রবিবার, ৪ অক্টোবর ২০২০
প্রথম পাতা » আইন-আদালত | প্রিয়দেশ | শিরোনাম | সাবলিড » ইডেনের সাবেক অধ্যক্ষ মাহফুজা চৌধুরী হত্যা মামলায় দুই গৃহকর্মীর মৃত্যুদণ্ড
ইডেনের সাবেক অধ্যক্ষ মাহফুজা চৌধুরী হত্যা মামলায় দুই গৃহকর্মীর মৃত্যুদণ্ড
বিবিসি২৪নিউজ, নিজস্ব প্রতিবেদক, ঢাকাঃ রাজধানী ঢাকার ইডেন কলেজের সাবেক অধ্যক্ষ মাহফুজা চৌধুরী পারভীন হত্যাকাণ্ডের ঘটনায় দায়ের করা মামলায় দুই গৃহকর্মীর মৃত্যুদণ্ডের রায় ঘোষণা করেছে বাংলাদেশের একটি আদালত।
মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন গৃহকর্মী রীতা আক্তার ওরফে স্বপ্না ও রুমা ওরফে রেশমা।
স্পেশাল পাবলিক প্রসিকিউটর আবু আব্দুল্লাহ ভুইয়া এই রায়ের বিষয়টি নিশ্চিত করেন।
এর আগে বুধবার রাষ্ট্রপক্ষ ও আসামি পক্ষের যুক্তি উপস্থাপন শুনানি হয়।
তখন রায় ঘোষণার জন্য আজকের তারিখ নির্ধারণ করে দ্রুত বিচার ট্রাইব্যুনাল।
মৃত্যুদণ্ডপ্রাপ্তরা ছাড়াও আরো একজন আসামী ছিলেন এই মামলায়, যিনি এই দুই গৃহকর্মীকে অধ্যক্ষ মাহফুজা চৌধুরীর বাসায় নিয়ে যান।
তার হত্যার সাথে জড়িত থাকার প্রমাণ পাওয়া যায়নি।
তদন্তের গতিপথ অনুযায়ী মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামীদের মোবাইল ফোন উদ্ধার এবং পরে আদালতে স্বীকারোক্তির পরে আদালত এই রায় দেয়।
নিউমার্কেট থানা এই তদন্ত পরিচালনা করে।
আসামী দুইজনের একজন একজন অনেকদিন ধরে ছিলেন, আরেকজন ছিল স্বল্পমেয়াদী গৃহকর্মী।
রেশমা ও রত্নাকে ঘটনার দুই দিন পরই গ্রেফতার করে পুলিশ।
মৃত্যুদণ্ড ছাড়াও দুজনকেই চুরির ঘটনায় সাত বছরের জেল, অনাদায়ে ২৫ হাজার জরিমানা করা হয়েছে।
এই ঘটনার পর রায়ের সাথে পর্যবেক্ষণ হিসেবে আদালত গৃহকমী নিয়োগের ক্ষেত্রে কিছু সুপারিশ করেছে।
গৃহকর্মী নিয়োগের সময় পরিচয় নিশ্চিত হওয়া, নিকটবর্তী থানায় তথ্য সরবরাহ করা, সিভি নেয়া এবং সিভিতে ছবি বাধ্যতামূলক করা, এনআইডি কার্ডের কপি নেয়া।
এছাড়া হুট করে কাউকে গৃহকর্মী না রেখে, অন্তত নব্বই দিন পর্যবেক্ষণ করার কথা বলেছে আদালত।
২০১৯ সালের ১০ই ফেব্রুয়ারি সন্ধ্যায় রাজধানীর এলিফ্যান্ট রোডের নিজ বাসায় খুন হন মাহফুজা চৌধুরী।
এলিফ্যান্ট রোডের সুকন্যা টাওয়ারের একটি ফ্ল্যাটে থাকতেন ইডেন কলেজের সাবেক এই অধ্যক্ষ।
ওই ঘটনায় নিহতের স্বামী ইসমাত কাদির গামা নিউ মার্কেট থানায় বাদী হয়ে একটি হত্যা মামলা দায়ের করেন।




জুলাই আন্দোলনে নিহত ১৮২ মরদেহ উত্তোলন করা হবে
টিউলিপের ২, রেহানার ৭ ও হাসিনার ৫ বছর কারাদণ্ড
পূর্বাচলে প্লট বরাদ্দে দুর্নীতির মামলায় হাসিনা ২১ বছর, জয় ও পুতুলের ৫ কারাদণ্ড
সেনাবাহিনীর ১৩ কর্মকর্তাকে ট্রাইব্যুনালে আনা হয়েছে
বাংলাদেশে তত্ত্বাবধায়ক সরকার পুনর্বহাল, চতুর্দশ সংসদ নির্বাচন থেকে কার্যকর
হাসিনার বিচার সুষ্ঠু ও ন্যায়সঙ্গত কোনোটিই হয়নি: অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল
আসাদুজ্জামানের মৃত্যুদণ্ড, চৌধুরী আবদুল্লাহর ৫ বছরের কারাদণ্ডমৃত্যুদণ্ড
শেখ হাসিনার মৃত্যুদণ্ড
মানবতাবিরোধী অপরাধ: শেখ হাসিনার মামলার রায় সোমবার
যুক্তরাষ্ট্রে প্রথম বাংলাদেশি বংশোদ্ভূত বিচারপতি সোমা সাঈদ 