শিরোনাম:
●   ওসমান হাদি হত্যাকাণ্ড: ফয়সালসহ সংশ্লিষ্টদের ব্যাংকে ১২৭ কোটি টাকার অস্বাভাবিক লেনদেন ●   দিল্লিতে হাইকমিশনে হামলা নিয়ে ভারতের ব্যাখ্যা প্রত্যাখ্যান বাংলাদেশের ●   পাকিস্তান মক্কা ও মদিনার রক্ষক হওয়ার সম্মান পেয়েছে : ফিল্ড মার্শাল মুনির ●   দিল্লিতে বাংলাদেশ হাইকমিশনের সামনে বিক্ষোভ, বিভ্রান্তিকর প্রচারণা : মুখপাত্র ●   চট্টগ্রামের ভারতীয় ভিসা সেন্টার বন্ধ ●   দিল্লিতে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনারকে হুমকি ●   সুদানে নিহত ৬ শান্তিরক্ষী সেনার জানাজা সম্পন্ন ●   মাস্কের সম্পদমূল্য ৭০০ বিলিয়ন ছাড়াল, ইতিহাসে এই প্রথম ●   বীর ওসমান হাদি সব বাংলাদেশির বুকের মধ্যে থাকবে: জানাজায় প্রধান উপদেষ্টা ●   দেশে আনা হয়েছে ওসমান হাদি মরদেহ
ঢাকা, মঙ্গলবার, ২৩ ডিসেম্বর ২০২৫, ৯ পৌষ ১৪৩২

BBC24 News
মঙ্গলবার, ৮ মার্চ ২০২২
প্রথম পাতা » জেলার খবর | প্রিয়দেশ | শিরোনাম | সাবলিড » ত্বকী হত্যার আসামি নিয়ে শামীমকে কি বললেন- আইভী
প্রথম পাতা » জেলার খবর | প্রিয়দেশ | শিরোনাম | সাবলিড » ত্বকী হত্যার আসামি নিয়ে শামীমকে কি বললেন- আইভী
৬২৫ বার পঠিত
মঙ্গলবার, ৮ মার্চ ২০২২
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

ত্বকী হত্যার আসামি নিয়ে শামীমকে কি বললেন- আইভী

---বিবিসি২৪নিউজ,নিজস্ব প্রতিনিধিঃ নারায়ণগঞ্জের আলোচিত ত্বকী হত্যার আসামি সাংসদ শামীম ওসমানের ঘরেই আছে উল্লেখ করে নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের মেয়র সেলিনা হায়াৎ আইভী সাহস থাকলে তাকে ধরিয়ে দিতে আহ্বান জানিয়েছেন সাংসদকে।

মেধাবী ছাত্র তানভীর মুহাম্মদ ত্বকী হত্যার ৯ বছর পূর্তি উপলক্ষে সোমবার আয়োজিত এক অনুষ্ঠানে মেয়র আইভী এ আহ্বান জানান। সন্ধ্যায় নগরীর শেখ রাসেল পার্কে অনুষ্ঠানটি আয়োজিত হয়।

শামীম ওসমানকে ইঙ্গিত করে মেয়র আইভী বলেন, ‘আপনি ত্বকী হত্যার বিচার চেয়েছেন। আপনি জানেন ত্বকীকে কে হত্যা করেছে। হত্যাকারী আপনার ঘরে। সাহস থাকলে হত্যাকারীকে ধরিয়ে দিন। তখন বুঝব আপনি বাংলাদেশের কত বড় নেতা।’

গত ২৯ জানুয়ারি নারায়ণগঞ্জের ফতুল্লায় দলীয় নেতাকর্মীদের সঙ্গে এক মতবিনিময় সভায় দেওয়া বক্তব্যে ত্বকী হত্যার বিচার চান জেলার প্রভাবশালী নেতা সাংসদ শামীম ওসমান।

ত্বকী হত্যা মামলায় অন্যতম আসামি আজমেরী ওসমান, যিনি শামীম ওসমানের ভাতিজা।

শামীম ওসমানের উদ্দেশে আইভী বলেন, ‘মার্চ মাস এলেই দেখি আপনারা নারায়ণগঞ্জের মানুষকে ভয় দেখানোর মিথ্যা কথা বলেন। আপনার দিন শেষ। আপনার মিথ্যাচারিতা, হঠকারিতা, নাটক অমরা সবই জানি। এগুলো বন্ধ করেন।’

নির্মম ও নিষ্ঠুরভাবে ত্বকীকে কেড়ে নেওয়া হয়েছে মন্তব্য করে আইভী বলেন, ‘এত আলোচিত হত্যাকাণ্ডের বিচার হচ্ছে, কিন্তু ত্বকী হত্যার বিচার হচ্ছে না। কেন হচ্ছে না আমরা নারায়ণগঞ্জবাসী জানি। শুধু নারায়ণগঞ্জের মানুষই নয় সারা দেশের মানুষের পাশাপাশি সারা বিশ্বের যেখানে বাঙালিরা আছেন তারাও অনুধাবন করতে পারেন।’

আইভী বলেন, ‘হত্যার ঘটনাটি র‌্যাব তদন্ত করলো, খসড়া রিপোর্টে অনেকের নাম বেরিয়ে এল, আর সেটিই মনে হয় আমাদের জন্য কাল হয়ে গেল। প্রভাবশালী ব্যক্তিরা, তাদের সন্তানরা ও আত্মীয়স্বজনরা মিলে ত্বকীকে হত্যা করেছে। কেন হত্যা করেছে, ত্বকীর বাবা প্রতিবাদ করেছিল সাধারণ মানুষের জন্য, বাস ভাড়া কমানোর জন্য। তার কণ্ঠকে রোধ করার জন্য বাচ্চাকে হত্যা করেছে। ভয় দেখানোর জন্য, নারায়ণগঞ্জকে ভীতু করার জন্য, নারায়ণগঞ্জের মানুষ যেন সাহস করে কথা বলতে না পারে সে জন্য ত্বকীকে হত্যা করা হয়।’

ত্বকীর হত্যা কারীদের প্রশাসন চোখে দেখে না অভিযোগ করে মেয়র আইভী বলেন, ‘তাদের নাকের ডগার ওপর দিয়ে সম্প্রতি শত শত হোন্ডা নিয়ে একটি পত্রিকা অফিসে হামলা করেছে। তারপরও প্রশাসন তাদের দেখে না, তাদের বিচার হয় না। কেন হয় না, কারণ তারা এই শহরের সবচেয়ে বড় পরিবার।’

সংসদ সদস্য শামীম ওসমানকে উদ্দেশ করে আইভী বলেন, ‘যিনি নিজের মুখেই বলেছেন তোলারাম কলেজে টাকার জন্য ফরম পূরণ করতে পারেননি, আজকে উনি কোটি কোটি টাকার মালিক। আবার অন্যের দিকে চোখ তোলেন। আমি কীভাবে বাড়ি করলাম। আরে বাপের জায়গা বিক্রি করে বাড়ি করেছি। আপনার মতো চুরি করে নয়, দুর্নীতি করে নয়।’

শামীম ওসমানের ১৬-১৭টা কার্গো জাহাজ আছে জানিয়ে মেয়র আইভী প্রশ্ন তোলেন- ‘উনি কীভাবে রাতারাতি ওই শিপের মালিক হলেন, কীভাবে উনি কোটি টাকার মালিক হয়ে গেছেন?’ সেটা নারায়ণগঞ্জবাসীও জানতে চায় বলে জানান তিনি।

শামীম ওসমানকে ইঙ্গিত করে আইভী বলেন, তিনি (শামীম) যখন-তখন দেশ ছেড়ে চলে যান। যখনই সমস্যা হয় ইন্ডিয়া অথবা কানাডা ও দুবাই চলে যান। শত শত কোটি টাকা পাচার করে দিয়েছেন দুবাইতে, মালয়েশিয়াতে। বাড়ি-ঘর সব জায়গায় করেছেন আবার চলে যাবেন।

অনুষ্ঠানে আরও বক্তব্য দেন শিল্পী জাহিদ মুস্তাফা ও অশোক কর্মকার, সন্ত্রাস নির্মূল ত্বকী মঞ্চের সদস্য সচিব কবি হালিম আজাদ, মানবাধিকার কমিশন নারায়ণগঞ্জের সভাপতি মাহাবুবুর রহমান মাসুম ও ত্বকীর বাবা সাংস্কৃতিক ব্যক্তিত্ব রফিউর রাব্বি। এ সময় বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠনের কর্মীসহ বিভিন্ন বিদ্যালয়ে পড়ুয়া শিক্ষার্থী ও তাদের অভিভাবকরা উপস্থিত ছিলেন।



আর্কাইভ

ওসমান হাদি হত্যাকাণ্ড: ফয়সালসহ সংশ্লিষ্টদের ব্যাংকে ১২৭ কোটি টাকার অস্বাভাবিক লেনদেন
চট্টগ্রামের ভারতীয় ভিসা সেন্টার বন্ধ
দিল্লিতে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনারকে হুমকি
সুদানে নিহত ৬ শান্তিরক্ষী সেনার জানাজা সম্পন্ন
বীর ওসমান হাদি সব বাংলাদেশির বুকের মধ্যে থাকবে: জানাজায় প্রধান উপদেষ্টা
দেশে আনা হয়েছে ওসমান হাদি মরদেহ
বাংলাদেশের বিষয়ে নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে ভারত: দিল্লিস্থ বাংলাদেশ দূতাবাস
অস্ত্রোপচার শেষে মারা যান ওসমান হাদি: ডা. আহাদ
ওসমান হাদি মারা গেছেন
শরিফ ওসমান হাদির অবস্থা অত্যন্ত সংকটাপন্ন:প্রধান উপদেষ্টার প্রেস উইং