সোমবার, ১৫ আগস্ট ২০২২
প্রথম পাতা » এশিয়া-মধ্যপ্রাচ্য | শিরোনাম | সাবলিড » আফগানিস্তানে স্বাধীনতা দিবস’ উদযাপন করছে তালেবান
আফগানিস্তানে স্বাধীনতা দিবস’ উদযাপন করছে তালেবান
বিবিসি২৪নিউজ,আন্তর্জাতিক ডেস্কঃ যেখানে তাদের প্রতিষ্ঠা হয়েছিল সেই দক্ষিণাঞ্চলীয় শহর কান্দাহারে তালেবান আজ (সোমবার)’স্বাধীনতা’ উদযাপন করছে। বিজয় মিছিল করেছে।
কান্দাহার থেকে বিবিসির সংবাদদাতা সেকান্দার কেরমানি জানাচ্ছেন সাবেক আফগান নিরাপত্তা বাহিনীর কাছ থেকে দখল করা গাড়িতে করে সশস্ত্র তালেবান যোদ্ধারা কান্দাহারের প্রধান সড়কে শোভাযাত্রা করে। তাদের হাতে ছিল সাদা এবং কারো পতাকা।
সেসময় অনেক কিশোর বালককে গাড়ির পাশে পাশে দৌড়ুতে দেখা যায়।
যুক্তরাষ্ট্রের নেতৃত্বে আন্তর্জাতিক বাহিনী এবং তাদের সমর্থিত সরকারের বিরুদ্ধে দীর্ঘ লড়াইতে গত বছরের বিজয়কে তালেবান আফগানিস্তানের “স্বাধীনতা” হিসাবে বিবেচনা করে।
তবে গত এক বছরে তালেবান যেভাবে দেশ চালাচ্ছে তা নিয়ে বহু আফগান গভীরভাবে উদ্বিগ্ন। বিশেষ করে মেয়েদের মাধ্যমিক স্কুল বন্ধ করে দেওয়া এবং বেশিরভাগ চাকরি থেকে মেয়েদের সরিয়ে দেওয়ার ঘটনায় শহুরে, শিক্ষিত সমাজ খুবই উদ্বিগ্ন এবং ক্রদ্ধ।
সেকান্দার কেরমানি অবশ্য বলছেন, গ্রামীণ এলাকায় - বিশেষ করে দেশের দক্ষিণ ও পূর্বে- অনেক মানুষের তাতে তেমন কোনো খেদ নেই। দুদশকের লড়াইয়ের জেরে তৈরি দুঃসহ জীবন থেকে রেহাই পাওয়া নিয়ে তারা সন্তুষ্ট।
তবে একটি বিষয়ে আফগান সমাজের সবাই সমানভাবে উদ্বিগ্ন, আর তা হলো – আন্তর্জাতিক সাহায্য বন্ধ হয়ে যাওয়ায় পর ক্রমবর্ধমান ক্ষুধা ও দারিদ্র।




কপ৩০’র পাশেই বিকল্প জলবায়ু সম্মেলন
দিল্লিতে বিস্ফোরণ, নিহত বেড়ে ১৩
ফিলিপাইনে ভয়াবহ ঘূর্ণিঝড়ের তাণ্ডবে মৃতের সংখ্যা বেড়ে ১৮৮ জনে দাঁড়িয়েছে
যুদ্ধবিরতি থাকা সত্ত্বেও ত্রাণ পৌঁছাতে বাধা, ক্ষুধায় কাতর গাজাবাসী
সম্রাটদের সমাধিসহ বিশ্বের সবচেয়ে বড় জাদুঘর চালু মিশরে
চীনের জন্য বিশেষ সুযোগ করে দিল যুক্তরাষ্ট্র
পাকিস্তান-আফগানিস্তান সংঘাত: কতদূর গড়াতে পারে?
১৫ পাকিস্তানি সেনাকে হত্যার দাবি আফগানিস্তানের
হামাস-ইসরায়েল শান্তিচুক্তিতে গাজাবাসীর আনন্দ উদযাপন
বিশ্বের জন্য মহান দিন আজ, দারুণ ও আনন্দের দিন: ট্রাম্প 