শুক্রবার, ১৭ ডিসেম্বর ২০২১
প্রথম পাতা » পরিবেশ ও জলবায়ু | প্রিয়দেশ | শিরোনাম | সাবলিড » জাতিসংঘের মিয়ানমার বিষয়ক বিশেষ দূত টম অ্যান্ড্রুজ কক্সবাজার রোহিঙ্গা শিবির পরিদর্শন
জাতিসংঘের মিয়ানমার বিষয়ক বিশেষ দূত টম অ্যান্ড্রুজ কক্সবাজার রোহিঙ্গা শিবির পরিদর্শন
বিবিসি২৪নিউজ, নিজস্ব প্রতিবেদক ঢাকাঃ রোহিঙ্গাদের বিষয়ে সরেজমিনে জানতে বাংলাদেশ সফররত জাতিসংঘের মিয়ানমার বিষয়ক বিশেষ দূত টম অ্যান্ড্রুজ কক্সবাজারের রোহিঙ্গা শিবির পরিদর্শন করেছেন।
তিনি শুক্রবার সকালে উখিয়ার বিভিন্ন রোহিঙ্গা শিবির এবং নাইক্ষ্যংছড়ির ঘুমধুম কোনারপাড়া নো মেনস ল্যান্ড রোহিঙ্গা শিবির পরিদর্শন করেন।
কক্সবাজার অতিরিক্ত শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার শামছুদ্দৌজা জানান, শুক্রবার সকাল ৯টার দিকে প্রতিনিধি দল উখিয়ার ৩ নম্বর রোহিঙ্গা শিবিরের সিআইসির কার্যালয়ে কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেন। এ সময় প্রতিনিধি দলের প্রধান রোহিঙ্গাদের বিষয়ে খোঁজ খবর নেন।
তিনি বলেন, “আমরা তাকে বলেছি, চার বছর হয়ে গেছে এখনও প্রত্যাবাসন শুরু করা যাচ্ছে না। প্রত্যাবাসন শুরু করতে আন্তর্জাতিক সম্প্রদায়ের মাধ্যমে মিয়ানমারকে চাপ সৃষ্টির কথা বলেছি।”
এরপর জাতিসংঘের মিয়ানমার বিষয়ক বিশেষ দূত টম অ্যান্ড্রুজ ক্যাম্প-১ ইস্ট এর একটি লার্নিং সেন্টার পরিদর্শন করেন। সেখানে রোহিঙ্গা শিশু এবং শিক্ষকদের সঙ্গে কথা বলেন। সেখান থেকে তারা ১৭ নম্বর ক্যাম্পে এবং বেলা আড়াইটার দিকে নাইক্ষ্যংছড়ির ঘুমধুম নো মেনস ল্যান্ডের রোহিঙ্গা শিবিরে যান। সেখানে দূর থেকে ক্যাম্প পরিদর্শন করে চলে আসেন তারা।
উল্লেখ্য জাতিসংঘে মিয়ানমারের মানবাধিকার বিষয়ক বিশেষ দূত টম অ্যান্ড্রুজ দায়িত্ব নেওয়ার পর এক সপ্তাহের সফরে বাংলাদেশে আসেন। তিনি ১৯ ডিসেম্বর পর্যন্ত বাংলাদেশে অবস্থান করবেন। বাংলাদেশে তার সফরের ওপর ভিত্তি করে ২০২২ সালের মার্চে অনুষ্ঠিতব্য জাতিসংঘের মানবাধিকার কাউন্সিলে প্রতিবেদন উপস্থাপন করবেন। সফরকালে ঢাকায় বিভিন্ন বৈঠকে অংশ নেওয়া ছাড়াও কক্সবাজার এবং ভাসানচরে গিয়ে রোহিঙ্গারা পরিস্থিতি পর্যবেক্ষণ করবেন।
বাংলাদেশ ছাড়ার আগে ১৯ ডিসেম্বর দুপুরে সংবাদ সম্মেলন করার কথা রয়েছে তার।এর আগে ২০১৪ থেকে ২০২০ সাল পর্যন্ত জাতিসংঘে মিয়ানমারের বিশেষ দূত হিসেবে দায়িত্ব পালন করেছেন ইয়াংহি লি। বারবার অনুমতি চাইলেও মিয়ানমারে প্রবেশ করতে পারেননি তিনি, মিয়ানমার সরকারের সঙ্গে বৈঠকও করতে পারেননি। তবে তিনি কয়েক দফা বাংলাদেশ সফর করে রোহিঙ্গাদের সঙ্গে সাক্ষাৎ করেন।




আমার মতো স্বৈরশাসক দরকার: ট্রাম্প
গ্রিনল্যান্ডের দিকে নজর রাখছে রাশিয়া, দাম ১০০ কোটি মার্কিন ডলার হতে পারে: পুতিন
হামলা হলে পূর্ণমাত্রার যুদ্ধের’ হুঁশিয়ারি ইরানের
কোনো পক্ষপাত করিনি: সিইসি
গ্রিনল্যান্ড ইস্যুতে ইউরোপের অনেক দেশের ওপর শুল্ক বসালেন ট্রাম্প
জামায়াত আমিরের সঙ্গে সেই বৈঠক প্রসঙ্গে যা জানালেন ভারত
গ্রিনল্যান্ড দখল করলে ন্যাটো আর থাকবে না: ডেনমার্ক
বিদেশিদের আগমন নিয়ন্ত্রণে রাখতে অন-অ্যারাইভাল ভিসা বন্ধ করেছে সরকার
ভেনেজুয়েলায় নির্বাচন কবে, জানাল হোয়াইট হাউস
যুদ্ধের জন্য প্রস্তুত ইরান: আরাঘচি 