বৃহস্পতিবার, ১৯ মে ২০২২
প্রথম পাতা » আর্ন্তজাতিক | ইউরোপ | পরিবেশ ও জলবায়ু | শিরোনাম | সাবলিড » ইউক্রেনের মারিউপোলে ১,৭৩০ সৈন্য আত্মসমর্পণ করেছেঃ রাশিয়া
ইউক্রেনের মারিউপোলে ১,৭৩০ সৈন্য আত্মসমর্পণ করেছেঃ রাশিয়া
বিবিসি২৪নিউজ,আন্তর্জাতিক ডেস্কঃ ইউক্রেনের মারিউপোলের অবরুদ্ধ অ্যাজভস্টল ইস্পাত কারখানায় ইউক্রেনের শত শত সৈন্য আত্মসমর্পণ করেছে বলে বৃহস্পতিবার রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রক জানিয়েছে। এর ফলে এ সপ্তাহে আত্মসমর্পণ করা সৈন্যের সংখ্যা ১,৭৩০ এ পৌঁছাল।
আন্তর্জাতিক রেড ক্রস কমিটি এক বিবৃতিতে জানায় যে, তারা অ্যাজভস্টল থেকে বেরিয়ে আসা সৈন্যদের নিবন্ধনের কাজ করছে। কার্যক্রমটি মঙ্গলবার আরম্ভ হয়ে বৃহস্পতিবারেও অব্যাহত ছিল।
সাহায্য সংস্থাটি বলে, “আইসিআরসি যুদ্ধবন্দিদেরকে যেখানে রাখা হচ্ছে, সেখানে পরিবহন করে নিয়ে যাচ্ছে না।” সংস্থাটি আরও জানায়, “আইসিআরসি’ পরিচালিত নিবন্ধন প্রক্রিয়াতে সৈন্যরা তাদের নাম, জন্মতারিখ এবং নিকটতম আত্মীয়ের তথ্য দিয়ে একটি ফরম পূরণ করছে। এই তথ্য আইসিআরসিকে আটককৃতদের হদিস রাখতে সাহায্য করে এবং তাদেরকে তাদের পরিবারের সাথে যোগাযোগ বজায় রাখতে সাহায্য করে।”
মারিউপোলের শেষ প্রতিরোধের এই জায়গায়, আত্মসমর্পণ করা ইউক্রেনের যোদ্ধাদের রাশিয়া প্রকাশিত সংখ্যাটি নিশ্চিত করেনি ইউক্রেনের কর্মকর্তারা। ইউক্রেন আশা প্রকাশ করেছে যে, রাশিয়ার সাথে বন্দি বিনিময়ের মাধ্যমে এই সৈন্যদের ফিরিয়ে আনা যাবে। অপরদিকে, রাশিয়ার প্রধান তদন্তকারী সংস্থা জানিয়েছে যে, বেসামরিক মানুষের বিরুদ্ধে কোন অপরাধে আটককৃতদের কেউ জড়িত ছিল নাকি, তা নির্ধারণ করতে তারা এই সৈন্যদের জিজ্ঞাসাবাদ করতে চায়।
ইউক্রেনের বিরুদ্ধে প্রায় তিনমাস ধরে চলতে থাকা এই আগ্রাসনে, মারিউপোল দখলই হবে রাশিয়ার সবচেয়ে বড় সাফল্য। অ্যাজভ সাগরের তীরবর্তী এই শহরে যুদ্ধের আগে ৪,৩০,০০০ মানুষের বসবাস ছিল।




লন্ডনে ফিলিস্তিনপন্থী বিক্ষোভে ৯০ জন গ্রেপ্তার
ভেনেজুয়েলাকে ঘিরে নতুন অভিযান শুরু করার প্রস্তুতি নিচ্ছে যুক্তরাষ্ট্র
ভুটান বাংলাদেশের প্রতিবেশী এবং বন্ধুত্বপূর্ণ দেশ : প্রধান উপদেষ্টা
সন্ধ্যায় ঢাকায় দুবার ভূমিকম্প অনুভূত, ভূমিকম্পের সময় কী করবেন, কী করবেন না
বাংলাদেশে মৃত্যুদণ্ডের বিপক্ষে :জাতিসংঘ
পাকিস্তানের নির্দেশেই শেখ হাসিনার রায় হয়েছে: শুভেন্দু
গাজায় আন্তর্জাতিক বাহিনী গঠনের জাতিসংঘের সমর্থন
লিবিয়া উপকূলে ১০০ জন অভিবাসনপ্রত্যাশীকে নিয়ে নৌকাডুবি, ২৬ বাংলাদেশী ৪ লাশ উদ্ধার
কপ৩০’র পাশেই বিকল্প জলবায়ু সম্মেলন
কপ৩০ সম্মেলনে অতিরিক্ত ব্যয়ভারে আসতে পারেননি অসংখ্য প্রতিনিধি 