মঙ্গলবার, ২২ মার্চ ২০২২
প্রথম পাতা » আর্ন্তজাতিক | এশিয়া-মধ্যপ্রাচ্য | শিরোনাম | সাবলিড » পশ্চিমবঙ্গের ১০টি ঝলসানো দেহ উদ্ধার
পশ্চিমবঙ্গের ১০টি ঝলসানো দেহ উদ্ধার
বিবিসি২৪নিউজ,বিধান চন্দ্র মন্ডল, কলকাতা থেকেঃ পশ্চিমবঙ্গের রামপুরহাট অগ্নিগর্ভ৷ এক তৃণমূল নেতা খুন হওয়ার পর ১০ জনের ঝলসানো মৃতদেহ উদ্ধার করেছে দমকল৷
সোমবার রাত থেকে অগ্নিগর্ভ বীরভূমের রামপুরহাট৷ জ্বলছে একের পর এক বাড়ি৷ রাতেই উদ্ধার তিনজনের ঝলসানো মৃতদেহ৷ মঙ্গলবার সকালে আরো সাতজনের মৃতদেহ উদ্ধার হয়েছে৷
ঘটনার সূত্রপাত সোমবার৷ এলাকার তৃণমূল নেতা তথা রামপুরহাট এক নম্বর ব্লকের বড়শাল গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান ভাদু শেখ খুন হন৷ স্থানীয় একটি চায়ের দোকানে তিনি বসেছিলেন৷ সে সময় একদল দুষ্কৃতী ওই চায়ের দোকানে এসে বোমা ছোঁড়ে বলে অভিযোগ৷ রক্তাক্ত অবস্থায় হাসপাতালে নিয়ে গেলে সেখানে তাকে মৃত বলে ঘোষণা করা হয়৷ এরপরেই এলাকায় চরম উত্তেজনা ছড়িয়ে পড়ে৷পুলিশের বক্তব্য
অভিযোগ, বগটুই গ্রামে পর পর বাড়িতে আগুন লাগানো হয়৷ পুলিশ সুপার নগেন্দ্র ত্রিপাঠী সংবাদমাধ্যমকে জানিয়েছেন, মঙ্গলবার সকালে একটি বাড়ি থেকে সাতজনের অগ্নিদগ্ধ মৃতদেহ উদ্ধার হয়েছে৷ দমকল জানিয়েছে, সোমবার রাতেই অন্য একটি বাড়ি থেকে তিনজনের অগ্নিদগ্ধ মৃতদেহ উদ্ধার করা হয়েছিল৷ সব মিলিয়ে এখনো পর্যন্ত ১০ জনের মৃতদেহ উদ্ধার হওয়ার কথা সরকারিভাবে জানানো হয়েছে৷ তবে স্থানীয় সূত্রে জানা গেছে, আরো বেশ কিছু বাড়ি থেকে আরো কিছু মৃতদেহ উদ্ধার হয়েছে৷ সব মিলিয়ে ১২ জনের মৃত্যুর কথা বলা হচ্ছে৷ তবে পুলিশ বা প্রশাসন এ বিষয়ে এখনো কোনো তথ্য দেয়নি৷ স্থানীয় সূত্র ডিডাব্লিউকে জানিয়েছে, রামপুরহাট হাসপাতালে অগ্নিদগ্ধ অবস্থায় চারজনকে ভর্তি করা হয়েছে৷ তার মধ্যে এক যুবক, দুই নারী এবং একটি বাচ্চা আছে৷ তৃণমূলের দাবি
ঘটনার পরে পশ্চিমবঙ্গের রাজনৈতিক আবহে তীব্র বিতর্ক শুরু হয়েছে৷ বীরভূমে তৃণমূলের নেতা অনুব্রত মন্ডল বলেন, ‘‘টিভি ফেটে আগুন লেগে গেছিল বলে শুনেছি৷ আমি ঘটনাস্থলে যাইনি৷ ফলে বাকিটা বলতে পারব না৷’’ এরপরেই অবশ্য অন্য এক প্রশ্নের উত্তরে তিনি বলেন, ভাদু শেখ খুনের সঙ্গে এর সম্পর্ক থাকতে পারে৷ পুলিশ সুপার অবশ্য খুনের ঘটনার সঙ্গে আগুন লাগার কোনো সম্পর্ক আছে কি না, তা নিয়ে মন্তব্য করতে চাননি৷ তিনি বলেছেন, তদন্ত শুরু হয়েছে৷ কীভাবে আগুন লাগলো তা খতিয়ে দেখা হচ্ছে৷ এখনো পর্যন্ত ১৫ জনকে আটক করা হয়েছে বলেও তিনি জানিয়েছেন৷
মঙ্গলবার দুপুরে কলকাতা থেকে ঘটনাস্থলে রওনা হন বীরভূমের দায়িত্বপ্রাপ্ত তৃণমূলের নেতা তথা রাজ্যের মন্ত্রী ফিরহাদ হাকিম৷ হেলিকপ্টারে বীরভূমে পৌঁছান তিনি৷ বেলার দিকে রামপুরহাট রওনা হন অনুব্রত মন্ডলও৷ প্রশাসন সূত্রে জানা গেছে স্থানীয় থানার ওসি-কে ক্লোস করা হয়েছে৷ বদলি করা হয়েছে স্থানীয় এসডিপিও-কে৷এদিন সাংবাদিক সম্মেলন করেছেন রাজ্য সিপিএম-এর নতুন সম্পাদক মহম্মদ সেলিম৷ ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত চাওয়া হয়েছে৷ সিপিএমের প্রতিনিধিদল এলাকায় যাবে বলেও জানিয়েছেন তিনি৷
অন্যদিকে ঘটনা ঘিরে উত্তাল হয়ে ওঠে বিধানসভা৷ মুখ্যমন্ত্রীর জবাব চেয়ে বিক্ষোভ দেখাতে থাকেন বিরোধী বিধায়কেরা৷ সব মিলিয়ে রামপুরহাটের ঘটনা কার্যত গোটা রাজ্য জুড়েই উত্তাপ ছড়িয়েছে৷




পদত্যাগ করে ভেনেজুয়েলা ছাড়তে চেয়েছিলেন মাদুরো, রাজি হননি ট্রাম্প-রয়টার্স
তুরস্কের মানববিহীন যুদ্ধবিমান,সফল ভাবে লক্ষ্যবস্তুকে আঘাত করতে সক্ষম
ভারতের বড় শহরগুলোতে মাত্রাতিরিক্ত বায়ুদূষণ
ভেনেজুয়েলার আকাশসীমা বন্ধের নির্দেশ ট্রাম্পের
খালেদা জিয়ার সুস্থতা কামনায় পাকিস্তানের প্রধানমন্ত্রীর চিঠি
অভিবাসনপ্রত্যাশীদের আশ্রয়-সংক্রান্ত সব সিদ্ধান্ত স্থগিত করছে যুক্তরাষ্ট্র
ইমরান খানের সাক্ষাৎ পাচ্ছেন না কেউ, মামলা করলেন পরিবারের সদস্যরা
অভিবাসন স্থায়ীভাবে স্থগিত করার পরিকল্পনা করছেন ট্রাম্প
হংকংয়ে বহুতল ভবনে ভয়াবহ আগুনে নিহত ৪৪, নিখোঁজ ২৭৯
গিনি-বিসাউয়ে ক্ষমতা দখল করল সেনাবাহিনী, প্রেসিডেন্ট গ্রেপ্তার 