রবিবার, ৭ ফেব্রুয়ারী ২০২১
প্রথম পাতা » পরিবেশ ও জলবায়ু | শিরোনাম | সাবলিড » মিয়ানমারে নির্বাচনে ১ কোটি ৪ লাখ ভুয়া ভোট পড়াই সামরিক অভ্যুত্থান
মিয়ানমারে নির্বাচনে ১ কোটি ৪ লাখ ভুয়া ভোট পড়াই সামরিক অভ্যুত্থান
বিবিসি২৪নিউজ, কুটনৈতিক প্রতিবেদক, ঢাকাঃ সামরিক অভ্যুত্থান কেন ঘটানো হলো সে বিষয়ে বাংলাদেশের রাষ্ট্রদূতকে একটি ব্যাখ্যামূলক চিঠি দিয়েছে মিয়ানমারের সেনাবাহিনী। এতে সম্প্রতি অনুষ্ঠিত নির্বাচনে গুরুতর ভোট জালিয়াতির বিষয় তুলে ধরা হয়েছে।
শনিবার (০৬ ফেব্রুয়ারি) রাজধানীর আর্মি স্টেডিয়ামে আয়োজিত ‘মুজিব শতবর্ষে এক্সিম ব্যাংক’ অনুষ্ঠান শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে পররাষ্ট্রমন্ত্রী এসব তথ্য জানান।
তিনি বলেন, মিয়ানমারের রোহিঙ্গাদের নতুন সরকার বলেছেন, ধাপে ধাপে পর্যায়ক্রমে তারা রোহিঙ্গাদের অবস্থান পরিবর্তন করবে।
মিয়ানমার সরকার বাংলাদেশের রাষ্ট্রদূতকে একটি চিঠি দিয়েছে। ওই চিঠিতে বলা হয়েছে, কী কারণে তারা টেকওভারটা করেছে।
তারা বলছেন, ১০ দশমিক ৪ মিলিয়ন (১ কোটি ৪ লাখ) ভুয়া ভোট হয়েছে। এই ভুয়া ভোটের কারণে তারা এমনটা করেছে।
‘আমাদের কাছে খবর এসেছে, মিয়ানমারের রাখাইনে দেশটির সেনাবাহিনীর নতুন কমান্ডাররা সেখানকার রোহিঙ্গা ক্যাম্পে গিয়েছিলেন। সেখানে রোহিঙ্গাদের মুরুব্বিদের সঙ্গে আলাপ করেছেন। রোহিঙ্গারা সেখানে অভিযোগ করেছে, তারা চলাফেরা করতে পারে না। মিয়ানমারের আর্মি সরকার তাদের বলেছেন, আস্তে আস্তে আমরা তোমাদের অবস্থার পরিবর্তন করব। এসব কথা শুনে আমাদের দিকে কক্সবাজারের কুতুপালংয়ে থাকা রোহিঙ্গাদের মধ্যে খুব উৎসাহ দেখা দিয়েছে। তারা খুব খুশি, আর্মি তাদের অভয় দিয়েছে। এটি ভালো খবর। ’
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদযাপন উপলক্ষে এই অনুষ্ঠানের আয়োজন করে এক্সিম ব্যাংক।
অনুষ্ঠানে এসময় উপস্থিত ছিলেন মুজিব জন্মশতবার্ষিকী উদযাপন জাতীয় কমিটির প্রধান সমন্বয়ক ও প্রধানমন্ত্রীর সাবেক মুখ্যসচিব ড. কামাল আব্দুল নাসের চৌধুরী, এক্সপোর্ট ইমপোর্ট ব্যাংক অব বাংলাদেশ লিমিটেডের চেয়ারম্যান মো. নজরুল ইসলাম মজুমদার প্রমুখ।




মদ বিক্রির অনুমতি দিল সৌদি সরকার
বাংলাদেশ ২০২৯ সাল পর্যন্ত যুক্তরাজ্যে শুল্কমুক্ত রপ্তানি সুবিধা পাবে: সারাহ কুক
বাংলাদেশ-ভারত সম্পর্ক এগিয়ে যাবে: প্রণয় ভার্মা
কেন-স্মার্টফোন-ইন্টারনেট ব্যবহার করেন না পুতিন
পদত্যাগ করে ভেনেজুয়েলা ছাড়তে চেয়েছিলেন মাদুরো, রাজি হননি ট্রাম্প-রয়টার্স
তারেক রহমান এখনো সরকারের কাছে ট্রাভেল পাস চাননি: পররাষ্ট্র উপদেষ্টা
বাংলাদেশে ফেরার সিদ্ধান্ত গ্রহণের সুযোগ একক নিয়ন্ত্রণাধীন নয়: তারেক রহমান
ইমরান খানের সাক্ষাৎ পাচ্ছেন না কেউ, মামলা করলেন পরিবারের সদস্যরা
অভিবাসন স্থায়ীভাবে স্থগিত করার পরিকল্পনা করছেন ট্রাম্প
শেখ হাসিনার প্রত্যর্পণ বিষয়টি পর্যালোচনা করছে ভারত: রণধীর জয়সওয়াল 