বুধবার, ১৮ আগস্ট ২০২১
প্রথম পাতা » আর্ন্তজাতিক | এশিয়া-মধ্যপ্রাচ্য | পরিবেশ ও জলবায়ু | শিরোনাম | সাবলিড » আফগান শরণার্থীদের আশ্রয় দেবে ভারত- মোদী
আফগান শরণার্থীদের আশ্রয় দেবে ভারত- মোদী
বিবিসি২৪নিউজ, অমিত ঘোষ, দিল্লি থেকেঃ ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জানিয়েছেন, সংখ্যালঘুসহ সব আফগান শরণার্থীকেই আশ্রয় দেবে ভার।
আফগানিস্তানের বর্তমান পরিস্থিতি নিয়ে মন্ত্রিপরিষদের এক বিশেষ বৈঠকে তিনি এ কথা জানান।এর আগে মঙ্গলবার আফগানিস্তানে নিযুক্ত ভারতীয় রাষ্ট্রদূত দেশে ফিরে জানিয়েছিলেন, আফগানদের ভোলেনি ভারত।
ভারতীয় গণমাধ্যম দুটির প্রতিবেদনে বলা হয়েছে, প্রাথমিকভাবে শুধু সেই দেশের সংখ্যালঘুদের শরণার্থী হিসেবে গ্রহণ করার কথা বলা হলেও পরে সিদ্ধান্ত নেওয়া হয়, ঝুঁকির মুখে থাকা যে আফগানরা ভারতে আসতে চাইবেন, তাদের সবাইকেই আশ্রয় দেওয়া হবে। প্রাথমিকভাবে সিঙ্গল-এন্ট্রি ভিসা দেওয়া হবে ৬ মাসের।
তারপর দেশটির স্বরাষ্ট্রমন্ত্রণালয়ের যাচাই-বাছাইয়ের পর পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।জানা গেছে, দূতাবাস বন্ধ থাকায় বিনামূল্যে ই-ভিসা পরিসেবা চালু করা হয়েছে আফগান নাগরিকদের জন্য।
সেই ভিসার মাধ্যমে সব আফগান নাগরিকই আবেদন জানাতে পারবেন ভারতে আসার জন্য। প্রাথমিকভাবে ছয় মাস মেয়াদের ভিসা দেওয়া হবে আশ্রয় চাওয়া আফগানদের।উল্লেখ্য, ইতোমধ্যেই কাবুলের বর্তমান পরিস্থিতির পরিপ্রেক্ষিতে ভারতীয় দূতাবাসের কর্মীদের কেন্দ্র সরিয়ে নিয়েছে। কাবুলে ভারতীয় দূতাবাসটি বর্তমানে স্থানীয় কর্মীরা রয়েছেন। তারাই কাজ পরিচালনা করছেন বলে জানা গেছে।
জানা গেছে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি মঙ্গলবার সন্ধ্যায় ক্যাবিনেট নিরাপত্তা কমিটির বৈঠকটি করেন তার নিজ বাসভবনেই। সেখানে উপস্থিত ছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং, জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভাল, অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ এবং পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর।
এদিকে সংবাদ সংস্থা এএনআই সূত্রে জানা গেছে, আফগানিস্তান থেকে ভারতে আসতে চেয়ে ১ হাজার ৬৫০ জনেরও বেশি আবেদন জানিয়েছেন।




যুক্তরাষ্ট্রে প্রথম বাংলাদেশি বংশোদ্ভূত বিচারপতি সোমা সাঈদ
জোহরান মামদানিকে বেছে নিয়ে আমরা সার্বভৌমত্ব হারিয়েছি: ডোনাল্ড ট্রাম্প
যুদ্ধবিরতি থাকা সত্ত্বেও ত্রাণ পৌঁছাতে বাধা, ক্ষুধায় কাতর গাজাবাসী
যুক্তরাষ্ট্রের তিন নির্বাচনে ডেমোক্র্যাটদের বিপুল জয়, প্রথম পরীক্ষায় হারলেন ট্রাম্প
নিউইয়র্কের প্রথম মুসলিম মেয়র হলেন জোহরান মামদানি
নিউইয়র্কে মেয়র নির্বাচনের ভোটগ্রহণ শুরু
ভারত–বাংলাদেশের ভিসা জালিয়াতি, কঠিন হচ্ছে কানাডা: সিবিসির প্রতিবেদন
যুক্তরাষ্ট্রের পারমাণবিক অস্ত্র দিয়ে পৃথিবীকে ১৫০বার ধ্বংস করা সম্ভব: ট্রাম্প
সম্রাটদের সমাধিসহ বিশ্বের সবচেয়ে বড় জাদুঘর চালু মিশরে
রুশ সেনাদের আক্রমণপ কঠিন পরিস্থিতির মুখে ইউক্রেন 