রবিবার, ২৪ এপ্রিল ২০২২
প্রথম পাতা » আর্ন্তজাতিক | পরিবেশ ও জলবায়ু | শিরোনাম | সাবলিড » ইউরোপে যাওয়ার চেষ্টাকালে ভূমধ্যসাগরে নৌকা ডুরে ১২ শরণার্থীর মৃত্যু
ইউরোপে যাওয়ার চেষ্টাকালে ভূমধ্যসাগরে নৌকা ডুরে ১২ শরণার্থীর মৃত্যু
বিবিসি২৪নিউজ,আন্তর্জাতিক ডেস্কঃ আফ্রিকার উত্তর দেশ তিউনিসিয়ার উপকূলে শরণার্থীবোঝাই চারটি নৌকা ডুবে অন্তত ১২ জন নিহত হয়েছেন।
এ ঘটনায় নিখোঁজ রয়েছেন আরও অন্তত ১০ জন। অবৈধভাবে ভূমধ্যসাগর পাড়ি দিয়ে ইতালি যাওয়ার চেষ্টাকালে নৌকাডুবির এ ঘটনা ঘটে।
ডুবে যাওয়া চারটি নৌকায় ১২০ জন আরোহী ছিলেন। মৃতদের সবাই আফ্রিকান।
তিউনিসিয়ার কোস্টগার্ড কর্মকর্তা লে. কর্নেল আলি আয়ারি গণমাধ্যমকে জানান, ডুবে যাওয়া নৌকাগুলো থেকে ৯৮ শরণার্থীকে উদ্ধার করা হয়েছে।
তিউনিসিয়ার স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানায়, গত বছর দেশটির উপকূলীয় এলাকা থেকে ২০ হাজারেরও বেশি শরণার্থীকে গ্রেফতার করা হয়েছে। এ ছাড়া ২০২১ সালে অন্তত ১৫ হাজার শরণার্থী অবৈধভাবে ভূমধ্যসাগর পাড়ি দিয়ে ইতালির উপকূলে পৌঁছেছে।
জাতিসংঘের শরণার্থীবিষয়ক হাইকমিশনার ইউএনএইচসিআরের পরিসংখ্যান অনুযায়ী, অবৈধভাবে ভূমধ্যসাগর পাড়ি দিয়ে ২০২১ সালে ১ লাখ ২৩ হাজারেরও বেশি অভিবাসনপ্রত্যাশী ইতালি পৌঁছেছেন। ২০২০ সালের চেয়ে ৯৫ হাজারের বেশি শরণার্থী ইতালি পাড়ি জমিয়েছে গত বছর।




ভারতের প্রতিরক্ষামন্ত্রীর মন্তব্য ‘কূটনৈতিক সৌজন্যের পরিপন্থী’
আগামী মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে ‘এগিয়ে থাকা রিপাবলিকান প্রার্থী জেডি ভ্যান্স’
ট্রাম্প যুক্তরাষ্ট্রকে বিব্রত করছেন: বাইডেন
বক্তব্য রাখার ক্ষেত্রে মুহাম্মদ ইউনূসের খেয়াল রাখা উচিত, রাজনাথ সিংহ
ফিলিপাইনে ভয়াবহ ঘূর্ণিঝড়ের তাণ্ডবে মৃতের সংখ্যা বেড়ে ১৮৮ জনে দাঁড়িয়েছে
যুক্তরাষ্ট্রে ট্রাম্পের কি একচ্ছত্র ক্ষমতা ম্লান হতে শুরু হয়েছে
যুক্তরাষ্ট্রে প্রথম বাংলাদেশি বংশোদ্ভূত বিচারপতি সোমা সাঈদ
জোহরান মামদানিকে বেছে নিয়ে আমরা সার্বভৌমত্ব হারিয়েছি: ডোনাল্ড ট্রাম্প
যুদ্ধবিরতি থাকা সত্ত্বেও ত্রাণ পৌঁছাতে বাধা, ক্ষুধায় কাতর গাজাবাসী
যুক্তরাষ্ট্রের তিন নির্বাচনে ডেমোক্র্যাটদের বিপুল জয়, প্রথম পরীক্ষায় হারলেন ট্রাম্প 