মঙ্গলবার, ৬ অক্টোবর ২০২০
প্রথম পাতা » এশিয়া-মধ্যপ্রাচ্য | শিরোনাম | সাবলিড » কিরগিজিস্তানে সরকার-বিরোধীরা সংসদ ও প্রেসিডেন্ট ভবন দখল করেছে
কিরগিজিস্তানে সরকার-বিরোধীরা সংসদ ও প্রেসিডেন্ট ভবন দখল করেছে
বিবিসি২৪নিউজ,আন্তর্জাতিক ডেস্কঃ কিরগিজিস্তানের রাজধানী বিশকেকে সরকার-বিরোধী ব্যাপক বিক্ষোভ শুরু হয়েছে এবং বিক্ষোভকারীরা এরইমধ্যে দেশটির সংসদ ভবন ও প্রেসিডেন্ট প্রাসাদ দখল করে নিয়েছে। গত রোববার অনুষ্ঠিত সংসদ নির্বাচনের ফলাফল বাতিলের দাবি থেকে বিক্ষোভের সূত্রপাত এবং এখন তা সরকারের পতনের পর্যায়ে পৌঁছেছে।
বিক্ষোভকারীরা আজ (মঙ্গলবার) সকালে প্রেসিডেন্ট প্রাসাদের প্রধান ফটক ভেঙে ফেলে। ওই প্রাসাদ কম্পাউন্ডে দেশটির নিরাপত্তা বিভাগের সদর দপ্তর অবস্থিত। বিক্ষোভকারীদের আক্রমণের মুখে নিরাপত্তা প্রহরীর অবস্থান ছেড়ে চলে যায়। রুশ বার্তাসংস্থা তাস এ খবর দিয়েছে।
কিরগিজিস্তানের সংসদে ভবনে আগুন
প্রেসিডেন্ট প্রাসাদের কম্পাউন্ডে অবস্থিত অন্য কয়েকটি ভবনে বিক্ষোভকারীরা আগুন লাগিয়ে দেয়। এছাড়া কিরগিজিস্তানের সাবেক প্রেসিডেন্ট আলমাজবেক আতামবায়েভকে বিক্ষোভকারীরা কারাগার থেকে মুক্তি দেয়। দুর্নীতির অভিযোগ এনে গত আগস্ট মাসে তাকে দীর্ঘ মেয়াদে কারাদণ্ড দেয়া হয়েছিল। কিরগিজিস্তানের বর্তমান প্রেসিডেন্ট সুরোনবাই জিনবেকভেল সঙ্গে দ্বন্দ্বের পর তিনি দুর্নীতির দায়ে দোষী সাব্যস্ত হন।
এদিকে, প্রেসিডেন্ট সুরোনবাই কোথায় রয়েছেন তা পরিষ্কার নয়। অবশ্য রুশ বার্তা সংস্থা স্পুৎনিক প্রেসিডেন্ট সুরোনবাইয়ের মুখপাত্রের বরাত দিয়ে জানিয়েছে, প্রেসিডেন্ট রাজধানী বিশকেকে রয়েছেন। চলমান বিক্ষোভ কর্মসূচি এবং সংসদ ভবন দখলের জন্য সাবেক প্রেসিডেন্ট আলমাজবেককে দায়ী করেছেন তিনি




দিল্লিতে বিস্ফোরণ, নিহত বেড়ে ১৩
ফিলিপাইনে ভয়াবহ ঘূর্ণিঝড়ের তাণ্ডবে মৃতের সংখ্যা বেড়ে ১৮৮ জনে দাঁড়িয়েছে
যুদ্ধবিরতি থাকা সত্ত্বেও ত্রাণ পৌঁছাতে বাধা, ক্ষুধায় কাতর গাজাবাসী
সম্রাটদের সমাধিসহ বিশ্বের সবচেয়ে বড় জাদুঘর চালু মিশরে
চীনের জন্য বিশেষ সুযোগ করে দিল যুক্তরাষ্ট্র
পাকিস্তান-আফগানিস্তান সংঘাত: কতদূর গড়াতে পারে?
১৫ পাকিস্তানি সেনাকে হত্যার দাবি আফগানিস্তানের
হামাস-ইসরায়েল শান্তিচুক্তিতে গাজাবাসীর আনন্দ উদযাপন
বিশ্বের জন্য মহান দিন আজ, দারুণ ও আনন্দের দিন: ট্রাম্প
চীন থেকে ২৭ হাজার কোটি টাকা ব্যয়ে ২০টি যুদ্ধবিমান কিনছে বাংলাদেশ 