শিরোনাম:
●   গাজাকে ‘শিশু ও ক্ষুধার্ত মানুষের কবরস্থানে’ পরিণত করছে ইসরাইল: ল্যাজারিনি ●   ইরানি স্পিকারের দাবি ১২ দিনের যুদ্ধে ৫০০ ইসরায়েলি নিহত ●   সায়মা ওয়াজেদকে ছুটিতে পাঠিয়েছে ডব্লিউএইচও: হেলথ পলিসি ওয়াচ ●   ঢাকা মিটফোর্ডে ব্যবসায়ীকে হত্যা/ সারাদেশে উত্তাল বিশ্ববিদ্যালয়-কলেজ ●   বাংলাদেশে নতুন করে আরও দেড় লাখ রোহিঙ্গার প্রবেশ: জাতিসংঘ ●   পুরান ঢাকায় ব্যবসায়ীকে নৃশংসভাবে হত্যা, দেশব্যাপী চাঞ্চল্যকর সৃষ্টি ●   শেখ হাসিনা প্রশ্নে ভারতের অবস্থান অটল ●   ইরানে আবারও হামলার হুমকি ইসরায়েলের ●   বাংলাদেশের কয়েকটি জেলা - এলাকায় পৌঁছায়নি ত্রাণ, বানভাসীদের কান্না ●   গাজায় যুদ্ধবিরতির নামে ‘উচ্ছেদ’ট্রাম্প–নেতানিয়াহুর নতুন কৌশল
ঢাকা, শনিবার, ১২ জুলাই ২০২৫, ২৮ আষাঢ় ১৪৩২

BBC24 News
শনিবার, ২ জানুয়ারী ২০২১
প্রথম পাতা » আর্ন্তজাতিক | ইউরোপ | পরিবেশ ও জলবায়ু | শিরোনাম | সাবলিড » ব্রেক্সিটের ফলে, বাংলাদেশ-যুক্তরাজ্য সম্পর্ক কেমন হবে?
প্রথম পাতা » আর্ন্তজাতিক | ইউরোপ | পরিবেশ ও জলবায়ু | শিরোনাম | সাবলিড » ব্রেক্সিটের ফলে, বাংলাদেশ-যুক্তরাজ্য সম্পর্ক কেমন হবে?
১৪৬৯ বার পঠিত
শনিবার, ২ জানুয়ারী ২০২১
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

ব্রেক্সিটের ফলে, বাংলাদেশ-যুক্তরাজ্য সম্পর্ক কেমন হবে?

------বিবিসি২৪নিউজ, রুপা শামীমা, লন্ডন থেকেঃ ইউরোপীয় ইউনিয়ন থেকে  পয়লা জানুয়ারি আনুষ্ঠানিকভাবে বেরিয়ে গেছে যুক্তরাজ্য৷ এর ফলে দেশটির সঙ্গে বাংলাদেশের বাণিজ্যিক ও কূটনৈতিক সম্পর্ক কেমন হচ্ছে?
বিশেষজ্ঞরা বলছেন রপ্তানিতে এখনই এর কোন প্রভাব পড়ছে না৷ তবে কিছু ক্ষেত্রে নতুন কূটনৈতিক উদ্যোগ নিতে হবে৷

ব্রিটিশ সরকারের সূত্র বলছে, কয়েকমাসের আলোচনা শেষে অবশেষে ইউরোপীয় ইউনিয়ন ও ব্রিটেন একটি বাণিজ্য চুক্তিতে সম্মত হয়েছে৷
ইউরোপের দেশগুলোর মধ্যে জার্মানির পরই বাংলাদেশের রপ্তানি আয়ের সবচেয়ে বড় উৎস যুক্তরাজ্য৷ ২০১৯-২০ অর্থবছরে দেশটিতে প্রায় সাড়ে তিনশো কোটি ডলারের পণ্য পাঠিয়েছে বাংলাদেশ যার সিংহভাগই তৈরি পোশাক৷ জাতিসংঘের স্বল্পোন্নত দেশের তালিকাভুক্ত হওয়ায় বাংলাদেশ ইউরোপীয় ইউনিয়নের দেশগুলোতে শুল্কমুক্ত রপ্তানিসুবিধা পেয়ে আসছে৷ ইইউ এর অধীন এই সুবিধা দিয়ে আসছিল যুক্তরাজ্যও৷ ব্রেক্সিট কার্যকর হলেও এর কোন পরিবর্তন হচ্ছে না৷ গত বছরই যুক্তরাজ্য সেটি অব্যাহত রাখার ঘোষণা দিয়েছে৷ তবে ২০২৪ সালে বাংলাদেশ স্বল্পোন্নত দেশের তালিকা থেকে বেরিয়ে গেলে সেটি আর কার্যকর থাকবে না৷ সিপিডির সম্মানিত ফেলো ড. মোস্তাফিজুর রহমানের নেতৃত্বে এ নিয়ে একটি গবেষণা হয়েছে৷ অধ্যাপক মোস্তাফিজুর রহমান বলেন এক্ষেত্রে তিনটি প্রশ্ন রয়েছে৷ প্রথমত, ২০২৪ এর পর যুক্তরাজ্য শুল্কমুক্ত সুবিধা বহাল রাখবে কিনা? দ্বিতীয়ত, ২০২৭-এর পর ইইউ’র একটা জিএসপি প্লাস সুবিধা আছে৷ সেটা বাংলাদেশ পাবে কিনা? তৃতীয়ত, ২০২৭-এর ইউকে জিএসপি প্লাস-এর মতো কোনো স্কিম করবে কিনা?

রুলস অব অরিজিন গুরুত্বপূর্ণ: ড. মোস্তাফিজুর রহমান
তার মতে, কমনওয়েলথ ভুক্ত দেশ হিসেবে যুক্তরাজ্যের কাছ থেকে বাংলাদেশ এখন নতুনভাবে বাণিজ্য সুবিধা পেতে পারে৷ কমনওয়েলথ ফ্রি ট্রেড অ্যাগ্রিমেন্টের কথা হচ্ছে৷ একই সঙ্গে এইড সুবিধাও পেতে পারে বাংলাদেশ৷ তবে যুক্তরাজ্য ২০২৪ সাল পর্যন্ত ইইউর মতো শুল্কমুক্ত সুবিধা অব্যাহত রাখার কথা বলেছে৷ কিন্তু পরের সুবিধাগুলোর ক্ষেত্রে পণ্য উৎপাদনে ‘রুলস অব অরিজিন’ কেমন হবে তা গুরুত্বপূর্ণ৷ এখন বাংলাদেশ আরেক দেশ থেকে কাঁচামাল এনে পোশাক বানালে সেই সুবিধা পায়৷ কিন্তু যুক্তরাজ্য সেই নীতির পরিবর্তন করলে বাংলাদেশের লাভ হবে না৷

এজন্য বাংলাদেশকে বাণিজ্যিক এবং কূটনৈতিক পর্যায়ে কাজ করতে হবে বলে মনে করেন তিনি৷ বাণিজ্য, পররাষ্ট্র ও অর্থনৈতিক সম্পর্ক বিভাগের সমন্বয়ে এরইমধ্যে একটি টাস্কফোর্স গঠন করা হয়েছে৷ বাংলাদেশের পক্ষ থেকে ২০২৪ সালের পরও শুল্কমুক্ত সুবিধা অব্যাহত রাখার অনুরোধ জানানো হয়েছে যুক্তরাজ্যকে এবং বিবেচনার আশ্বাস পাওয়া গেছে।

বাংলাদেশ থেকে পণ্য রপ্তানিতে যুক্তরাজ্যের অবস্থান বিশ্বে তৃতীয়৷ ২০১৯ সালে দেশটিতে বাংলাদেশ রপ্তানি করেছে ৩৪৫ কোটি ৩৯ লাখ মার্কিন ডলারের পণ্য৷ একই সময়ে আমদানি করেছে ৪১ কোটি ডলারের৷

নতুন চ্যানেল খুলতে হবে যুক্তরাজ্যের সঙ্গে: শহীদুল হক
শিল্প উদ্যোক্তা ও রপ্তানিকারকরা ব্রেক্সিট নিয়ে তেমন কোনো সমস্যা আছে বলে মনে করেন না৷ বিজিএমইএ’র সাবেক সভাপতি ও এফবিসিসিআই এর সহ-সভাপতি সিদ্দিকুর রহমান বলেন, ‘‘২০২৪ সালের পরও যুক্তরাজ্যে শুল্কমুক্ত সুবিধা পাওয়া যাবে৷ আর কমনওয়েলথভুক্ত দেশ হিসেবে আমরা নতুন সুবিধা পাওয়া জন্য কাজ করছি৷ দুই সরকারের মধ্যে আলোচনাও হচ্ছে৷’’ তার মতে, ‘‘এই করোনায় পোশাক শিল্পসহ আরো অনেক শিল্পের নতুন সক্ষমতা তৈরি হয়েছে৷ সিরিয়াসনেস বেড়েছে৷ ২০২৪ সালের পর পরবর্তিত পরিস্থিতিতেও আমরা খাপ খাওয়াতে পারবো৷’’

তবে কূটনৈতিক যোগাযোগটা আরো ঘনিষ্ঠ হওয়া উচিত বলে মনে করেন সাবেক রাষ্ট্রদূত অবসরপ্রাপ্ত মেজর জেনারেল শহীদুল হক৷ তিনি মনে করেন, ‘‘সেটা হলে আমরা যুক্তরাজ্যের কাছ থেকে লাভবান হতে পারি৷ ইউরোপীয় ইউনিয়নে শুল্কমুক্ত সুবিধার পাশাপাশি ট্যারিফ নিয়ে কিছু জটিলতা আছে৷ যুক্তরাজ্যের কাছ থেকে ঐতিহাসিক সম্পর্কের কারণে ওই সুবিধাটা আমরা পেতে পারি৷ কিন্তু এজন্য এখনই উদোগ নিতে হবে৷ আমাদের এখন নতুন একটি চ্যানেল খুলতে হবে যুক্তরাজ্যের সঙ্গে৷ অনেক দেশই শুরু করেছে৷ কিন্তু বাংলাদেশ এখনো করছে বলে দৃশ্যমান হচ্ছে না৷’’

এই বিষয়ে বাণিজ্য ও পররাষ্ট্র মন্ত্রণালয় সংশ্লিষ্টদের সঙ্গে যোগাযোগ করে বক্তব্যের জন্য কাউকে পাওয়া যায়নি৷

তবে বিশ্লেষকরা ব্রেক্সিটে বাংলাদেশের জন্য নতুন সম্ভাবনাই দেখছেন৷ তবে সেটি কাজে লাগানোর মত দক্ষতা দেখাতে হবে বাংলাদেশকে৷



এ পাতার আরও খবর

গাজাকে ‘শিশু ও ক্ষুধার্ত মানুষের কবরস্থানে’ পরিণত করছে ইসরাইল: ল্যাজারিনি গাজাকে ‘শিশু ও ক্ষুধার্ত মানুষের কবরস্থানে’ পরিণত করছে ইসরাইল: ল্যাজারিনি
ইরানি স্পিকারের দাবি ১২ দিনের যুদ্ধে ৫০০ ইসরায়েলি নিহত ইরানি স্পিকারের দাবি ১২ দিনের যুদ্ধে ৫০০ ইসরায়েলি নিহত
বাংলাদেশে নতুন করে আরও দেড় লাখ রোহিঙ্গার প্রবেশ: জাতিসংঘ বাংলাদেশে নতুন করে আরও দেড় লাখ রোহিঙ্গার প্রবেশ: জাতিসংঘ
ইরানে আবারও হামলার হুমকি ইসরায়েলের ইরানে আবারও হামলার হুমকি ইসরায়েলের
গাজায় যুদ্ধবিরতির নামে ‘উচ্ছেদ’ট্রাম্প–নেতানিয়াহুর নতুন কৌশল গাজায় যুদ্ধবিরতির নামে ‘উচ্ছেদ’ট্রাম্প–নেতানিয়াহুর নতুন কৌশল
ঢাকায় জাতিসংঘ মানবাধিকার কার্যালয়ের মিশন স্থাপন উপদেষ্টা পরিষদের অনুমোদন ঢাকায় জাতিসংঘ মানবাধিকার কার্যালয়ের মিশন স্থাপন উপদেষ্টা পরিষদের অনুমোদন
চীন সর্বদা বাংলাদেশের বিশ্বস্ত বন্ধু : ওয়াং ই চীন সর্বদা বাংলাদেশের বিশ্বস্ত বন্ধু : ওয়াং ই
ইয়েমেনের প্রতিরক্ষা ব্যবস্থায়, ইসরায়েল-আমেরিকা গভীর উদ্বেগ ইয়েমেনের প্রতিরক্ষা ব্যবস্থায়, ইসরায়েল-আমেরিকা গভীর উদ্বেগ
নেতানিয়াহুকে আকাশপথ দিয়ে আইন লঙ্ঘন করেছে ইতালি, ফ্রান্স, গ্রিস: জাতিসংঘ নেতানিয়াহুকে আকাশপথ দিয়ে আইন লঙ্ঘন করেছে ইতালি, ফ্রান্স, গ্রিস: জাতিসংঘ
যুক্তরাষ্ট্রের শুল্ক আরোপে, দরকষাকষিতে ব্যর্থ বাংলাদেশ  আলোচকদের যোগ্যতা নিয়ে প্রশ্ন যুক্তরাষ্ট্রের শুল্ক আরোপে, দরকষাকষিতে ব্যর্থ বাংলাদেশ আলোচকদের যোগ্যতা নিয়ে প্রশ্ন

আর্কাইভ