শনিবার, ১৭ এপ্রিল ২০২১
প্রথম পাতা » প্রিয়দেশ | বিশেষ প্রতিবেদন | রাজনীতি | শিরোনাম » ১০২ ডিগ্রি জ্বরে ভুগছেন খালেদা জিয়া, চিকিৎসা বাসাতেই
১০২ ডিগ্রি জ্বরে ভুগছেন খালেদা জিয়া, চিকিৎসা বাসাতেই
বিবিসি২৪নিউজ, বিশেষ প্রতিবেদক, ঢাকাঃ করোনা আক্রান্ত হওয়ার এক সপ্তাহের বেশি সময় পর বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার গায়ে জ্বর এসেছে। তিনি ১০২ ডিগ্রি জ্বরে ভুগছেন। তবে আপাতত বাসাতেই চিকিৎসা চলবে। প্রয়োজন হলে তাৎক্ষণিক তাকে হাসপাতালে নেয়া হবে।
শনিবার রাতে খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক ডা. এফ এম সিদ্দিকী এক ব্রিফিংয়ে এসব কথা বলেন।
সাবেক এই প্রধানমন্ত্রীর শারীরিক অবস্থা জানাতে গিয়ে চিকিৎসক বলেন, ‘বেগম জিয়া ১০২ ডিগ্রি জ্বরে ভুগেছিলেন। তবে সার্বিকভাবে তার শারীরিক যে অবস্থা, তাতে হাসপাতালে নেয়ার প্রয়োজন নেই। বাসায় তার চিকিৎসা চলবে। সবকিছু মিলিয়ে বেগম জিয়ার শারীরিক অবস্থা এখন স্থিতিশীল।’
ডা. এফ এম সিদ্দিকী বলেন, করোনা আক্রান্তের নবম তম দিন পার করছেন খালেদা জিয়া। এটা তার জন্য জটিল সময়। তবে ১০২ ডিগ্রি জ্বর এলেও তার ব্লাড প্রেসার ভালো আছে বলে জানান চিকিৎসক।
গত ১০ এপ্রিল বেগম জিয়ার করোনা পজিটিভ ধরা পড়ে। তবে তার শরীরে তেমন কোনো উপসর্গ দেখা দেয়নি। ১৫ এপ্রিল চিকিৎসকরা তার সিটি স্ক্যান করার পরামর্শ দেন। সেই রাতেই রাজধানীর এভারকেয়ার হাসপাতালে তার সিটি স্ক্যান করা হয়। চিকিৎসকরা জানিয়েছেন, বেগম জিয়ার সিটি স্ক্যানের রিপোর্ট বেশ ভালো।




দুই উপদেষ্টার পদত্যাগ তফশিল ঘোষণার পর কার্যকর: প্রেস সচিব
খালেদা জিয়ার জন্য ‘উদ্বিগ্ন’ শেখ হাসিনা
ইতালি থেকে জঙ্গি বিমান কিনতে সম্মতিপত্র সই বাংলাদেশের
বিদেশে নেওয়া হচ্ছে না খালেদা জিয়াকে
দেশের কেউ ম্যান্ডেট দেয়নি যে এত দিনের মধ্যে নির্বাচন দিতে হবে’
জুলাই আন্দোলনে নিহত ১৮২ মরদেহ উত্তোলন করা হবে
বাংলাদেশ-ভারত সম্পর্ক এগিয়ে যাবে: প্রণয় ভার্মা
স্বাস্থ্যের ডিজির সঙ্গে তর্কে জড়ানো চিকিৎসককে দায়িত্ব থেকে অব্যাহতি
খালেদা জিয়াকে দেখতে হাসপাতালে প্রধান উপদেষ্টা
খালেদা জিয়ার চিকিৎসায় লন্ডনের বিশেষজ্ঞ চিকিৎসক ঢাকায় 