মঙ্গলবার, ৩০ জুন ২০২০
প্রথম পাতা » আর্ন্তজাতিক | এশিয়া-মধ্যপ্রাচ্য | শিরোনাম | সাবলিড » বেইজিং ও তেহরানের কৌশলগত চুক্তি চূড়ান্ত
বেইজিং ও তেহরানের কৌশলগত চুক্তি চূড়ান্ত
বিবিসি২৪নিউজ,আন্তর্জাতিক ডেস্ক : ইরান ও চীনের মধ্যে ২৫ বছরের জন্য কৌশলগত অংশীদারিত্বের ব্যাপারে একটি রোড ম্যাপ চূড়ান্ত করতে সম্মত হয়েছে বেইজিং ও তেহরান। এ রোডম্যাপের বিষয়ে ১৯৯০’র দিকে প্রথম চিন্তা করা হয় কিন্তু দুই পক্ষ এখনো তা বাস্তবায়নের ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে পারে নি।
প্রাচীন সিল্ক রোডের আমল থেকেই ইরান এবং চীনের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্ক ছিল তবে পাশ্চাত্যের দেশগুলো ইরান এবং চীনের সঙ্গে কাজ করার ব্যাপারে অস্বীকৃতি জানানোর পর এই সম্পর্ক কৌশলগত সম্পর্কে রূপ নেয়। ১৯৭৯ সালে ইরানে ইসলামি বিপ্লব সফল হওয়ার পর আমেরিকা তেহরানের সঙ্গে মার্কিন ব্যবসায়ীদের বাণিজ্যে বাধা সৃষ্টি করে।
ইরানি প্রেসিডেন্ট হাসান রুহানি ও চীনা প্রেসিডেন্ট শি জিনপিং
অন্যদিকে ইউরোপের দেশগুলো মার্কিন চাপের মুখে ইরানের সঙ্গে লেনদেন থেকে নিজেদের প্রত্যাহার করে নেয়। এই শূন্যস্থান পূরণ করেছে চীন এবং দিনে দিনে দু’দেশের সম্পর্ক এমন মজবুত অবস্থায় পৌঁছেছে যা ভেঙে দেয়া অন্য কোন দেশের পক্ষে প্রায় অসম্ভব।
মার্কিন নেতৃত্বাধীন পাশ্চাত্যের নানামুখী নিষেধাজ্ঞার সত্ত্বেও এখনো ইরানি তেলের বৃহত্তম ক্রেতা। এছাড়া ইরানের বহু প্রকল্পে চীন বিপুল অঙ্কের বিনিয়োগ রয়েছে।
ইরানি পররাষ্ট্রমন্ত্রী জাওয়াদ জারিফ ও চীনের স্টেট কাউন্সিলর ওয়াং ই
সম্ভাব্য কৌশলগত চুক্তি সম্পর্কে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় গতকাল (সোমবার) জানিয়েছে দুই দেশের মধ্যে চুক্তি এখনো চূড়ান্ত হয় নি তবে এর খসড়া লেখার কাজ সম্পন্ন হলে তা জনসমক্ষে প্রকাশ করা হবে।
চলতি মাসের প্রথম দিকে ইরান সরকারের মুখপাত্র আলী রাবিয়ি সম্ভাব্য কৌশলগত চুক্তিকে ‘সহযোগিতার উইন-উইন পরিকল্পনা’ বলে উল্লেখ করেন। তিনি বলেন, ইসলামি প্রজাতন্ত্র ইরানকে আমেরিকা একঘরে করার চেষ্টা করছে তখনই সহযোগিতামূলক চুক্তি হতে যাচ্ছে।




ইতালি থেকে জঙ্গি বিমান কিনতে সম্মতিপত্র সই বাংলাদেশের
মদ বিক্রির অনুমতি দিল সৌদি সরকার
ভারতে আবারও শুল্ক আরোপের হুমকি ট্রাম্পের
জাপানে ৭.৬ মাত্রার ভূমিকম্পের পর সুনামির আঘাত
বাংলাদেশ ২০২৯ সাল পর্যন্ত যুক্তরাজ্যে শুল্কমুক্ত রপ্তানি সুবিধা পাবে: সারাহ কুক
ভারতেই থাকবেন কি না, সিদ্ধান্ত শেখ হাসিনাই নেবেন: জয়শঙ্কর
যুক্তরাজ্যে বাংলাদেশি ও পাকিস্তানি শিক্ষার্থীদের ভর্তি স্থগিত
দিল্লিতে মোদি-পুতিন বৈঠক, ভারত-রাশিয়া কি চুক্তি হয়েছে?
যুক্তরাষ্ট্রে ভ্রমণ নিষেধাজ্ঞার পরিধি বাড়ছে আর ৩০টির দেশ
ফিফা শান্তি পুরস্কার জিতলেন ডোনাল্ড ট্রাম্প 