শনিবার, ১৫ অক্টোবর ২০২২
প্রথম পাতা » আর্ন্তজাতিক | এশিয়া-মধ্যপ্রাচ্য | শিরোনাম | সাবলিড » ইউক্রেনকে ৪০ কোটি ডলার দেবে সৌদি আরব
ইউক্রেনকে ৪০ কোটি ডলার দেবে সৌদি আরব
বিবিসি২৪নিউজ,আন্তর্জাতিক ডেস্কঃ ইউক্রেনকে ৪০ কোটি ডলার মানবিক সহায়তা দিতে যাচ্ছে সৌদি আরব। সৌদির রাষ্ট্রীয় বার্তা সংস্থা এসপিএর প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
এসপিএর প্রতিবেদনে বলা হয়, শুক্রবার (১৪ অক্টোবর) সৌদি ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমান ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির সঙ্গে ফোনালাপ করেছেন।
যুবরাজ বলেছেন, রাশিয়া-ইউক্রেনের মধ্য চলমান উত্তেজনা কমাতে মধ্যস্থতা এবং সহায়তার জন্য প্রয়োজনীয় সব কিছু করতে প্রস্তুত সৌদি আরব।
এসময় ইউক্রেনের আঞ্চলিক সার্বভৌমত্বের পক্ষে সৌদি আরবের অবস্থানের জন্য সৌদি আরবকে ধন্যবাদ জানান জেলেনস্কি।
জেলেনস্কি জানিয়েছেন, তিনি এবং যুবরাজ সালমান আরও যুদ্ধবন্দিদের মুক্তির বিষয়ে আলোচনা চালিয়ে যেতে সম্মত হয়েছেন।
গত মাসে রাশিয়া ও ইউক্রেনের মধ্যে বন্দি বিনিময় প্রক্রিয়ার অংশ হিসেবে বিভিন্ন দেশের ১০ যুদ্ধবন্দিকে মুক্তি দেওয়ার ব্যাপারে মধ্যস্থতা করেছিলেন সৌদি যুবরাজ সালমান।