৭৩ হাজার। দেশটিতে এখন দৈনিক আক্রান্ত চারশো এর নিচে নেমেছে; মৃত্যুর সংখ্যাও কমে হয়েছে ১০ এর কম।




ইসরাইলের বিরুদ্ধে জাতিসংঘকে নিষেধাজ্ঞার আহ্বান ইহুদিদের
আবারও প্রেসিডেন্ট হওয়ার পরিকল্পনা করছেন ট্রাম্প: প্রাক্তন উপদেষ্টা
মধ্যপ্রাচ্য পশ্চিম তীর যুক্ত করার বিল অনুমোদন করলো ইসরায়েল
পুতিনের সঙ্গে বৈঠক স্থগিত করল হোয়াইট হাউস
ড. ইউনূসকে ৬ আন্তর্জাতিক সংগঠনের চিঠি গুম–খুনের বিচার নিশ্চিত, আ.লীগের কার্যক্রমে নিষেধাজ্ঞা প্রত্যাহারের আহ্বান
শান্তিরক্ষা মিশন থেকে বাংলাদেশের কন্টিনজেন্ট ফেরত পাঠানো নিয়ে প্রশ্ন
ইউক্রেন যুদ্ধ নিয়ে হাঙ্গেরিতে ট্রাম্প-পুটিন বৈঠক
বিশ্বে জলবায়ু পরিবর্তনে দারিদ্র্যে ভুগছে ১১০ কোটি মানুষ: জাতিসংঘ
সাড়ে ৩০০ ড্রোন-ক্ষেপণাস্ত্র দিয়ে ইউক্রেনে রাশিয়ার হামলা
মাদাগাস্কারের রাষ্ট্র ক্ষমতা দখল করলো সেনাবাহিনী 