শুক্রবার, ৮ জুলাই ২০২২
প্রথম পাতা » আর্ন্তজাতিক | এশিয়া-মধ্যপ্রাচ্য | পরিবেশ ও জলবায়ু | শিরোনাম | সাবলিড » যে কারণে শিনজো আবেকে হত্যা
যে কারণে শিনজো আবেকে হত্যা
বিবিসি২৪নিউজ,আবু শামীম পিয়ার,টোকিও থেকেঃ জাপানের সাবেক প্রধানমন্ত্রী শিনজো আবের ওপর বন্দুক হামলা চালানো হয়েছিল অসন্তোষের’ কারণে। পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে হামলাকারী তিতসুয়া ইয়ামাগামি এ তথ্য জানিয়েছে।
যে শহরে ভাষণ দেওয়ার সময় আবের ওপর হামলা চালানো হয়েছিল সেই নারা শহরেরই বাসিন্দা হচ্ছেন ইয়ামাগামি। সে জাপানের নৌবাহিনীর সাবেক সদস্য।
নাহা প্রিফেকচারাল পুলিশ ইয়ামাগামিকে উদ্ধৃত করে বলেছে, ‘সাবেক প্রধানমন্ত্রী আবের রাজনৈতিক বিশ্বাসের ওপর কোনো ক্ষোভ নয়, বরং তার ওপর অসন্তুষ্ট’ ছিলেন হামলাকারী।
কঠোর বন্দুক নিয়ন্ত্রণ আইনের কারণে জাপানে গুলি করে কাউকে হত্যা বিরল ঘটনা। হামলাকারী যে বন্দুক দিয়ে আবেকে গুলি করেছে সেটি তার বানানো বলে ধারণা করা হচ্ছে।
প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে জাপান টুডে জানিয়েছে, আবের আততায়ীর ব্যবহৃত অস্ত্রটি দিয়ে গুলি বের হওয়ার সময় এমন শব্দ করেছিল যা একটি বিস্ফোরণের সাথে তুলনা করা যেতে পারে। গুলি ছোড়ার পরে সাদা ধোঁয়া বাতাসে উঠেছিল। অস্ত্রটির নল ডাক্ট টেপ দিয়ে মোড়ানো ছিল বলে ধারণা করা হচ্ছে।
প্রসঙ্গত, স্থানীয় সময় শুক্রবার সকালে নারা শহরে এক ট্রেন স্টেশনের কাছে নির্বাচনী পথসভায় বক্তৃতা দিচ্ছিলেন আবে। ওই সময় পেছন থেকে গুলি করা হয় ৬৭ বছর বয়সী সাবেক এই প্রধানমন্ত্রীকে। হাসপাতালে নিয়ে যাওয়ার কয়েক ঘণ্টা পর চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।




কপ-৩০ চুক্তি থেকে বাদ পড়ল জীবাশ্ম জ্বালানির প্রসঙ্গ
জাতিসংঘের জলবায়ু সম্মেলনে দরিদ্র দেশের জন্য অর্থায়ন বাড়াতে সম্মতি
শেষ হলো জাতিসংঘের কপ-৩০ জলবায়ু সম্মেলন, ফলাফল কী
বিল সি-৩ আইনে, নাগরিকত্ব পাওয়া সহজ করছে কানাডা
পাকিস্তানে সামরিক বাহিনীর সদর দপ্তরে আত্মঘাতী হামলা
লন্ডনে ফিলিস্তিনপন্থী বিক্ষোভে ৯০ জন গ্রেপ্তার
ভেনেজুয়েলাকে ঘিরে নতুন অভিযান শুরু করার প্রস্তুতি নিচ্ছে যুক্তরাষ্ট্র
ভুটান বাংলাদেশের প্রতিবেশী এবং বন্ধুত্বপূর্ণ দেশ : প্রধান উপদেষ্টা
সন্ধ্যায় ঢাকায় দুবার ভূমিকম্প অনুভূত, ভূমিকম্পের সময় কী করবেন, কী করবেন না
বাংলাদেশে মৃত্যুদণ্ডের বিপক্ষে :জাতিসংঘ 