বুধবার, ৯ সেপ্টেম্বর ২০২০
প্রথম পাতা » এশিয়া-মধ্যপ্রাচ্য | শিরোনাম | সাবলিড » ভারতে অযোধ্যায় বাবরি মসজিদের পরিবর্তে তৈরি হবে হাসপাতাল
ভারতে অযোধ্যায় বাবরি মসজিদের পরিবর্তে তৈরি হবে হাসপাতাল
বিবিসি২৪নিউজ, অমিত ঘোষ,দিল্লি থেকেঃ অযোধ্যায় বাবরি মসজিদের পরিবর্তে ধন্যিপুর গ্রামে প্রস্তাবিত মসজিদ চত্বরে একটি সুপার স্পেশালিটি অত্যাধুনিক হাসপাতাল তৈরি করা হবে। আজ ওই মসজিদ নির্মাণের জন্য গঠিত ট্রাস্ট ইন্দো ইসলামিক কালচারাল ফাউন্ডেশনের মুখপাত্র আতহার হোসেন এ কথা জানিয়েছেন।
তিনি বলেছেন, ৫ একর জমির মধ্যে মসজিদ ছাড়া এই হাসপাতালের জন্যই সবচেয়ে বেশি জায়গা রাখা হচ্ছে। প্রথমে এটিতে ১০০টি শয্যা থাকবে, তাতে ক্যান্সার থেকে শুরু করে নানা রকমের কঠিন রোগের চিকিৎসা হবে। পরে শয্যা সংখ্যা দ্বিগুণ বাড়িয়ে ২০০ করা হবে।
ওখানে যে মসজিদ ছাড়াও বেশকিছু জনহিতকর কর্মকাণ্ড হবে সে কথা আগেই ঘোষণা করা হয়েছিল। আজ আতহার হোসেন সে ব্যাপারে আর একটু বিস্তারিত জানিয়েছেন। তিনি বলেছেন, মসজিদ আর হাসপাতাল ছাড়া একটি কমিউনিটি কিচেন বা লঙ্গরখানা তৈরি করা হবে, যেখান থেকে রান্না করা খাবার বিতরণ করা হবে। আর থাকবে ইন্দো ইসলামিক রিসার্চ সেন্টার, যেখানে ভারতীয় ও ইসলামি দর্শন নিয়ে পড়াশোনা ও গবেষণা করার ব্যবস্থা থাকবে। তার জন্য একটি লাইব্রেরি ও সংগ্রহশালা থাকবে এবং পৃথিবীর নানা জায়গা থেকে গবেষক ও বিদ্বজ্জনদের আমন্ত্রণ করে আনা হবে, তাঁরা বক্তৃতা দেবেন, আলোচনা সভা করবেন।
আতহার হোসেন বলেন, আমরা যখন সুযোগ পেয়েছি তখন এই মসজিদ চত্বরকে সবার ভালোর জন্য একটা প্রকল্প হিসেবে গড়ে তুলবো, যেখানে সাম্প্রদায়িক সম্প্রীতি হবে মূলকথা।




পাকিস্তান-আফগানিস্তান সংঘাত: কতদূর গড়াতে পারে?
১৫ পাকিস্তানি সেনাকে হত্যার দাবি আফগানিস্তানের
হামাস-ইসরায়েল শান্তিচুক্তিতে গাজাবাসীর আনন্দ উদযাপন
বিশ্বের জন্য মহান দিন আজ, দারুণ ও আনন্দের দিন: ট্রাম্প
চীন থেকে ২৭ হাজার কোটি টাকা ব্যয়ে ২০টি যুদ্ধবিমান কিনছে বাংলাদেশ
অন্যের ওপর দোষ চাপানো বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের ‘অভ্যাস’: ভারত
গাজায় যাচ্ছে আরও ১১টি জাহাজ
গাজা নিয়ে ‘যৌথ সমাধান আসছে: ট্রাম্পের সঙ্গে বৈঠক শেষে এরদোয়ান
ভারতে বিদেশি পণ্য বর্জনের আহ্বান মোদির
সৌদি আরবকে পারমাণবিক কর্মসূচি দেবে পাকিস্তান: খাজা আসিফ 