রবিবার, ৩ অক্টোবর ২০২১
প্রথম পাতা » পরিবেশ ও জলবায়ু | শিরোনাম | সাবলিড | স্বাস্থ্যকথা » বাংলাদেশের ৪০ শতাংশ মানুষের জন্য টিকা পাঠবে- বিশ্ব স্বাস্থ্য সংস্থা
বাংলাদেশের ৪০ শতাংশ মানুষের জন্য টিকা পাঠবে- বিশ্ব স্বাস্থ্য সংস্থা
বিবিসি২৪নিউজ, ইইউ প্রতি নিধিঃ ডিসেম্বরের মধ্যেই বাংলাদেশের ২০ শতাংশ মানুষের জন্য করোনা টিকা পাঠাবে বিশ্ব স্বাস্থ্য সংস্থা ডব্লিউএইচও। এরপর আরও ৪০ শতাংশ মানুষের জন্য টিকা পাঠাতে সম্মত হয়েছে সংস্থাটি। কোভ্যাক্সের আওতায় এ টিকা পাঠানো হবে।
শুক্রবার (১ অক্টোবর) সুইজারল্যান্ডের জেনেভায় বিশ্ব স্বাস্থ্য সংস্থার মহাপরিচালক ট্রেডোস আধানম গাব্রিয়েসুসের সঙ্গে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেকের বৈঠক হয়। বৈঠক শেষে বিবৃতিতে এ কথা জানানো হয়।
এতে বলা হয়, বৈঠকে বিশ্ব স্বাস্থ্য সংস্থার মহাপরিচালক প্রথম পর্যায়ে ডিসেম্বরের মধ্যেই বাংলাদেশের ২০ ভাগ মানুষের জন্য টিকা পাঠানোর আশ্বাস দিয়েছিলেন। দেশের জনসংখ্যা অনুযায়ী আমরা (বাংলাদেশ) ৪০ ভাগ মানুষের জন্য টিকা পাঠানোর অনুরোধ জানালে বিশ্ব স্বাস্থ্য সংস্থার মহাপরিচালক পর্যায়ক্রমে ৪০ ভাগ মানুষের জন্য টিকা পাঠাতে সম্মত হন।
স্বাস্থ্যমন্ত্রী জানান, ডিসেম্বরের মধ্যেই দেশের ২০ ভাগ মানুষের জন্য টিকা পাওয়া সম্ভব হবে। খুব অল্প সময়ই দেশের ৪০ ভাগ মানুষের জন্য আরও টিকা পাওয়া যাবে। এর পাশাপাশি অন্যান্য মাধ্যম থেকেও আমাদের টিকা ক্রয়ের কাজটিও চলমান থাকবে।
গত দেড় বছরে করোনা মোকাবিলায় বাংলাদেশ কি কি উদ্যোগ নিয়েছে তা তুলে ধরলে বিশ্ব স্বাস্থ্য সংস্থার মহাপরিচালক বাংলাদেশ সরকারের প্রশংসা করেন বলে জানান স্বাস্থ্যমন্ত্রী।
তিনি জানান, বিশ্ব স্বাস্থ্য সংস্থার মহাপরিচালকের কাছে ফাইজার ও মডার্নার টিকা আরও বেশি পরিমাণে পাঠানোর অনুরোধ জানালে তিনি বিষয়টিতে গুরুত্ব দেবেন বলে আশ্বস্ত করেন।




পদত্যাগ করে ভেনেজুয়েলা ছাড়তে চেয়েছিলেন মাদুরো, রাজি হননি ট্রাম্প-রয়টার্স
তারেক রহমান এখনো সরকারের কাছে ট্রাভেল পাস চাননি: পররাষ্ট্র উপদেষ্টা
বাংলাদেশে ফেরার সিদ্ধান্ত গ্রহণের সুযোগ একক নিয়ন্ত্রণাধীন নয়: তারেক রহমান
ইমরান খানের সাক্ষাৎ পাচ্ছেন না কেউ, মামলা করলেন পরিবারের সদস্যরা
অভিবাসন স্থায়ীভাবে স্থগিত করার পরিকল্পনা করছেন ট্রাম্প
শেখ হাসিনার প্রত্যর্পণ বিষয়টি পর্যালোচনা করছে ভারত: রণধীর জয়সওয়াল
শেখ হাসিনাকে নিয়ে চিঠির জবাব দেয়নি ভারত: তৌহিদ হোসেন
শেখ হাসিনার অগ্রণী ব্যাংকে দুটি লকারে ৮৩২ ভরি সোনার গয়না
বিশ্বের সবচেয়ে জলবায়ু–ঝুঁকিপূর্ণ বাংলাদেশ: বিশ্বব্যাংক
কপ-৩০ চুক্তি থেকে বাদ পড়ল জীবাশ্ম জ্বালানির প্রসঙ্গ 