মঙ্গলবার, ১৭ মে ২০২২
প্রথম পাতা » আর্ন্তজাতিক | ইউরোপ | পরিবেশ ও জলবায়ু | শিরোনাম | সাবলিড » ন্যাটো জোটের পক্ষে ভোট দিল- ফিনল্যান্ডের জাতীয় সংসদ
ন্যাটো জোটের পক্ষে ভোট দিল- ফিনল্যান্ডের জাতীয় সংসদ
বিবিসি২৪নিউজ,ইইউ প্রতিনিধিঃ মার্কিন নেতৃত্বাধীন ন্যাটো জোটে যোগ দেয়ার জন্য ফিনল্যান্ডের জাতীয় সংসদ একটি প্রস্তাবের পক্ষে ভোট দিয়েছে। এর আগে ফিনল্যান্ডের ইউরোপ বিষয়ক মন্ত্রী ন্যাটো জোটে যোগ দেয়ার পক্ষে সংসদে একটি প্রস্তাব উত্থাপন করেন।
২০০ আসনের সংসদে ১৮৮ জন সদস্য প্রস্তাবটির পক্ষে এবং মাত্র আটজন বিপক্ষে ভোট দেন। ফলে বিপুল সংখ্যাগরিষ্ঠতায় প্রস্তাবটি সংসদে পাস হয়।
এর আগে সুইডেনের পররাষ্ট্রমন্ত্রী অ্যান লিন্ডে ন্যাটো জোটে যোগ দেয়ার জন্য আনুষ্ঠানিকভাবে আবেদনপত্রে সই করেন। ফিনল্যান্ড এবং সুইডেন ন্যাটো জোটের সদস্য হওয়ার জন্য কয়েকদিন আগে সিদ্ধান্ত নিয়েছে।
ন্যাটো জোটের পক্ষ থেকে দুই দেশকে সদস্য করার প্রতিশ্রুতি দেয়া হয়েছে। ন্যাটো বলছে, যত তাড়াতাড়ি সম্ভব এই দুই দেশকে ন্যাটো জোটের অন্তর্ভুক্ত করা হবে। তবে জোটের অন্যতম সদস্য তুরস্ক এর বিরোধিতা করে আসছে।
ন্যাটো জোটের শর্ত অনুযায়ী সমস্ত সদস্যকে নতুন সদস্য গ্রহণ করার ব্যাপারে একমত হতে হবে। যদি শেষ পর্যন্ত তুরস্ক তার বিরোধিতা অব্যাহত রাখে তাহলে সুইডেন এবং ফিনল্যান্ড ন্যাটো জোটের বর্তমান আইনগত অবকাঠামোয় সদস্য হতে পারবে না।




ভারতীয় উপহাইকমিশনারকে তলব, গণমাধ্যমের সঙ্গে হাসিনার কথা বলা বন্ধের আহ্বান
দিল্লিতে বিস্ফোরণ, নিহত বেড়ে ১৩
ভারতের প্রতিরক্ষামন্ত্রীর মন্তব্য ‘কূটনৈতিক সৌজন্যের পরিপন্থী’
আগামী মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে ‘এগিয়ে থাকা রিপাবলিকান প্রার্থী জেডি ভ্যান্স’
ট্রাম্প যুক্তরাষ্ট্রকে বিব্রত করছেন: বাইডেন
বক্তব্য রাখার ক্ষেত্রে মুহাম্মদ ইউনূসের খেয়াল রাখা উচিত, রাজনাথ সিংহ
ফিলিপাইনে ভয়াবহ ঘূর্ণিঝড়ের তাণ্ডবে মৃতের সংখ্যা বেড়ে ১৮৮ জনে দাঁড়িয়েছে
যুক্তরাষ্ট্রে ট্রাম্পের কি একচ্ছত্র ক্ষমতা ম্লান হতে শুরু হয়েছে
যুক্তরাষ্ট্রে প্রথম বাংলাদেশি বংশোদ্ভূত বিচারপতি সোমা সাঈদ
জোহরান মামদানিকে বেছে নিয়ে আমরা সার্বভৌমত্ব হারিয়েছি: ডোনাল্ড ট্রাম্প 