বুধবার, ৬ এপ্রিল ২০২২
প্রথম পাতা » আর্ন্তজাতিক | শিরোনাম | সাবলিড » রাশিয়ার বিরুদ্ধে ভয়াবহ যুদ্ধাপরাধের অভিযোগ এনে, আরও নিষেধাজ্ঞা দিতে যাচ্ছে পশ্চিমারা
রাশিয়ার বিরুদ্ধে ভয়াবহ যুদ্ধাপরাধের অভিযোগ এনে, আরও নিষেধাজ্ঞা দিতে যাচ্ছে পশ্চিমারা
বিবিসি২৪নিউজ,আন্তর্জাতিক ডেস্কঃ রাশিয়ার বিরুদ্ধে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর সবচেয়ে ভয়াবহ যুদ্ধাপরাধের অভিযোগ এনে এর আন্তর্জাতিক তদন্ত দাবি করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি।
জাতিসংঘ নিরাপত্তা পরিষদে দেওয়া ভাষণে তিনি রাশিয়ার ‘নৃশংসতার’ একগুচ্ছ তালিকা তুলে ধরেছেন।
একটি ভিডিও উপস্থাপন করে তিনি বলেন, বেসামরিক মানুষদের রাস্তায় গুলি করে এবং ট্যাংকের চাপায় পিষ্ট করে মারা হচ্ছে।
কিয়েভের কাছে বুচায় বেসামরিক নাগরিকদের দেহাবশেষ রাস্তায় পাওয়ার কথা উল্লেখ করে তিনি এ ঘটনার পুনরাবৃত্তি হতে যাচ্ছে বলেও সতর্ক করেন।
তবে ইউক্রেনে যুদ্ধাপরাধের অভিযোগ প্রত্যাখ্যান করেছে রাশিয়া।
এদিকে ইউক্রেনে সারিক অভিযানের পরিপ্রেক্ষিতে রাশিয়ার বিরুদ্ধে আরও এক দফা নিষেধাজ্ঞার প্রস্তাব করেছে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)। এর মধ্যে রাশিয়া থেকে কয়লা আমদানিকেও অন্তর্ভুক্ত করা হয়েছে। মূলত ইউরোপের বন্দরগুলো ব্যবহার করে রাশিয়ান মালিকানাধীন জাহাজ পরিচালনা ঠেকাতেই এমন পদক্ষেপ নেওয়া হচ্ছে।
অপরদিকে রুশ নাগরিকদের লক্ষ্য করে ফেসবুকে একটি ভিডিও প্রকাশ করেছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন। যাতে বলা হয়েছে যে তাদের (রুশ) বাহিনী ইউক্রেনে নৃশংস আচরণ করছে।




দিল্লিতে বিস্ফোরণ, নিহত বেড়ে ১৩
ভারতের প্রতিরক্ষামন্ত্রীর মন্তব্য ‘কূটনৈতিক সৌজন্যের পরিপন্থী’
আগামী মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে ‘এগিয়ে থাকা রিপাবলিকান প্রার্থী জেডি ভ্যান্স’
ট্রাম্প যুক্তরাষ্ট্রকে বিব্রত করছেন: বাইডেন
বক্তব্য রাখার ক্ষেত্রে মুহাম্মদ ইউনূসের খেয়াল রাখা উচিত, রাজনাথ সিংহ
ফিলিপাইনে ভয়াবহ ঘূর্ণিঝড়ের তাণ্ডবে মৃতের সংখ্যা বেড়ে ১৮৮ জনে দাঁড়িয়েছে
যুক্তরাষ্ট্রে ট্রাম্পের কি একচ্ছত্র ক্ষমতা ম্লান হতে শুরু হয়েছে
যুক্তরাষ্ট্রে প্রথম বাংলাদেশি বংশোদ্ভূত বিচারপতি সোমা সাঈদ
জোহরান মামদানিকে বেছে নিয়ে আমরা সার্বভৌমত্ব হারিয়েছি: ডোনাল্ড ট্রাম্প
যুদ্ধবিরতি থাকা সত্ত্বেও ত্রাণ পৌঁছাতে বাধা, ক্ষুধায় কাতর গাজাবাসী 